নগ্নতার জন্য আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে সেলেনা 
Logoআপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৫




















এবি ডেস্ক
আবারো নগ্নতার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও কন্ঠশিল্পী সেলেনা গোমেজ।

২২ বছর বয়সী এই পপ তারকা সম্প্রতি 'ভি' ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং বর্তমান সময়ের প্রেম নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেই সঙ্গে ফটোশ্যুটেও নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করেন।

'ভি ম্যাগাজিন'-এর কভার পেজে সেলেনা গোমেজকে কোকড়ানো চুলে, শুধুমাত্র শর্টসে দেখা যায়। ম্যাগাজিনের ভিতরের পাতায় কোনো ছবিতে বিকিনি পড়া অবস্থায় দেখা গেছে তাকে। ম্যাগাজিন বাজারে আসাতে ক’দিন সময় লাগবে। দাম করা হয়েছে ৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা)।


এ সময় পুরনো প্রেমিক জাস্টিন বিবার এবং নতুন প্রেম সম্পর্কে তিনি বলেন, '১৮ বছর বয়সে আমি প্রথম প্রেমে পড়ি। প্রেম জিনিসটা প্রতিনিয়ত আরও পরিণত করার মতো। তাই আমার যে নতুন প্রেমিক হবে, তাকে অবশ্যই আগের চেয়ে আলাদা হতে হবে।'

একুশের নতুন গান তৈরি করলেন ফাতেমা তুজ জোহরা


Logoআপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
এবি প্রতিবেদক
আর দুই দিন পরই আসছে মহান একুশে ফেব্রুয়ারী বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে একুশের একটি নতুন গান তৈরি করেছেন খ্যাতনামা নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।

‘একুশের গান’ শিরোনামে এই গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। আর সংগীত পরিচালনায় আছেন ইবরার টিপু। এ প্রসঙ্গে ফাতেমা বলেন, ‘কিছুদিন আগে গানটির রেকর্ডিং করেছি। এর কথাগুলো এ মুহূর্তে বলতে চাচ্ছি না। খুব শিগগিরই শ্রোতারা মৌলিক এ গানটি কোনও একটি অনলাইনে শুনতে পারবেন।

এছাড়াও হাতে আরও কিছু মৌলিক গান রয়েছে। সেগুলোও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ‘সবাই বলেন এখন নাকি আগের মতো আর সিডির বাজার নেই। আবার অনলাইন সম্পর্কেও আমার খুব একটা ধারণা নেই। তবে এটা বুঝি, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকেও চলতে হবে। বলতে পারেন সেজন্যই অনলাইনে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

আজ বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় চার তারকা

Logoআপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
এবি প্রতিবেদক
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় আসছেন টালিউড অভিনয়শিল্পী মুনমুন সেন, প্রসেনজিৎ, গৌতম ঘোষ, দেবসহ আরো অনেকে।

আজ রাত ৮টা ৪০ মিনিটে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারি প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় আসবেন। সফরের প্রথম দিন আগামীকাল সকালে দেশের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক, বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, পরদিন রাত ১১.৪০ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন, ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং ওই দিন রাত ৯টায় কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ প্রতিনিধি দলের সদস্যরা।

এই সফরে শিল্পীদের আসা হচ্ছে সরকারি প্রতিনিধি হিসেবে। তারা কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পার্লামেন্ট সদস্য। এবারের নির্বাচেনে এই দলের টিকিটে জয়ী হন তারা। টলিগঞ্জের তারকাদের এই সফরকালে চলচ্চিত্র নিয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো আলোচনা হবে কিনা জানা যায়নি।

তবে টালিগঞ্জের শীর্ষ পর্যায়ের তারকাদের ঢাকায় আগমনে সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়টি আলোচনায় আসবে ও অগ্রগতি হতে পারে বলে ধারণা করছেন বোদ্ধাশ্রেণী। কারণ দুই বাংলার সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়টি দুই দেশেরই জনগণের দীর্ঘদিনের দাবি হয়ে আছে।