, , No Comments

তিশার মাল্যদান

Logoআপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
রবী ঠাকুরের প্রয়ান দিবসে নতুন রূপে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষ্যে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘মাল্যদান’ শিরোনামের নাটকটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে কুড়ানীর চরিত্রে দেখা যাবে তিশাকে। 
গল্পে দেখা যাবে, নিঃসন্তান পটল, ১৭-১৮ বছরের একটি মেয়েকে কুড়িয়ে পায়। যার নাম কুড়ানী। তারপর থেকেই পটলের সারাদিন কাটে কুড়ানীকে নিয়ে। একদিন পটলের বাড়ি বেড়াতে আসে তার ভাই যতীন। ভাইকে বিয়ে করানোর জন্য পটলের তোড়জোড় শুরু হয়ে যায়। নানাভাবে ভাইকে বিয়েতে রাজি করানোর জন্য পটল ও যতীনের মধ্যে তর্ক যুদ্ধ চলে। 
একপর্যায়ে পটল কুড়ানীকে ফুলের মালা দিয়ে যতীনের ঘরে পাঠিয়ে দেয়। পটলের এই দুষ্টুমিতে যতীন খুবই ক্ষেপে যায়, ওদিকে মনে মনে যতীনকে স্বামী ভেবেই কুড়ানী মালা নিয়ে গিয়েছিলো, যতীন তাকে বলে ‘এটা পটলের দুষ্টুমি’। 
এতে কুড়ানী ভীষণ কষ্ট পায়। কিছুদিন পর যতীন আবার হাসপাতালের কাজে ফিরে গেলে মনকষ্টে কুড়ানী পটলের বাড়ি ছেড়ে চলে যায়। সেই কষ্টে পটলের নাওয়া খাওয়া বন্ধ। পটলের স্বামী সারাদিন কাজ বাদ দিয়ে কুড়ানীকে খুঁজে বেড়ায়। এদিকে যতীন হাসপাতালে গিয়ে জানতে পারে, স্ত্রী রোগ বিভাগে প্লেগ রোগে আক্রান্ত হয়ে একজন নতুন রোগী ভর্তি হয়েছে, যার নাম কুড়ানী। পুলিশ তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। 
এভাবেই এগিয়ে যায় রবীন্দ্রনাথের ‘মাল্যদান’ গল্পটি। তিশা ছাড়া এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আরমান পারভেজ মুরাদ, সাব্বির আহমেদ, বন্যা মির্জা প্রমুখ। আগামীকাল বুধবার রাত ৮টা ২০ মিনিটে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন