, , No Comments

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘অনিল বাগচীর একদিন’

Logoআপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’।

তারই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে এ চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধভিত্তিক এই গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম।

এতে অনিল বাগচী চরিত্রে অভিনয় করছেন আরেফ সৈয়দ। আর অনিলের ছোট বোন হিসেবে দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে। এতে তিনি অতশী চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, ফারহানা মিঠু, শহিদুল আলম সাচ্চু, এএম মহসিন, তৌফিক ইমন, খলিলুর রহমান কাদেরী ও মিশা সওদাগর প্রমুখ। বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্রটির চিত্রধারণ হয়েছে। উল্লেখ্য, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর প্রথমবারের মতো তার গল্প অবলম্বনে কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন