২০০ মিটারেও স্বর্ণপদক জিতলেন বোল্ট

Logoআপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের পর এবার পুরুষদের ২০০ মিটার ইভেন্টেও স্বর্ণপদক জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।


বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ১৯.৫৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন বিশ্ববিখ্যাত এ দৌড়বিদ। যা ছিল ২০০ মিটার ইভেন্টে বছরের সেরা টাইমিং।


 এই ইভেন্টে রুপা জেতেন ২০০৪ অলিম্পিকে স্প্রিন্ট ডাবল জেতা জাস্টিন গ্যাটলিন। ২০০৫ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আবার স্প্রিন্ট ডাবলজয়ী যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বেইজিংয়ে দৌড় শেষ করেন ১৯.৭৪ সেকেন্ডে। ব্রোঞ্জপদক জেতেন রাশিয়ার আনাসো জোবোদোয়ানা ও কানাডার আলোন্সো এডওয়ার্ড। ১৯.৮৭ সেকেন্ড সময় নেন তারা ২ জন।


বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আসার আগে সময়টা খুব একটা ভালো কাটেনি বোল্টের। অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন, এবার গ্যাটলিনের কাছে ১০০ ও ২০০ মিটারের দুটিতেই হয়তো হারতে হবে তাকে। স্বর্ণপদক জয়ের পর উচ্ছ্বসিত বোল্ট বলেন, ‘এটা আমার কাছে বিশেষ কিছু।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবমিলিয়ে ১০টি স্বর্ণপদক জয় করতে পেরে আমি খুশি, বিশেষত যখন লোকজন বলছিল যে আমি হেরে যেতে পারি।’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্টে বোল্টের এটি চতুর্থ স্বর্ণ জয়। ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩টি সোনা জেতেন তিনি। ২০০৯, ২০১৩ আর এবার ১০০ মিটারে সোনা জিতলেও ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিসকোয়ালিফাই হয়েছিলেন তিনি। বেইজিংয়ে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টেও অংশ নেবেন বোল্ট।

শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন দুই গুণীজন

Logoআপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
১৯৭১ সালের ৩০ আগস্ট নিখোঁজ হয়েছিলেন সুরের পাখি আলতাফ মাহমুদ। সেই অন্তর্ধান স্মরণে প্রতিবছরের মতো এবারও শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন তাঁর নামাঙ্কিত পদক অর্পনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করবে।

এ বছর শহীদ আলতাফ মাহমুদ পদক অর্জন করেছেন অসামান্য কথাশিল্পী হাসান আজিজুল হক ও বিশিষ্ট সংগীত পরিচালক আলাউদ্দীন আলী।

৩০ আগস্ট-২০১৫ রবিবার সন্ধ্যা ৬ টায় সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদান করা হবে তাৎপর্যবহ এই পদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী।


রূপালী পর্দা থেকে নায়করাজের বিদায়

Logoআপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক অভিনয় থেকে অবসর নিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে সম্রাট।

সম্প্রতি সম্রাট জানালেন, আর পর্দায় হাজির হবেন না নায়করাজ। সম্রাট বলেন, ‘বাবা এখন সুস্থ থাকলেও আর অভিনয় করার মত অবস্থা তার নেই। ডাক্তারও একেবারে নিষেধ করেছেন অভিনয় করতে। তাই আমরা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি বাবাকে আর অভিনয় করতে দেবো না।’

কিছুদিন আগেও পরিচালক রাজু আহমেদ তার নির্মিত ‘অসম প্রেম’ চলচ্চিত্রের শুটিংয়ে রাজ্জাকের অংশ নেয়ার কথা জানান। এ বিষয়ে সম্রাট বলেন, ‘বাবা কাউকেই কোন শিডিউল দেননি। তিনি কারো ফোনও ধরেন না। তাছাড়া  এই ছবিটিতে বাবা দুই-তিন বছর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তখন বাবা পরিচালককে শুটিংয়ের সময়ও দিয়েছিলেন। কিন্তু পরিচালক ছবিটি শেষ করতে পারেননি। তাই এখন আর এই ছবিতে অভিনয় করার সুযোগ নেই’।


উল্লেখ্য, নায়ক রাজ্জাক ষাটের দশকের মাঝের দিকে চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত। নায়ক হিসেবে নায়করাজ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন সুচন্দা।  তিনি শুধু একজন নায়ক হিসেবেই নয়, পরিচালক  হিসেবেও বেশ সফল। সর্বশেষ তিনি ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেন। নায়করাজ রাজ্জাক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয় করে। এরপর আরও চারবার তিনি জাতীয় সম্মাননা পান। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার পেয়েছেন অসংখ্যবার।

নাটকপাড়া হয়ে উঠেছে যাত্রাময়

Logoআপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে ২৫-২৯ আগস্ট-২০১৫ আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী নিবন্ধন কার্যক্রম।

‘৭ম যাত্রানুষ্ঠান-২০১৫’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় চলছে আয়োজনটি।

২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত ২৫টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির ৩জন সম্মানিত সদস্য উপস্থিত থেকে অংশগ্রহনকৃত যাত্রাপালার উপস্থাপনা পর্যালোচনার ভিত্তিতে নিবন্ধন উপযুক্ত যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করছেন। নিবন্ধ আনুষ্ঠনিকতাকে ঘিরে যেমনি যাত্রাঙ্গনে বিরাজ করছে সুবাতাস তেমনি যাত্রার সংলাপঝংকারে শিল্পকলার নাটকপাড়া হয়ে উঠেছে যাত্রাময়।

এবারের আসরে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে দিনাজপুরের সততা যাত্রা ইউনিট ২৫ আগস্ট বিকেল ৩টায় উদ্বোধনী মঞ্চে পরিবেশন করে সাইফুল ইসলাম টিয়া পরিচালিত ‘শশী বাবুর সংসার’। জামালপুরের দি নিউ সাথী অপেরা দ্বিতীয় পরিবেশনায় নিয়ে আসে আলী আজগর নির্মিত যাত্রাপালা ‘গুনাই বিবি’। এরপরই সিলেটের সুরমা অপেরা পরিবেশন করে এস.এম মল্লিকের ‘আলোমতি প্রেম কুমার’। চুয়াডাঙ্গার যাত্রাসংগঠন অঞ্জলী যাত্রা ইউনিট দর্শক মাতায় মিন্টু সরোয়ারের পালা ‘মায়ের চোখে জল’ দিয়ে। এ দিনের শেষ প্রযোজনা ছিল খুলনার আরতি অপেরার পরিবেশনায় বিকাশ মন্ডল নির্দেশিত পালা ‘চরিত্রহীন’। উৎসব আমেজে বুধবারও একই সময়ে চলে নিবন্ধন কার্যক্রম। দিনের প্রথম পালা মঞ্চায়ন করে সাভারের সাগরিকা অপেরা। ‘কলঙ্কিনী বধূ’ নামের এই পালাটি পরিচালনা করেন জীবন সরকার। ঢাকার দল রুপসী বাংলা যাত্রা ইউনিট পরিবেশন করে বাদল ভুইয়া নির্মিত যাত্রাপালা ‘সাগর ভাসা’। এরপরই খুলনার সূর্য মহল মঞ্চে আনে এম এন রহিম নির্মিত ‘চরিত্রহীন’। মেহেরপুরের সীমান্ত অপেরা নিবন্ধনীপ্রয়াসে প্রদর্শন করে আক্কাস আলী পরিচালিত ‘গরীবের মেয়ে’। রবীন কুমারের ‘নিহত গোলাপ’ নিয়ে যশোর পারুল  অপেরা মঞ্চে আসে দিনের পরিবেশনায়।
আজ বৃহস্পতিবার রাজধানীর রজনীগন্ধা অপেরা প্রদর্শন করবে আব্দুল রশিদ পরিচালিত পালা ‘গুনাই বিবি’। এরপরই থাকাবে দিলীপ কুমার ভট্টাচার্যের পালা ‘মায়ের চোখে জল’।

নাটোরের নিউ বাসন্তী শিল্পী গোষ্ঠীর এই পালা শেষে পরিবেশিত হবে এম রহমান পরিচালিত নাটোরের নাচমহল অপেরার ‘জেল থেকে বলছি’। খুলনার আদি রংমহল অপেরা এস. এম. ফারুকের ‘ডাইনী বধূ’ প্রদর্শন করবে দিনের সমাপ্তিপালা হিসেবে। যথারীতি আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় মিরপুরের দল স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী দেখাবে ‘বেদের মেয়ে মহুয়া’, দিনের দ্বিতীয় পরিবেশনায় কুষ্টিয়ার নবপ্রভাত অপেরা পরিবেশন করবে ‘চরিত্রহীন’। এরপরই নেত্রকথন নাট্যসংঘ দেখাবে ‘বাঙালীর দায়মুক্তি’। ‘ভয়ংকর-৭১’ নিয়ে বিচারকদের মুখোমুখি হবে যশোরের ডিজিটাল অপেরা। এরপরই রাজধানীর আকাংখ্যা লোকনাট্য গোষ্ঠী দেখাবে যাত্রাপালা ‘অনুসন্ধান’।

২৯ আগস্ট শনিবার ৭ম যাত্রানুষ্ঠানের সমাপনী দিনে পরিবেশনা শুরু করবে গাইবান্ধার দল চলো বাংলাদেশ। দলটির পালা ‘মায়ের চোখে জল’ মঞ্চায়নের পরই খুলনার আখিঁ অপেরা পরিবেশন করবে ‘টপ রংবাজ’। সিরাজগঞ্জের ভাই ভাই যাত্রাঅপেরা দেখাবে ‘পাতালপুরীর রাজকন্যা’, খুলনার দল পূঁজা অপেরা ‘চরিত্রহীন’ করে মঞ্চ ছাড়বে মানিকগঞ্জের চারণিক নাট্য গোষ্ঠীর ‘একটি পয়সা’ জন্য, জোৎ¯œা বিশ্বাসের পরিচালনায় খুলনার ভাগ্যশ্রী অপেরার পালা ‘স্বামীর চিতা জ্বলছে’ মঞ্চায়নের মধ্যদিয়ে শেষ হবে এবারের আয়োজন।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ইতোমধ্যে ৬টি পর্যায়ে ৭৩টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে। বরাবরের মতো এবারের আসরেও অংশগ্রহণকারী সকল যাত্রাপালাগুলি দর্শকদের জন্য রয়েছে উন্মক্ত।


জাতীয় কবির প্রয়াণ দিবসে শিল্পকলায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা

Logoআপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও নজরুল ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা, নজরুল পুরস্কার প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে রয়েছে প্রেম ও দ্রোহের কবিকে স্বরণে বিশেষ এ আয়োজন।

সকাল সাড়ে ৭টায় জাতীয় কবির সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং বিকেল ৪টায় শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ এবং আলোচক থাকবেন নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করবেন নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য বেগম খিলখিল কাজী এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।

আলোচনা শেষে নজরুল পুরস্কার ২০১৪ প্রদান এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের প্রতিক্রিয়া এবং সাংস্কৃতিক পর্বের শুরুতেই একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সর্বজনাব খালিদ হোসেন, শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, ইয়াসমীন মুশতারী, ইয়াকুল আলী খান, ড. লীনা তাপসী খান, রাহাত আরা গীতি ও ছন্দা চক্রবর্তী। দলীয় সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি সঙ্গীত দল ও নজরুল ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দ এবং একক আবৃত্তি পরিবেশন করবে সর্বজনাব জয়ন্ত চট্টোপাধ্যায়, লায়লা আফরোজ, সীমা ইসলাম ও ড. শাহাদাৎ হোসেন নিপু।

নজরুলকে নিয়ে আরও ব্যপকভাবে কাজ করার সুযোগ রয়েছে

Logoআপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
আজ সাম্য ও জাগরণের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজন-আনুষ্ঠানিকতায় মুখরিত থাকবে সঙ্গীতাঙ্গনসহ দেশের পুরো মিডিয়া।

যার বহু আয়োজনে ব্যস্ত সময় কাটাবেন জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। নজরুল মৃত্যুবার্ষিকীর ব্যস্ততাসহ নানা বিষয়ে আজকের আজকের ‘হ্যালো শুনছেন?’ বিভাগে কথা বলেছেন গুণধর এই সঙ্গীতব্যক্তিত্ব।    শিহাব ফারুক


প্রেম ও দ্রোহের কবি নজরুলের প্রয়াণ দিবসের ব্যস্ততা কেমন?
ছায়ানটের অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার আয়োজনে বিকেলে গান করবো। এছাড়া আর টিভি’র তারকা কথন এবং এনটিভি ও বৈশাখির নজরুল বিষয়ক বিশেষ অনুষ্ঠানসহ বেশ কয়েকটি চ্যানেলের অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার দৃষ্টিতে বাংলাদেশে নজরুলচর্চার অবস্থা কেমন?
কাজী নজরুল ইসলাম বৈচিত্রমন্ডিত শিল্পযজ্ঞের অনন্য স্রষ্টা। শিল্প-সংস্কৃতির নানা মাধ্যমেই তাঁর সরব বিচরণ ছিল। সংস্কৃতি অঙ্গনের অনেক অনুসঙ্গ নিয়ে তিনি নিবিড়ভাবে কাজ করেছেন। ত্রিশালে নজরুল ইনস্টিটিউটে গবেষনাধর্মী ব্যপক কার্যক্রম চলছে। সামগ্রিকভাবে বাংলাদেশে বর্তমানে বেশ ভালো নজরুল চর্চা চলছে। শুধু সঙ্গীতেই নয় সাহিত্য ও সংস্কৃতির অন্যান্য মাধ্যমেও চর্চা বেড়েছে। তবে নজরুলকে নিয়ে আরও ব্যপকভাবে কাজ করার সুযোগ রয়েছে।


একজন ভালো শিল্পী হওয়ার জন্য কোন বিষয়গুলোকে আবশ্যক বলে মনে করেন?
সব সময় নিজের গান নিজের মতো করেই গাইতে হবে এবং সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। এজন্য অবশ্য সাধারণভাবে কণ্ঠে সুর থাকতে হবে। একইভাবে ছন্দ বা তালজ্ঞান থাকতে হবে। সময় উপযুক্ত বোধ ও নিজের অবস্থা ভালো-মন্দ বুঝার ক্ষমতা থাকতে হবে। অবশ্য, পূর্ণধ্যানটা থাকতে হবে অনুশীলনের ওপর।


আমাদের সঙ্গীতচর্চায় আধুনিকায়ন কতটা ইতিবাচক?
সময়ের গতিতেই সব কিছুর পরিবর্তন হবে। বিভিন্ন সময় বড় বড় গুণীজনরাও তা করেছেন। তবে মৌলিক দিকটা ঠিক রেখে সময়ের সাথেই চলতে হবে। রবীন্দ্রনাথ-নজরুলও তাই করেছেন, এখনও হচ্ছে। তাঁরা পাশ্চাত্য থেকে সুর গ্রহণ করেছেন, সুর নিয়ে এটি বাংলা গানের সুরের ধাঁচে মিশিয়েছেন। সেটি যথার্ত এক্সপেরিমেন্ট করে।

নতুন কোনো অ্যালবামের কাজ হাতে রয়েছে কী?
এই মূহুর্তে নতুন কোন অ্যালবামের কাজ হাতে নেই তবে। তবে সঙ্গীতের বিরল প্রতিভা হিমাংশু দত্তের গান নিয়ে একটি অ্যালবাম করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং গান বাচাইয়ের কাজ চলছে। এছাড়া এযাবৎ বেঙ্গল থেকে আমার পাঁচটি একক অ্যারবাম বেরিয়েছে। সব মিলিয়ে সিডির সংখ্যা বারো-তেরোটির মতো হবে।

সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
ছায়ানটে পাশ করা বেশ কয়েকজনকে নিয়ে আমি আলাদাভাবে কাজ করছি। অন্তত বিশ-পঁচিশজন ছেলে-মেয়েকে এমনি বিশেষ ভাবে  তৈরি করার চেষ্টা করছি। তারা কাজী নজরুল ইসলামের গানকে যেন একটা ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে।

নাটকপাড়ায় যাত্রার ধূম

Logoআপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে ২৫-২৯ আগস্ট-২০১৫ আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী নিবন্ধন কার্যক্রম।

‘৭ম যাত্রানুষ্ঠান-২০১৫’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় চলছে আয়োজনটি।

২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত ২৫টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির ৩জন সম্মানিত সদস্য উপস্থিত থেকে অংশগ্রহনকৃত যাত্রাপালার উপস্থাপনা পর্যালোচনার ভিত্তিতে নিবন্ধন উপযুক্ত যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করছেন। নিবন্ধ আনুষ্ঠনিকতাকে ঘিরে যেমনি যাত্রাঙ্গনে বিরাজ করছে সুবাতাস তেমনি যাত্রার সংলাপঝংকারে শিল্পকলার নাটকপাড়া হয়ে উঠেছে যাত্রাময়।

এবারের আসরে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে দিনাজপুরের সততা যাত্রা ইউনিট ২৫ আগস্ট বিকেল ৩টায় উদ্বোধনী মঞ্চে পরিবেশন করে সাইফুল ইসলাম টিয়া পরিচালিত ‘শশী বাবুর সংসার’। জামালপুরের দি নিউ সাথী অপেরা দ্বিতীয় পরিবেশনায় নিয়ে আসে আলী আজগর নির্মিত যাত্রাপালা ‘গুনাই বিবি’। এরপরই সিলেটের সুরমা অপেরা পরিবেশন করে এস.এম মল্লিকের ‘আলোমতি প্রেম কুমার’। চুয়াডাঙ্গার যাত্রাসংগঠন অঞ্জলী যাত্রা ইউনিট দর্শক মাতায় মিন্টু সরোয়ারের পালা ‘মায়ের চোখে জল’ দিয়ে। এ দিনের শেষ প্রযোজনা ছিল খুলনার আরতি অপেরার পরিবেশনায় বিকাশ মন্ডল নির্দেশিত পালা ‘চরিত্রহীন’। উৎসব আমেজে বুধবারও একই সময়ে চলে নিবন্ধন কার্যক্রম। দিনের প্রথম পালা মঞ্চায়ন করে সাভারের সাগরিকা অপেরা। ‘কলঙ্কিনী বধূ’ নামের এই পালাটি পরিচালনা করেন জীবন সরকার। ঢাকার দল রুপসী বাংলা যাত্রা ইউনিট পরিবেশন করে বাদল ভুইয়া নির্মিত যাত্রাপালা ‘সাগর ভাসা’। এরপরই খুলনার সূর্য মহল মঞ্চে আনে এম এন রহিম নির্মিত ‘চরিত্রহীন’। মেহেরপুরের সীমান্ত অপেরা নিবন্ধনীপ্রয়াসে প্রদর্শন করে আক্কাস আলী পরিচালিত ‘গরীবের মেয়ে’। রবীন কুমারের ‘নিহত গোলাপ’ নিয়ে যশোর পারুল  অপেরা মঞ্চে আসে দিনের পরিবেশনায়।
আজ বৃহস্পতিবার রাজধানীর রজনীগন্ধা অপেরা প্রদর্শন করবে আব্দুল রশিদ পরিচালিত পালা ‘গুনাই বিবি’। এরপরই থাকাবে দিলীপ কুমার ভট্টাচার্যের পালা ‘মায়ের চোখে জল’।

নাটোরের নিউ বাসন্তী শিল্পী গোষ্ঠীর এই পালা শেষে পরিবেশিত হবে এম রহমান পরিচালিত নাটোরের নাচমহল অপেরার ‘জেল থেকে বলছি’। খুলনার আদি রংমহল অপেরা এস. এম. ফারুকের ‘ডাইনী বধূ’ প্রদর্শন করবে দিনের সমাপ্তিপালা হিসেবে। যথারীতি আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় মিরপুরের দল স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী দেখাবে ‘বেদের মেয়ে মহুয়া’, দিনের দ্বিতীয় পরিবেশনায় কুষ্টিয়ার নবপ্রভাত অপেরা পরিবেশন করবে ‘চরিত্রহীন’। এরপরই নেত্রকথন নাট্যসংঘ দেখাবে ‘বাঙালীর দায়মুক্তি’। ‘ভয়ংকর-৭১’ নিয়ে বিচারকদের মুখোমুখি হবে যশোরের ডিজিটাল অপেরা। এরপরই রাজধানীর আকাংখ্যা লোকনাট্য গোষ্ঠী দেখাবে যাত্রাপালা ‘অনুসন্ধান’।

২৯ আগস্ট শনিবার ৭ম যাত্রানুষ্ঠানের সমাপনী দিনে পরিবেশনা শুরু করবে গাইবান্ধার দল চলো বাংলাদেশ। দলটির পালা ‘মায়ের চোখে জল’ মঞ্চায়নের পরই খুলনার আখিঁ অপেরা পরিবেশন করবে ‘টপ রংবাজ’। সিরাজগঞ্জের ভাই ভাই যাত্রাঅপেরা দেখাবে ‘পাতালপুরীর রাজকন্যা’, খুলনার দল পূঁজা অপেরা ‘চরিত্রহীন’ করে মঞ্চ ছাড়বে মানিকগঞ্জের চারণিক নাট্য গোষ্ঠীর ‘একটি পয়সা’ জন্য, জোৎ¯œা বিশ্বাসের পরিচালনায় খুলনার ভাগ্যশ্রী অপেরার পালা ‘স্বামীর চিতা জ্বলছে’ মঞ্চায়নের মধ্যদিয়ে শেষ হবে এবারের আয়োজন।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ইতোমধ্যে ৬টি পর্যায়ে ৭৩টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে। বরাবরের মতো এবারের আসরেও অংশগ্রহণকারী সকল যাত্রাপালাগুলি দর্শকদের জন্য রয়েছে উন্মক্ত।

দেশ অপেরার বর্ষপূতিতে ‘একটি পয়সা’

Logoআপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
২৩তম বর্ষে পদার্পন করতে যাচ্ছে দেশের প্রতিশ্রুতিশীল যাত্রাদল দেশ অপেরা। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার আয়োজন করেছে সংগঠনটি।

আজ ২৬ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নাট্যজন গোলাম সারোয়ার। দেশ অপেরার কর্ণধার মিলনকান্তি দে’র সভাপতিত্বে এতে আরও উপস্থিত থাকবেন যাত্রা ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা। আসরের দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে বহুলআলোচিত যাত্রাপালা ‘একটি পয়সা’।

ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত জনপ্রিয় এই পালাটি নির্দেশনা দিয়েছেন প্রতিভাদীপ্ত যাত্রাজন এম আলীম। ‘পুঁজিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নয়, প্রার্থনা নয়, মেহনতী মানুষের সঙ্ঘশক্তির প্রচ- আঘাতে ওদের খুশির অট্টালিকা ভেঙে চুরে কায়েম করতে হবে আমজনতার ন্যায্য অধিকার।’ এমনি বিপ্লবী চেতনালব্ধ সংলাপঝড়ে গড়ে উঠেছে শ্রমিক আন্দোলন ভিত্তিক এই পালাটি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মোবারক হোসেন, সহিদুর রহমান এনা, রফিকুল ইসলাম, নূরুল হক, এম আলীম, এম সিরাজ, সন্তোষ বিশ্বাস, সুদর্শন চক্রবর্তী, সবিতা বিশ্বাস, ত্রপতি ইসলাম, বনশ্রী অধিকারী প্রমূখ।

হরভজন-গীতা’র বিয়ে ২৯ অক্টোবর

Logoআপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
আগামী ২৯ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম অফস্পিনার হরভজন সিং ও বলিউডের আবেদনময়ী নায়িকা গীতা।

দীর্ঘদিন থেকে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তারা। তখন থেকেই গুজব ছিলো ভাজ্জি আর গীতা বিয়ে করবেন। জলন্ধরে বসবে বিয়ের আসর। বিয়ের আসরে উপস্থিত থাকবেন যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি সহ ভারতীয় দলের একঝাঁক ক্রিকেটার। বলিউডের বেশ কয়েকজন তারকাকেও দেখা যাবে এই অনুষ্ঠানে।

তবে অক্টোবর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা সফরে ভাজ্জি যদি ভারতীয় দলে সুযোগ পান তাহলে বিয়ের দিন পরিবর্তন হতে পারে। ভারতে ক্রিকেট এবং বলিউডের তারকাদের সাত পাকে বাধা পড়ার ঘটনা অনেক পুড়নো। নবাব মনসুর আলি খান পতৌদি- শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সঙ্গিতা বিজলানি। এবার যোগ হলো ভাজ্জি-গীতার নাম। ৩১ বছরের গীতা বলিউডে ৫-৬টি সিনেমায় অভিনয় করেছেন। ইমরান হাসমির বিপরীতে দ্য ট্রেন সিনেমায় নজর কাড়েন গীতা। তবে বলিউডে সেভাবে নিজের অবস্থান পাকা করতে পারেননি।অপরদিকে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য ৩৫ বছরের হরভজন।

এবার শ্রীলংকায় মিম

Logoআপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
জনপ্রিয় মডেল-চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এখন কলকাতায় ব্যস্ত আছেন ''ব্ল্যাক'' ছবির শুটিং নিয়ে।

এরইমধ্যে ছবিটির শুটিং এর কাজ অনেকখানি শেষ হয়ে গেছে। এতে মিম অভিনয় করছেন কলকাতার সুপারস্টার সোহমের বিপরীতে।

এছাড়াও ছবিটিতে আরও বিভন্ন চরিত্রে রয়েছেন বলিউড এর শক্তিমান অভিনেতা আশীষ বির্দার্থী ও কলকাতার রজতাভ দত্ত সহ আরও অনেকে। ''ব্ল্যাক'' ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার রাজাচন্দ্র এবং ঢাকার কামাল মো. কিবরিয়া লিপু।


নতুন খবর হলো এই ছবির গানের শুটিংয়ের জন্য আসছে ৩১আগস্ট  শ্রীলংকা যাচ্ছেন মিম ও ছবিটির পুরো টিম। ছবিটির অন্যতম পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছেন,দর্শকদের ভিন্নতার স্বাদ দেবার লক্ষেই তাদের এই উদ্যোগ। আগামী ১সেপ্টেম্বর থেকে শ্রীলংকায় ছবিটির গানের শুটিং শুরু হয়ে তা চলে টানা প্রায় এক সপ্তাহ পর্যন্ত। আসছে কোরবানী ঈদেই ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এদিকে ছবিটির নাম জটিলতা এখনো কাটেনি। একবারে শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিল ''বুলেট''। পরবর্তীতে তা বদলে রাখা হয় ''রকেট''। কিন্তু এখন এই নামটি নিয়েও জটিলতা দেখা যাবার কারণে ছবিটির নতুন নাম রাখা হয়েছে ''ব্ল্যাক''। তবে জানা গেছে এই নামটিও শেষ পর্যন্ত রাখা হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছেন ছবিটির নির্মাতারা!

ফের একসঙ্গে আঁখি-মনির

Logoআপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
সম্প্রতি একটি রোমান্টিক গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী মনির খান ও আঁখি আলমগীর।

সুজন বন্ধুর পরিচালনায় ‘পাগল বাড়ির প্রেম’ ছবির জন্য গানটি গেয়েছেন তাঁরা। গানটির কথা, সুর ও সংগীত করেছেন ফিরোজ প্লাবন।


 আঁখি আলমগীর ও মনির খান চলচ্চিত্রে নিয়মিত প্লে-ব্যাক করলেও একসঙ্গে তাঁরা স্টেজ শো বেশি করেন বলে জানালেন মনির খান। তিনি আরো বলেন, ‘আঁখি শুধু ভালো শিল্পীই নয়, ও অনেক প্রাণবন্ত এবং খুব সুন্দর মনের মানুষ। আঁখিকে দেখে বোঝার উপায় নেই ওর মন এত কোমল।

ভালো গায়কী ও সুন্দর মানসিকতার জন্য আঁখি সবার কাছে জনপ্রিয়।’ আঁখি আলমগীর বলেন, ‘মনির ভাইয়ের সঙ্গে ২০টির বেশি আমি  গান করেছি। প্রায় প্রতিটি গানই মেলোডি এবং রোমান্টিক। তিনি অসাধারণ গান করেন।  আমাদের এই গানটিও রোমান্টিক। আশা করি গানটি সবার ভালো লাগবে।’ গানটির গীতিকার ও সুরকার ফিরোজ প্লাবন বলেন, ‘আঁখি ও মনির আমার কথায় রোমান্টিক একটি গানে কণ্ঠ দিয়েছে। সবার কাছে দোয়া কামনা করছি।’ এদিকে আঁখি আলমগীর ও মনির খান প্লে-ব্যাকের পাশাপাশি তাঁদের একক অ্যালবামের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত সময় পার করছেন। তারিখ নির্ধারিত না হলেও খুব শিগগির বের হবে তাঁদের দুজনেরই আলাদা একক অ্যালবাম, এমনটিই জানালেন আঁখি আলমগীর ও মনির খান।

নতুন রেকর্ড গড়েলেন টেইলর সুইফট

Logoআপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
লস অ্যাঞ্জলসের স্ট্যাপলস সেন্ট্রার অডিটরিয়ামে নতুন রেকর্ড গড়েছেন হলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফট।

টানা ১৬ বারের মতো এই অডিটোরিয়ামে তার শোয়ের সব টিকেট বিক্রির কৃতিত্ব গড়েছেন ২৪ বছর বয়সী এ গায়িকা।  গত শনিবার টেইলর সুইফট স্ট্যাপলস সেন্ট্রার অডিটরিয়ামে কনসার্ট করেন।

কনসার্ট চলাকালীন লস অ্যাঞ্জেলসের জনপ্রিয় বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট স্টেজে টেইলর সুইফটকে রেকর্ডের বিষয়টি জানান। কোবে ব্রায়ান্ট বলেন, ‘কোনো আর্টিস্টের ক্ষেত্রে এটিই প্রথম যার স্ট্যাপলস সেন্ট্রারের সর্বোচ্চ ১৬ টি শোয়ের সব কটির টিকেট সম্পূর্ণ বিক্রি হয়েছে।’ বিষয়টি শুনে আবেগআপ্লুত হয়ে পড়েন ‘শেক ইট অফ’ খ্যাত টেইলর। পাশাপাশি খবরটি শুনে কনসার্টে উপস্থিত এ গায়িকার ভক্তরাও চিৎকার শুরু করেন।

ব্রিটেনে হাইকমিশনার হওয়ার প্রস্তাব পেলেন সাঙ্গাকারা

Logoআপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
ব্রিটেনে শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে কাজ করার প্রস্তাব পেলেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত তারকা কুমার সাঙ্গাকারা।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার সকালে এমন ঘোষণা দেন। আর প্রেসিডেন্টের এ প্রস্তাবে সাঙ্গাকারা অভিভূত হয়েছেন।

কয়েকদিন আগেই  দেশের মাটিতে সফরকারী ভারতের বিপক্ষে ক্রিকেট ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন সাঙ্গাকারা। এই টেস্টে শ্রীলঙ্কা ২৭৮ রানে হারলেও ম্যাচটি সাঙ্গাকারার জন্য স্মরণীয়। কারণ এই ম্যাচেই তিনি বিদায় নেন। আর খেলা শেষে তার বিদায় অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক আবেগঘন বক্তৃতায় কুমার সাঙ্গাকারা সাংবাদিকদের জানান, ‘হাইকমিশনার হওয়ায় যে প্রস্তাব প্রেসিডেন্ট তাকে দিয়েছেন, তা শুনে আমি খুবই অবাক হয়েছি।

এ বিষয়ে পরে আলোচনা হবে।’ সম্প্রতি সাঙ্গাকারা নিজেই জানান, চলতি বছরের গোড়ায় বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেয়ার ইচ্ছা ছিলো তার। কিন্তু নির্বাচকদের অনুরোধে আরো কয়েকটা টেস্ট খেলতে রাজি হন তিনি। মাসকয়েক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্টে ১২ হাজার রান পূর্ণ করেন কুমার সাঙ্গাকারা– যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাঙ্গাকারার মোট রান প্রায় ২৭ হাজার, যা শচীন টেন্ডুলকারের ঠিক পরেই।

বিটিভিতে বন্ধ হয়ে গেলো 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে দেশি-বিদেশি নির্মাতাদের তৈরি দূর্লভ ডকুফিল্মের সংকলিত অনুষ্ঠান “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” প্রচার বন্ধ করে দিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।

সংকলিত এ অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন বিটিভি’র সাবেক উপ-মহাপরিচালক ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি মরহুম আব্দুল মালেক উকিলের ছেলে বাহার উদ্দিন খেলন।

অনুষ্ঠানটির পরিকল্পনাকারি বাহার উদ্দিন খেলনের বিটিভিতে চুক্তির মেয়াদ শেষ হবার এক মাসের মাথায় অনুষ্ঠানটির প্রচার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড থেকে বন্ধ করে দেওয়া হয়। এনিয়ে আওয়ামীলীগের সিনিয়র নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার শিল্পী-কলাকুশলীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

“বঙ্গবন্ধু ও বাংলাদেশ” প্রচার বন্ধের বিষয়ে বিটিভি’র জেনারেল ম্যানেজার শফিউদ্দিন শিকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিটিভি’র সাবেক উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দীর্ঘদিনের কষ্টের ফসল ৩৬০ মিনিটের এ “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” অনুষ্ঠানটি। লন্ডন, আমেরিকা, স্পেন, জাপানসহ বিশ্বের বহু দেশে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের সমন্বয়ে এ অনুষ্ঠানটি আমি নির্মাণ করেছি। যা থেকে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস। কিন্তু হঠাৎ করে কি কারনে এ অনুষ্ঠানটি বন্ধ করা হলো তা আমার বোধগম্য নয়। বিয়টি সত্যিই জাতির জন্য এক কলঙ্ক ও দুঃখজনক।

তবে অনুসন্ধানে জানা যায়, বিটিভি’র মহাপরিচালক হিসেবে বাহার উদ্দিন খেলনের নিয়োগের বিষয়টি যখন প্রায় চূড়ান্ত ঠিক তখনই তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিটিভি’র বিএনপি-জামায়াত চক্র। যার প্রথম পদক্ষেপ হিসেবে প্রচার বন্ধ করে দেওয়া হয় বাহার উদ্দিন খেলনের “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” ।

আর বিটিভিতে বিএনপি-জামায়াতপন্থীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমেদের শুভাকাংখী হিসেবে পরিচিত পরিচালক অনুষ্ঠান লায়লা হক ও জেনারেল ম্যানেজার শফিউদ্দিন শিকদার। উল্লেখ্য, বিটিভিতে বিএনপি-জামায়াতের মদদদাতা হিসেবে পরিচিত শফিউদ্দিন শিকদার ও লায়লা হক ইতিপূর্বে  সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী নানা ঘটনা ঘটালেও সরকারের একজন শীর্ষ কর্তাব্যক্তির সুনজরের কারনে রক্ষা পেয়ে যান। বিটিভি’র জি এম শফিউদ্দিন শিকদারের বাবা একাত্তরে গাজীপুরের শান্তিবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং লায়লা হকের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক নেতা হিসেবে পরিচিত।

দীর্ঘ ৮ মাস পর প্রাঙ্গণেমোর’র ‘ঈর্ষা’

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
নাটকপাড়ায় আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’। দীর্ঘ ৮মাস পর ২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে সৈয়দ শামসুল হক রচিত আলোচিত এ কাব্যনাট্য।

‘ঈর্ষা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রতিভাধর নাট্যজন অনন্ত হিরা। সাত সংলাপব্যপ্তির এ নাটকটকে চরিত্র মাত্র ৩টি।

নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।

প্রেমিকের হৃদয় যদি পোড়েতো একমাত্র ঈর্ষার আগুনেই পোড়ে, ঈর্ষায় যে পোড়েনি, প্রেম সে হৃদয়ে ধরেনি, ঈর্ষা এক ঠান্ডা নীল আগুন। ‘ঈর্ষা’ কাব্যনাট্যের গল্প এতোটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ননাতীত। সেই সঙ্গে আছে শিল্প শিল্পের চরম দ্বন্দ্ব।

আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা; আছে মানব জীবনের অপরিহার্য শারিরীক সম্পর্কের রসায়ন, রূপসী বাংলার শ্যামল উজ্জ্বল্য, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা এমনকি মুক্তিযুদ্ধের মুল্যবোধও। শাহীনুর রহমানের মঞ্চ পরিকল্পনায় নাটকটির আলোকপ্রক্ষেপনে রয়েছেন জিল্লুর রহমান। রামিজ রাজু সংগীত পরিকল্পনায় পোশাক করেছেন নূনা আফরোজ।

“রানা প্লাজা” চলচ্চিত্রে নিষেধাজ্ঞা!

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ঢালিউড অভিনেত্রী পরীমনির প্রথম চলচ্চিত্র রানা প্লাজা।

বহুল আলোচিত এ সিনেমাটির বিভিন্ন দৃশ্য, রানা প্লাজা ধ্বসের দৃশ্য প্রভৃতি নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। এরপর সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

অবশেষে সকল জটিলতা কাটিয়ে গত ১১ জুন সিনেমাটিকে ছাড়পত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এরই মধ্যে সিনেমাটির মুক্তির তারিখ ঠিক হয় ৪ সেপ্টম্বর। তবে হঠাৎ করেই আবারো বাঁধার মুখে পড়েছে রানা প্লাজা। ২৪ আগস্ট সোমবার সিনেমাটির উপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মো. মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী জানান, এ আদেশের ফলে আগামী ৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন বা কোনো মাধ্যমে সম্প্রচার বা প্রচার করা যাবে না।



সাভারের ‘রানা প্লাজা’ ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাইমন-পরীমনি। শামীম আক্তার প্রযোজিত সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।


নিষেধাজ্ঞা জারির পর এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আদালত রানা প্লাজার প্রদর্শনের উপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে যেহেতু এ নিয়ে আপিল করার সুযোগ রয়েছে তাই আমিও আদালতের দারস্থ হব।

এ নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নিব।’ তিনি আরো বলেন, ‘এখনো পুরো ঘটনা জানতে পারিনি। কে বা কারা এটা করেছেন সে বিষয়েও আমি কিছু জানি না। এর আগে অবশ্য সিনেমাটি মুক্তির জন্য হাইকোর্টই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন কেন আবার নিষেধাজ্ঞা জারি করেছেন তা বুঝতে পারছি না।’ নজরুলের দাবী ‘আমি ভালো কিছু করতে চেয়েছি। জনসচেতনতার লক্ষ্যে আমার এ সিনেমাটি নির্মাণ করা। তবে যেহেতু হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন তাই এ বিষয় আর কিছু বলতে চাই না।’ সিনেমাটির গল্পে দেখা যাবে, গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে রেশমাকে ভালোবাসে তার প্রতিবেশী টিটু। কিন্তু টিটু তাদের চেয়ে অবস্থাপন্ন বলে তার প্রস্তাবে সায় দেয় না রেশমা। টিটুও হাল ছাড়ার পাত্র নয়। এক দুর্ঘটনা থেকে টিটু রেশমাকে উদ্ধার করে। এরপর টিটুকে পছন্দ করতে শুরু করেন রেশমা। সায় দেন তার প্রস্তাবে। এর কিছুদিন পর বিয়ে করে টিটু ও রেশমা। তারা ঢাকায় চলে আসেন। তখন এক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে টিটু। পরিবারের দায়িত্ব মাথায় তুলে নিয়ে রেশমা যোগ দেয় এক গার্মেন্টসে। এ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। এক পর্যায়ে ঘটে রানা প্লাজার দুর্ঘটনা।

পরীমনি-সাইমন ছাড়াও এতে অভিনয় করছেন আবুল হায়াত, মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান, শিরিন আলম প্রমুখ। এর কাহিনি-সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণে এ এইচ স্বপন। সংগীতায়োজন করছেন আলী ইকরাম শুভ। শিল্প নির্দেশনায় কলন্তর, ব্যবস্থাপনায় মান্নান।

টেনিস খেলোয়াড় অপি!

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম এখন টেনিস খেলোয়াড়!

জাতীয় টেনিস কোটে গিয়েই টেনিস খেলছেন তিনি। প্রিয় পাঠক চমকে গেলেন বুঝি? আসলে অভিনয়ের জন্যই র‌্যাকেট হাতে মাঠে নেমেছেন অপি। ব্যতিক্রমী এ চরিত্র নিয়ে নাটক নির্মাণ করছেন রতন রিপন। নাটকের নাম 'এক বিকেলের সুখ-দুঃখ'। এতে অপির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল।

আনিস চৌধুরীর গল্পে এর চিত্রনাট্য লিখেছেন সাগর জাহান। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'গল্পটি একেবারেই অন্যরকম। আমরা নির্মাণও করছি খুব যতœ নিয়ে। আশা করি, ব্যতিক্রমী একটি নাটক হবে এটি।' এনটিভিতে আগামী কোরবানির ঈদে প্রচার হবে নাটকটি।

বিনোদন সাংবাদিক রিয়াজ

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
চিত্রনায়ক রিয়াজ এখন ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন। ইতিমধ্যে আসছে পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে নির্মিত চার থেকে পাঁচটি নাটকে অভিনয় করে ফেলেছেন জনপ্রিয় এ অভিনেতা।

তারই ধারাবাহিকতায় লেখক ও সাহিত্যিক আনিসুল হকের রচনা ও আবু রায়হান জুয়েলের পরিচালনায় একটি বিশেষ টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। এ টেলিফিল্মে একজন বিনোদন সাংবাদিক চরিত্রে দেখা যাবে তাকে। এ ধরণের চরিত্রে প্রথমবারের মত দেখা যাবে তাকে। ঈদে টেলিফিল্মটি যে কোন একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

বিপিএলের চূড়ান্ত ঘোষণা দিলো বিসিবি

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসর শুরুর ব্যাপারে ২২ নভেম্বর কিংবা ২৫ নভেম্বর – এমন অনেক সম্ভাব্য তারিখ জানা গেলেও এর কোন চুড়ান্ত ঘোষণা আসেনি।

অবশেষে সেই ঘোষণা আসলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির এক বিশেষ বৈঠক শেষে সোমবার এই ঘোষণা আসে। ঘোষণায় বলা হয়, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল এবং ২৫ ডিসেম্বর এর পর্দা নামবে। জানিয়ে রাখা ভাল, ২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে।

প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, সে আসরে ফিক্সিং কেলেঙ্কারি ও দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা ফ্র্যাঞ্চাইজিগুলো পরিশোধ না করায় ২০১৪ সালে বিপিএল আয়োজন করা হয়নি। দুবছরেরও বেশি বিরতি দিয়ে আবারো মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।

শুক্রবার ‘তবুওতো প্যাঁচা জাগে’

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
একটি নির্জীব বাড়ীতে এক চতুর চোর প্রবেশ করে গৃহ কর্তার লাস পড়ে থাকতে দেখে ভড়কে যায়! হত্যা না আত্মহত্যা তা আবিস্কার ভাবকল্পে এক সময় আলমারিতে খুঁজে পায় বিচিত্র একটি ডায়রী।

যার প্রতিটি পাতা উল্টোনোর মাধ্য দিয়ে একে একে উদঘাটিত হতে থাকে নানান রহস্য। এমনি ঘটনাযজ্ঞে গড়ে উঠেছে নির্মাতা নুরুল ইসলাম নুরুলের নাটক ‘তবুওতো প্যাঁচা জাগে’।

আসছে শুক্রবার রাত ১০টা ৫৫মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে মোর্শারফ করিম, স্বর্ণা, নাফিজা ও বড়দা মিঠু অভিনীত এ নাটকটি। হানিফ পালোয়ানের গল্প ও চিত্রনাট্যে নাটকটি নির্মিত হয়েছে অঙ্গীকার মাল্টিমিডিয়ার ব্যানারে।

নাটক প্রসঙ্গে পরিচালক নুরুল বলেন- বন্ধুবর নাট্যকার হানিফ পালোয়ান এর কাছ থেকে এ নাটকের কাহিনীটা শুনার পর থেকেই এটি নির্মাণ করার আগ্রহ বোধ করি। সে অনুযায়ী মোর্শারফ ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি গল্পটি বেশ পছন্দ করেন। বড়-দা মিঠু, নাফিজা ও স্বর্ণা এ নাটকে যথেষ্ট ভালো কাজ করেছেন। আশা করি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে। এতে আরো অভিনয় করেছেন- মঈন উদ্দিন আহমেদ, আলীনুর, নাহিদ, সেলিম হোসাইন, জাকির হোসেন, নুর হোসেন মনা, সঞ্চিতা এবং আসিফ নজরুল।

আজ বেবী নাজনীনের জন্মদিন

Logoআপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
সঙ্গীত ভুবনের প্রিয় মুখ বেবী নাজনীনের জন্মদিন আজ ২৩ আগস্ট (রবিবার)।

সীমান্ত শহর নীলফামারীর সৈয়দপুরে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন 'ব্ল্যাক ডামন্ড'খ্যাত এ তারকা। বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার শুরু শিশু বয়সেই।

মাত্র ৫ বছর বয়সে রংপুর বেতারে এবং এর পরে ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক-সংগীতের সব ধারায় বিচরণ করা শিল্পী বেবী নাজনীন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ৫০টি একক অ্যালবামসহ অডিও বাজরে তার রয়েছে চার শতাধিক মিশ্র অ্যালবাম। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অনেক গান। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন সংগীতে অবদানের জন্য দেশ-বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।



আমার বিনোদনের পক্ষ থেকে গুণী এই সঙ্গীতশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।

আবারো অভিনয়ে ফিরছেন তিন্নি!

Logoআপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
দীর্ঘবিরতির পর আবারো পর্দায় ফিরতে যাচ্ছেন আলোচিত মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি।

গেল বেশকিছু দিন ধরেই এমনটা শোনা যাচ্ছে। এ বিষয়ে খোজ নিয়ে জানা গেছে সত্যি সত্যিই নতুন করে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন দর্শকপ্রিয় এই তারকা।



ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের নজরে কেড়েছিলেন তিন্নি। এরপর প্রায় অনেকটা সময় নিয়মিত কাজের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী। মাঝে বড়পর্দাতেও একটি ছবি মুক্তি পায় তার।

এরপর অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সাথে বিয়ে, তারপর বিচ্ছেদ নিয়ে আলোচিত হয়ে ওঠেন তিনি। এর পরপরই নানা কারণে মিডিয়া থেকে আড়ালে চলে যান তিনি। তবে তার এই নতুন করে ফেরার ব্যাপারে মিডিয়া সংশ্লিস্ট অনেকেই বলেছেন,তিন্নি যদি আবারও নতুন করে মনোযোগ দিয়ে কাজ শুরু করেন-তাহলে তা যেমন ভালো হবে তার জন্য ,ঠিক তেমনি মিডিয়াও ফিরে পাবে একজন ভালো শিল্পীকে।

বিমানবন্দরে আটক জেরিন খান

Logoআপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হলেন 'বীর' মুভি খ্যাত বলিউড অভিনেত্রী জেরিন খান।

একটি শোতে অংশগ্রহণ করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সেখানকার বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে আটক করা হয়।

তবে অবশ্য তাকে বেশিক্ষণের জন্য আটক করে রাখা হয়নি। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তাকে। ভিসাসংক্রান্ত কিছু ত্রুটি থাকায় আটক করা হয়েছিল এ নায়িকাকে। যদিও জেরিন জানিয়েছেন, সব কাগজপত্র ঠিক ছিল। তা সত্ত্বেও বেহুতা হয়রানির শিকার হওয়ায় তিনি বিরক্ত।

এ বিষয়ে জেরিন বলেন,  'আমি অনেকবার যুক্তরাষ্ট্রে এসেছি কিন্তু কখনো এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমাকে।' এ সফরে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত ম্যানেজার ও বোন। শেষবার তাকে দেখা গিয়েছিল হিট মুভি 'হাউসফুল ২'তে। শাহরুখ ও জেরিন ছাড়া এর আগে একই ধরনের বিড়ম্বনায় পড়েছিলেন 'বাজরঙ্গী ভাইজান' তারকা সালমান খান।



ভেঙ্গে গেল গ্রিন-ফক্সের সংসার

Logoআপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
 সম্প্রতি মার্কিন অভিনেত্রী মেগান ফক্স আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেছেন। ফলে আবারো ভাঙতে যাচ্ছে স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের (৪২) সঙ্গে ফক্সের পাঁচ বছরের সংসার।

ব্রায়ান অস্টিন ‘বেভারলি হিলস ৯০২১০’ মুভিতে ডেভিড চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান। ‘ট্রান্সফর্মার্স’ ও ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস’সহ বিভিন্ন মুভিতে অভিনয় করেছেন ফক্স (২৯)।

শুক্রবার ডিভোর্সের জন্য লস এঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন ফক্স। আবেদনে তিনি উল্লেখ করেন, তাদের মধ্যে এমন মতপার্থক্য তৈরি হয়েছে যা মিটমাট হওয়া সম্ভব নয়। ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ মুভি তৈরির সময় তাদের দেখা হয়। এরপর ছয় বছর একসঙ্গে থাকার পর হাওয়াইয়ের মাও দ্বীপপুঞ্জে তারা বিয়ে করেন। ২০১২ সালে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। এর দুই বছর পর এ দম্পতির দ্বিতীয় সন্তান হয়।

গায়িকা হচ্ছেন ঐশ্বরিয়া!

Logoআপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
পর্দায় অভিনয়ের জাদুতে এরই মধ্যে মুগ্ধ করছেন কোটি সিনেপ্রীমেদের।

এবার গানের দুনিয়া কাঁপাবেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পরিচালক সঞ্জয় গুপ্তর আগামী ছবি ‘জাজবা’-তে গান গাইতে পারেন নায়িকা।

অমিতাভ বচ্চনের পুত্রবধূকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনাটি কিন্তু পরিচালকেরই। ঐশ্বর্যর গানের গলা নাকি বেশ মিষ্টি। তাকে হামেশাই গুনগুন করে সুর ভাঁজতে শোনা যায়। ‘জাজবা’-তে একাধিক সুরকার কাজ করছেন। সেই সব সুর থেকে একটি বিশেষ গান সঞ্জয় ঐশ্বর্যর জন্য বেছে রেখেছেন। ঐশ্বর্য নিজেও বেশ উৎসাহী বলে জানা গেছে। তবে গান রেকর্ডিংয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। ভাল করে অনুশীলনের পরই গানটি রেকর্ড করবেন বচ্চন-বধূ। দীর্ঘ বিরতির পর ‘জাজবা’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন ঐশ্বরিয়া। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে।