, , No Comments

শুক্রবার ‘তবুওতো প্যাঁচা জাগে’

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
একটি নির্জীব বাড়ীতে এক চতুর চোর প্রবেশ করে গৃহ কর্তার লাস পড়ে থাকতে দেখে ভড়কে যায়! হত্যা না আত্মহত্যা তা আবিস্কার ভাবকল্পে এক সময় আলমারিতে খুঁজে পায় বিচিত্র একটি ডায়রী।

যার প্রতিটি পাতা উল্টোনোর মাধ্য দিয়ে একে একে উদঘাটিত হতে থাকে নানান রহস্য। এমনি ঘটনাযজ্ঞে গড়ে উঠেছে নির্মাতা নুরুল ইসলাম নুরুলের নাটক ‘তবুওতো প্যাঁচা জাগে’।

আসছে শুক্রবার রাত ১০টা ৫৫মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে মোর্শারফ করিম, স্বর্ণা, নাফিজা ও বড়দা মিঠু অভিনীত এ নাটকটি। হানিফ পালোয়ানের গল্প ও চিত্রনাট্যে নাটকটি নির্মিত হয়েছে অঙ্গীকার মাল্টিমিডিয়ার ব্যানারে।

নাটক প্রসঙ্গে পরিচালক নুরুল বলেন- বন্ধুবর নাট্যকার হানিফ পালোয়ান এর কাছ থেকে এ নাটকের কাহিনীটা শুনার পর থেকেই এটি নির্মাণ করার আগ্রহ বোধ করি। সে অনুযায়ী মোর্শারফ ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি গল্পটি বেশ পছন্দ করেন। বড়-দা মিঠু, নাফিজা ও স্বর্ণা এ নাটকে যথেষ্ট ভালো কাজ করেছেন। আশা করি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে। এতে আরো অভিনয় করেছেন- মঈন উদ্দিন আহমেদ, আলীনুর, নাহিদ, সেলিম হোসাইন, জাকির হোসেন, নুর হোসেন মনা, সঞ্চিতা এবং আসিফ নজরুল।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন