, , No Comments

বাঙালী দর্শক মাতালেন ওং স্যান জাজ স্টোরি

Logoআপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
কোরিয়ান দূতাবাস এর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, কোরিয়ান রপ্তানি প্রস্তুতকরণ এলাকা, ইন্ট্রাকো, পি এইচ পি ও ইয়ংগন এর সহযোগিতায় চার্ম অফ কোরিয়া-৭, ২০১৫, ওং স্যান জাজ স্টোরি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ৩১ জুলাই ২০১৫ শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে কোরিয়া ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪২তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জমকালো আনুষ্ঠানিকতায় বাংলা, ইংরেজি ও কোরিয়ান ভাষায় গান গেয়ে দর্শক মাতান ওং স্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এম.পি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ কোরিয়ান রাষ্ট্রদূত লী-ইয়ান-ইয়ং।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন