, , No Comments

পড়শির রেজাল্টে মা অসন্তুষ্ট

Logoআপডেট: রবিবার, ০৯ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
দীঘ প্রতিক্ষার পর সারাদেশে আজ প্রকাশ পেয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এ বছর গড় পাসের হার ৬৯.৬%। মোট জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।

অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শোতে ব্যাস্ত থাকার পাশাপাশি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সঙ্গীত শিল্পী পড়শী।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কমার্স বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেন তিনি। আর তাই পড়শীভক্তরা অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের প্রিয় তারকার রেজাল্ট জানার জন্য। পড়শীর গ্রেড কত?


এ বিষয়ে জানতে চাইলে পড়শী বলেন, আমি ‘৪.৬৭ পেয়েছি। আম্মু মনে হয় একটু মন খারাপ করেছে। বলেছে অনেক কাজ করছো, একবছর চুপচাপ থাকো! পড়শী আরও বলেন, এবার ‘একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। সাংবাদিকতা বিষয়ে পড়ার খুব ইচ্ছা আমার। কারণ ‘আমার ভাইয়া সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে।ওর পড়া দেখে বিষয়টার প্রতি আগ্রহী হয়েছি। তবে পেশা হিসেবে সাংবাদিকতাকে নেব না। বিষয়টা জানার জন্য পড়ব। আর গান নিয়ে এগুবো’।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন