, , No Comments

ন্যান্সিকে ল্যাবএইডে স্থানান্তর

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
উন্নত
চিকিৎসার জন্য সঙ্গীতাঙ্গনের এ সময়কার জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা
ন্যান্সিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে
স্থানান্তর করা হয়েছে।



জানা গেছে জন্মাষ্টমীর ছুটির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসক, নার্সদের অনেকেই ছুটিতে আছেন। তাই আরও ভালো পরিবেশে চিকিৎসার জন্য
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ন্যান্সিকে ল্যাবএইডে স্থানান্তর করা হয়।






ন্যান্সির ভাই রুমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ন্যান্সির
অবস্থা এখন অনেকটা ভালো। তার জ্ঞান ফিরেছে এবং সে এখন কথা বলতে পারছে। তবে
শারীরিকভাবে এখনও অনেকটা দুর্বল।
এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে
ন্যান্সি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, তিনি ৪০টি ঘুমের ট্যাবলেট
খেয়েছিলেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০১
নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।






প্রসঙ্গত, নেত্রকোনায় নিজ বাড়িতে শনিবার সন্ধ্যায় অতিরিক্ত ঘুমের
ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় এ কন্ঠশিল্পী। পরে একদিন পর
প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান।



পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করলেও
অবস্থার বেগতিক দেখে রাত সাড়ে ১০টার দিকে ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা
কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে রাত সোয়া ১টার
দিকে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে ল্যাবএইড
হাসপাতালে স্থানান্তর করা হয়।




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন