, , No Comments

ডিপজলের শ্যুটিংস্পটে আগুন

Logoআপডেট:
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
বাংলা
চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের শ্যুটিং স্পটে ভয়াবহ অগ্নিকা-ের
ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের
রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ওই শ্যুটিংস্পট ও বাগানবাড়িতে আগুন লাগে বলে
জানায় স্থানীয়রা।






আগুন লাগার পর পরই মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ও সাভার ফায়ার স্টেশনের
তিনটি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করছিলো। এ প্রসঙ্গে সাভার ফায়ার স্টেশনের
স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, ফাহিম শ্যুটিং স্পট নামের এই শ্যুটিং
হাউজের সামনের অংশে একটি পুরাতন জমিদার বাড়ি অবস্থিত, তার পাশেই মনোয়ার
হোসেন ডিপজলের শ্যুটিং স্টুডিওটি।






জমিদার বাড়ির নিচতলাটি শ্যুটিংয়ের মালামাল রাখার গোডাউন হিসেবে ব্যবহার
হতো। সেখান থেকেই অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ধোঁয়ার কুন্ডলী দেখে আশপাশের বাড়িঘরগুলতে
আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আতঙ্কে এ সময় অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে
যান। যোগাযোগ করা হলে মনোয়ার হোসেন ডিপজল অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করলেও এ
বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন