, , No Comments

আশরাফুলের আপিলের রায় আজ

Logoআপডেট: বুধবার, ০৬ আগস্ট, ২০১৪
এবি- ক্রীড়া প্রতিবেদক
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আপিলের রায় আজ। শাস্তি কমানোর জন্য গত ২২ জুলাই ট্র্যাইব্যুনালে আপিল করেন আশরাফুল। যার পরিপেক্ষিতে আজ বুধবার আপিলের রায় নির্ধারণ করা হয়। তবে বিশেষ ট্র্যাইব্যুনালের চেয়ারম্যান সাবেক বিচারপতি আবদুর রশিদ জানিয়েছেন এটি প্রাথমিক শুনানি। পূর্ণাঙ্গ শুনানি দ্রুত দেয়া হবে বলে জানান তিনি।

সাবেক বিচারপতি আবদুর রশিদ এ বিষয়ে বলেন, ‘৬ তারিখে (বুধবার) আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। এদিনই নির্ধারণ করা হবে পরবর্তী শুনানির তারিখ ও কার্যক্রম কি হবে। তবে আপিলের প্রাথমিক শুনানিতে অভিযুক্তরা হাজির না থাকলে কোন সমস্যা নেই।

সেক্ষেত্রে অভিযুক্তদের আইনজীবীদের উপস্থিত থাকতে হবে। এদিকে আপিলের রায়ে সন্তুষ্ট না হলে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন মোহাম্মদ আশরাফুল। উল্লেখ্য, গত ১৮ জুন রায় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুলকে ক্রিকেট থেকে আট বছর নিষিদ্ধ হয়েছে। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন