আবারও প্রিয়াঙ্কা-পরিণীতির লড়াই

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
গত বছরের মত আবারও মুখোমুখি হতে যাচ্ছেন দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।
পরিণীতির
আসছেন প্রেমের ছবি 'দাওয়াত-এ-ইশক' নিয়ে। অন্যদিকে ৩২ বছর বয়সী
প্রিয়াঙ্কাকে 'মেরি কম' ছবিতে দেখা যাবে অলিম্পিক পদকজয়ী বক্সারের ভূমিকায়।




দুটি ছবিই মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। গত বছর প্রিয়াঙ্কার
'জঞ্জির'-এর তুলনায় ভালো ব্যবসা করেছে পরিণীতির 'শুধ্ দেশি রোমান্স'।
কিন্তু পরিণীতির আশা, এবার দুটি ছবিই ভালো ব্যবসা করবে। এ প্রসঙ্গে পরিণীতি
বলেন, 'গতবার আমরা বলেছিলাম, এটি চোপড়া সপ্তাহ। কাকতালীয়ভাবে এ বছরও
আমাদের দুই বোনের ছবি আসছে একই দিনে। বলা যায় এটা চোপড়া সপ্তাহ পার্ট টু! এ
নিয়ে আমরা দু'জনই হেসে কুটিকুটি।
ভোগ বিউটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের
লালগালিচায় পা রেখে পরিণীতি আরও বলেন, 'আমার আশা, এবার দুটি ছবিই ব্যবসাসফল
হবে ও মানুষের মন জয় করবে। প্রিয়াঙ্কার জন্য শুভকামনা রইলো। এখনকার
দর্শকরা তারকার নামে ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসে না বলে মনে করেন পরিণীতি।
চার ছবির এই অভিনেত্রীর ভাষ্য, 'অবস্থা এখন পাল্টেছে। তারকাদের মতো নবীনরাও
ভালো করছে। শুধু বড় তারকাই নয়, আমাদের মতো নবীনদের ছবিও দল বেঁধে দর্শকরা
দেখছে। তাই যে কোনো ছবির সাফল্যের সব কৃতিত্ব দর্শকদের। নতুন মুখ, নতুন
মানুষ ও সব ধরনের ছবি দেখার পিপাসা আছে তাদের।

হুমায়ূন আহমেদকে নিয়ে টুটুলের গান

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
দীর্ঘ
সাত বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে আসছেন কণ্ঠশিল্পী এস আই
টুটুল। টুটুল তার এই অ্যালবামটি হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন। অ্যালবামে
হুমায়ূন আহমেদকে নিয়ে একটি গানও গেয়েছেন তিনি। গানটি লিখেছেন শহীদুল্লাহ
ফরায়েজী। তিনি বলেন, 'যখন গানটি লিখছিলাম তখন বারবারই আমার মনে হচ্ছিল যে
স্যার আমার পাশে এসে বসে কথাগুলো বলছেন। এমন একটি গান লিখতে পেরে আমার
নিজের মধ্যেও অন্যরকম ভালোলাগা কাজ করছে।
' এস আই টুটুল জানান, গত ২০
জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইতে একটি লাইভ অনুষ্ঠানে
গাইতে গাইতেই গানটির সুর করেছেন তিনি। টুটুল বলেন, 'স্যারকে নিয়ে একটা গান
গাইতে পেরেছি, বলা যায় শিল্পী হিসেবে এটা আমার শ্রেষ্ঠ একটি কাজ।' এই গানটি
ছাড়াও আরও আটটি গান থাকছে টুটুলের নতুন অ্যালবামে। অ্যালবামের দুটি গানের
সুর করেছেন জেকে, সাতটি গানের সুর করেছেন টুটুল নিজে। কম্পোজিশন করেছেন
জেকে।

‘উত্তম কুমার’ সম্মান পাচ্ছেন দেব ও মৌসুমী

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪






এবি ডেস্ক
এবার মহানায়ক উত্তম কুমার সম্মান পাচ্ছেন কলাকাতা চলচ্চিত্র জগতের সুপার স্টার দেব ও প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।
২৪ জুলাই কলকাতার নজরুল মঞ্চে উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করবে পশ্চিমবঙ্গ সরকার৷




উক্ত অনুষ্ঠানে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হবে দেব ও মৌসুমীকে৷ এ ছাড়া
আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী,
অভিনেত্রী মমতাশঙ্কর, দেবশ্রী ও কণ্ঠশিল্পী কুমার শানু৷
ভারতের বাংলা
ছবিতে নতুনদের মধ্যে যারা ভালো অবস্থান গড়ে নিয়েছেন, তাদের কয়েকজনকে দেওয়া
হবে বিশেষ সম্মান। পুরস্কারপ্রাপ্তরা হলেন হিরণ চট্টোপাধ্যায়, আবির
চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক
চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, পায়েল সরকার, শ্রীলা মজুমদার, মিমি চক্রবর্তী,
পাওলি দাম, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অনুরাধা রায়৷ এ ছাড়া
পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়, স্বপন সাহা ও প্রদীপ্ত ভট্টাচার্য,
প্রযোজনায় কোয়েল মল্লিকের স্বামী সুরিন্দর ফিল্মসের নিসপাল রানে এবং
চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা ও শব্দগ্রহণে দু'জন করে, রূপসজ্জা ও
পোশাক পরিকল্পনায় একজন করে বিশেষ পুরস্কার পাবেন। সবার হাতে পুরস্কার তুলে
দেবেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ ২২ জুলাই মমতা নিজেই
ফেসবুকে বিজয়ী তালিকা প্রকাশ করে অভিনন্দন জানান। সেরা পরিচালক হিসেকে
বিশেষ পুরস্কার পাচ্ছেন অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায় ওঠেন ও
অধীর আচট্টোপাধ্যায়।





লন্ডনি কন্যার চরিত্রে সুমাইয়া শিমু

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
ঈদে ত্রিভুজ প্রেমের নাটক নিয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।
নাটকে
লন্ডনি কন্যার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ‘মধুময়’ শিরোনামের
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। গল্পে দেখা যাবে- লন্ডনে বড়
হয়েছেন শিমু।
বাংলায় কথাও ঠিকভাবে বলতে পারেন না তিনি। কিন্তু হঠাৎ করেই
তাকে লন্ডন থেকে দেশে আসতে হয়। দেশে এসে সে দেখতে পায় আরেক চিত্র। শিমুর
আত্মীয়রা সম্পত্তির জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু মুশকিল হলো শিমু বাংলা জানে
না। কিছুই সে বুঝে উঠতে পারে না। ঠিক এই সময়ে তার জন্য কলেজ শিক্ষক এক
দোভাষীকে ভাড়া করা হয়।
এরপর সেই দোভাষীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে
উঠে তার। একপর্যায়ে মুক্তিপণের দাবিতে অপহৃত হন সুমাইয়া শিমু। এক সময় সেই
অপহরণকারীও শিমুর প্রতি দুর্বল হয়ে পড়ে। এভাবেই এগিয়ে যায় এর কাহীনি। এতে
অভিনয় প্রসঙ্গে শিমু বলেন, এবার ঈদের বেশ কিছু ভিন্নধর্মী গল্পের নাটকে কাজ
করেছি।
তার মধ্যে ‘মধুময়’ অন্যতম। ফেরদৌস ভাইয়ের এ নাটকটিতে লন্ডনি
কন্যারূপে দেখা যাবে আমাকে, যে কিনা দেশে এসেই সম্পত্তির কোন্দলে পড়ে। এক
সময় অপহরণ করা হয় আমাকে। এ ধরনের চরিত্রে আমি প্রথমবারের মতো কাজ করলাম।
তাই স্বাভাবিকভাবেই ভাল লেগেছে। আশা করছি নাটকটি দর্শকদেরও ভাল লাগবে।
নাটকটিতে দোভাষীর চরিত্রে অপূর্ব আর অপহরণকারীর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ
রুবেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সালে সোহেল,
মাহফুজ, মিশু চৌধুরী প্রমুখ। ‘মধুময়’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫
মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।



সেন্সর ছাড়পত্র পেল ‘মোস্ট ওয়েলকাম টু’

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
কোনো
রকম কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল অনন্ত জলিলের পরিচালিত দ্বিতীয়
চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজক এবং
পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
‘মোস্ট ওয়েলকাম টু’ বিনা
কর্তনে ছাড়পত্র পাওয়ায় দারুণ খুশি অনন্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্সর
বোর্ডের সম্মানিত সদস্যরা আমার ছবিটি দেখে প্রশংসা করেছেন, যা আমার জন্য
সত্যিই অনেক বেশি আনন্দের।
অনন্ত আরো বলেন, ‘বাংলা ছবিকে আন্তর্জাতিক
অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমি চাই,
আমাদের প্রেক্ষাগৃহগুলোতে আবার দর্শক ফিরে আসুক। চলচ্চিত্র ফিরে পাক তার
হারানো অতীত। আর তাই ছবি নির্মাণের ক্ষেত্রে আমি কোনো কিছুতে কোনো ধরনের
ছাড় দিই না। আশা করছি, এবার ঈদে চলচ্চিত্রপ্রেমী বাঙালিরা একটি ভালো মানের
সিনেমা উপহার পাবেন। কতটি প্রেক্ষাগৃহে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবি মুক্তি
পাচ্ছে জানতে চাইলে অনন্ত বলেন, ‘এখন পর্যন্ত অর্ধশত প্রেক্ষাগৃহে ছবিটি
মুক্তির ব্যাপারে কথাবার্তা হয়েছে। ঈদের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে।
‘মোস্ট
ওয়েলকাম টু’ ছবি নিয়ে অনন্ত বলেন, ‘ছবিটা অনেক বৈচিত্র্যপূর্ণ। এখানে
অ্যাকশন, রোমান্স, ইমোশনÍসবকিছুই আছে। ছবিতে দর্শকেরা সুপার স্লো মোশন ও
থ্রিডি অ্যানিমেশনে গান পাবেন। এ ছাড়া রয়েছে আরও নানা চমক। এ ছবির মাধ্যমে
আমি বাংলাদেশকে বিশ্বের দরবারে হাইলাইট করেছি এবং ছবিতে দেশের জন্য বিভিন্ন
মেসেজ রেখেছি। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের হায়দরাবাদে ‘মোস্ট ওয়েলকাম
টু’ ছবির শুটিং শুরু হয়। আর এ বছরের ফেব্র“য়ারিতে পুরো ছবির শুটিং শেষ হয়।
ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন অনন্ত জলিল। ‘মোস্ট ওয়েলকাম
টু’ চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে ক্যানসারের প্রতিষেধক আবিষ্কারকে
কেন্দ্র করে। বাংলাদেশের একজন বিজ্ঞানী ক্যানসারের প্রতিষেধক আবিষ্কার করার
পর আন্তর্জাতিক অপরাধ চক্রের লক্ষ্য হয়ে পড়েন। সিনেমায় এই বিজ্ঞানীর
চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার
ভূমিকায়। মূল খলনায়কের চরিত্রে রয়েছেন মিশা সওদাগর।

আজ ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি-ক্রীড়া ডেস্ক
আগামী
বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৫ ক্রিকেট
বিশ্বকাপ। টুর্ণামেন্টের পর্দা উঠার এখনো বাকী আরো ৬ মাস।  তার আগেই
আইসিসির সবকয়টি সদস্য দেশে ভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি।
আর এ ভ্রমনের
অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকা আসছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের মূল
ট্রফি। শ্রীলংকা ঘুরে আজ রাত ৮টায় ট্রফিটি বাংলাদেশে পৌছবে।পর দিন শুক্রবার
দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সবার জন্য প্রদর্শন করা হবে এ
ট্রফিটি। ছবি তোলার সুযোগও পাবেন ফ্যানরা।
এদিকে আগামী শুক্রবার
বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরে ট্রফি নিয়ে ফটো সেশন করবেন বাংলাদেশ
দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর ট্রফি যাবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং
মলে। সেখানে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কাপের সাথে ছবি তোলার সুযোগ
পাবেন ভক্ত-দর্শকরা। এরপর সে রাতেই ইংল্যান্ডে চলে যাবে ট্রফিটি। চার মাসে
১২টি দেশ ভ্রমন করার পর ট্রফিটি ৬ নভেম্বর মূল আয়োজক দু’দেশ অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডে পৌছবে।
আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন
বলেন,‘বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রতিটি ক্রিকেটারের জন্যে একটি স্বপ্ন।
আসন্ন বিশ্বকাপের আগে সকল দলকে এই ট্রফি দেখানো হবে। দুইটি সুন্দর দেশে এই
আয়োজন হতে যাচ্ছে।

ধন-সম্পদে মেসি ও রোনাল্ডোর চেয়ে এগিয়ে ধোনি

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




2

এবি-ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার
অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ তারাক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে
ছাড়িয়ে আর্থিকভাবে বিশ্বের ৫ম ধনীর স্থান অধিকার করেছেন ভারতীয় ক্রিকেট
দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি বিশ্ব বিখ্যাত ফোর্বস
ম্যাগাজিনের একটি জরিপে এমটি ধরা পড়েছে। ফোর্বসের তালিকায় ২১ মিলিয়ন ডলারের
আর্থিক সম্পদের মালিক ধোনির সামনে রয়েছেন রজার ফেদেরার, টাইগার উডস,
লিব্রন জেমস, ফিল মিকেলসন এবং মারিয়া শারাপোভা। স্পোর্টস ২৪ ওয়েবসাইটে
প্রকাশিত খবরে বলা হয়, সুইজারল্যান্ডের টেনিস তাকরা ফেদেরার এবং আমেরিকান
গলফ আইকন টাইগার উডস উভয়ের সম্পদের আর্থিক মূল্যই সমান ৪৬ মিলিয়ন ডলার।
তাদের পরেই রয়েছেন আমেরিকান বাস্কেট বল তারকা লিব্রন জেমস। তার সম্পদের
আর্থিক মূল্য ২৭ মিলিয়ন ডলার। ফেদেরার এবং উডস উভয়েই ২০১৩ সালে ৪৬ মিলিয়ন
ডলার করে আয় করেছেন। আর ধোনি আয় করেছেন ২১ মিলিয়ন ডলার। শীর্ষ ১০ জনের
মধ্যে জায়গা পাওয়া ২ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি উভয়েরই
সম্পদের মূল্য ১৩ মিলিয়ন ডলার। জানা গেছে, রজার ফেদেরার রেকর্ড ১৭টি
গ্রান্ড স্লাম শিরোপা জয় করেছেন। আর রেকর্ড সর্বোচ্চ ১৮টি বড় ধরনের গলফ
শিরোপা অর্জন কারি জ্যাক নিকলাসের চেয়ে ৪টি কম ১৪টি অর্জন করেছেন টাইগার
উডস।




বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রীড়াবিদ
১. রজার ফেদেরার (টেনিস) এবং টাইগার উডস (গলফ) : ৪৬ মিলিয়ন ডলার উভয়ে।
২. লিব্রন জেমস (বাস্কেট বল) : ২৭ মিলিয়ন ডলার
৩. ফিল মিকেলসন (গলফ) : ২৫ মিলিয়ন ডলার
৪. মারিয়া শারাপোভা (টেনিস) : ২৩ মিলিয়ন ডলার
৫. মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট) : ২১ মিলিয়ন ডলার
৬. উসাইন বোল্ট (ট্র্যাক এন্ড ফিল্ড) : ২০ মিলিয়ন ডলার
৭. কোবি ব্রায়ান্ট (বাস্কেট বল) : ১৯ মিলিয়ন ডলার
৮. লি না (টেনিস) : ১৫ মিলিয়ন ডলার
৯. ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার
১০. লিওনেল মেসি (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলা

অভিনয় থেকে বিদায় নিচ্ছেন ববিতা

Logoআপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
অভিনয় জগৎ থেকে বিদায় নিতে যাচ্ছেন ৭০ ও ৮০-র দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী ববিতা।
বর্তমানে চলচ্চিত্রের মানহীনতার কারণেই বাধ্য হয়ে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।
 
ববিতা আরও জানান, এবার পবিত্র হজ পালনে যাবেন তিনি। আমেরিকা ও কানাডা সফর শেষে দেড় মাস পর রবিবার দেশে ফেরেন অভিনেত্রী ববিতা। আমেরিকায় প্রবাসী ভাইয়ের কাছে এক মাস ও কানাডায় একমাত্র পুত্র অনিক ইসলামের কাছে ১৫ দিন ছিলেন তিনি। অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ অভিনেত্রী বলেন, আগস্টে বড় বোন সুচন্দাকে নিয়ে হজ পালনে যাব। ববিতা আরও বলেন, বর্তমানে আর কোনো চলচ্চিত্রে অভিনয় করব না। কারণ, এখন যে ধরনের গল্প এবং ডিজিটাল চলচ্চিত্রের নামে যেসব দুর্বল চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তাতে অভিনয় করে অর্জিত সুনাম নষ্ট করতে চাই না। এ কারণেই সাম্প্রতিক সময়ে যেসব চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলাম বিদেশ যাওয়ার আগে সেগুলোর সাইনিং মানি ফেরত দিয়েছি। তবে চলচ্চিত্র থেকে একবারে অবসর নিচ্ছি না। মানসম্মত চলচ্চিত্র নির্মাণ হলে এবং এর গল্প ও চরিত্র পছন্দ হলে আবারও চলচ্চিত্রে অভিনয় করব। বড় বোন সুচন্দার স্বামী জহির রায়হানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে আসা ববিতা ১৯৭৩ সালে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অসাধারণ অভিনয় করে আন্তর্জাতিক অভিনেত্রীর খেতাব পান। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেন ববিতা। তার প্রযোজিত চলচ্চিত্র প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনের রচনায় 'পোকা মাকড়ের ঘর বসতি' জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ববিতা প্রযোজিত পাকিস্তান ও নেপালের সঙ্গে যৌথ চলচ্চিত্র 'লেডি স্মাগলার' বিশ্বব্যাপী প্রশংসিত হয়। এ ছাড়া ববিতার প্রযোজনায় ফুলশয্যা, লটারি, আগমন চলচ্চিত্রগুলো দর্শকনন্দিত হয়। প্রায় ২৫০-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। 

তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- সংসার, শেষ পর্যন্ত , অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, বাঁদী থেকে বেগম, ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপী এখন ট্রেনে, নয়নমনি, সুন্দরী, অনন্ত প্রেম,এক মুঠো ভাত, আকাঙ্খা, মা, ফকির মজনু শাহ, দিপু নাম্বার টু, চন্ডীদাস ও রজকিনী, নাগ পূর্ণিমা,  তিনকন্যা, লটারী,  জীবন সংসার, লাইলি মজনু,সাক্ষী ও  প্রতিজ্ঞা। সমাজসেবামূলক কাজের সঙ্গেও অভিনয় জীবনের শুরু থেকে নিজেকে জড়িত রেখেছেন ববিতা। দুস্থ নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। 

২০১১ সালে যুক্তরাষ্ট্র তাকে ডিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফান্টস ইন্টারন্যাশনালের গুড উইল অ্যাম্বাসেডর নিযুক্ত করে। অ্যাম্বাসেডর হিসেবে ববিতা এখন বিশ্বব্যপী সুবিধাবঞ্চিত শিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

ফকির আলমগীরের নতুন অ্যালবাম

Logoআপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
দীর্ঘবিরতি পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে হচ্ছেন দেশের পপ ও গণ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ফকির আলমগীর। সম্প্রতি তার নির্বাচিত গান নিয়ে সাউন্ডটেক প্রকাশ করেছে 'বেস্ট অব ফকির আলমগীর-১' অ্যালবামটি। এতে শিল্পীর গাওয়া ১৩টি জনপ্রিয় গান স্থান পেয়েছে। এা তিনটি গান সংগৃহীত রয়েছে। 
বাকি গানগুলোর কথা লিখেছেন আলতাফ আলী, আহমদ ছফা, আবদুল হাই আল হাদী, গাজী আবুল কাশেম, দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, আবু বক্কর ছিদ্দিক ও সেজান মাহমুদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, শেখ সাদী খান, আলী আকবর রুপু, আশিকউজ্জামান টুলু, আলাউদ্দিন আলী, রাজা হোসেন খান, ফরিদ আহমেদ ও শিল্পী নিজে। 
নতুন অ্যালবামটি প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, 'আমার কালজয়ী গানগুলোকে এ সময়ের শ্রোতাদের কাছে তুলে ধরার প্রয়াসে অ্যালবামটির প্রকাশ। আশা করি অ্যালবামের গানগুলো অতীতের মতো আবারও আলোড়ন তুলবে।



ঈদে তৌকীর-বিপাশার দুই নাটক

Logoআপডেট:
বুধবার, ২৩ জুলাই, ২০১৪




2

এবি প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরে জোড়া নাটক নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ এবং বিপাশা হায়াত।
নাটকগুলো
হচ্ছে 'বেঁচে থাকার গান' ও 'স্বর্গপুরী'। 'বেঁচে থাকার গান' নাটকটি রচনা
করেছেন তৌকীর আহমেদ এবং 'স্বর্গপুরী' নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত। আসছে
ঈদে এসএ টিভিতে প্রচার হবে 'বেঁচে থাকার গান' এবং 'চ্যানেল আই'তে
'স্বর্গপুরী'। 
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, 'ঈদ এলে দর্শকের কথা মাথায়
রেখে কিছু ভালো নাটক নির্মাণের চেষ্টা করি। আমার প্রতিটি নাটকই দর্শকের
কাছে উপভোগ্য হবে।

ধূমপানে আসক্ত দুই বছরের পোষা কুকুর!

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
চীনের হিলংজিয়াং প্রদেশে ঘটেছে এমন অভিনব ঘটনা। লিউ নামের এক ব্যক্তির দুই বছরের পোষা কুকুরটি সিগারেটে চরমভাবে আসক্ত হয়ে পড়েছে। এই বাজে অভ্যাসটি মনিবের কাছ থেকেই রপ্ত করেছে সে।

ঘুমানোর আগে অন্তত একবার সিগারেট ফুঁকতে হবে ‘মিয়া’ নামের এই কুকুরটিকে। লিউ বছরখানেক আগে কুকুরটিকে পুষতে নিয়ে আসেন। তখন থেকেই তিনি যখন ধূমপান করতেন, কুকুরটি তার আশপাশে ঘুরঘুর করতো।

একপর্যায়ে ‘মিয়া’ ধূমপানে আসক্ত হয়ে পড়ে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তার জন্য একটি সিগারেট চাই। এদিকে, লিউ তার কুকুরের স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মিয়াকে ধূমপানের আসক্তি থেকে বের করে আনতে নানাভাবে পরিকল্পনা করেও ব্যার্থ হয়েছেন তিনি। কিছুতেই মিয়াকে ধূমপানের আসক্তি থেকে পেরাতে পারছেন না। এখন খুঁজছেন নতুন উপায়।

আবারও একসঙ্গে ইলিয়াস-চম্পা

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
আবারও একত্রিত হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকাজুটি ইলিয়াস কাঞ্চন ও চম্পা। একই সঙ্গে দীর্ঘদিন জুটিবদ্ধ হয়ে কাজ করা দুই তারকাকে শীঘ্রই একসাথে দেখতে পাবেন কাঞ্চন-চম্পার অগণিত দর্শকেরা।
তবে কোন সিনেমায় নয়, এবার তারা একত্রে অংশ নিয়েছেন 'পূর্ণদৈর্ঘ্য গল্প' নামের একটি টিভি অনুষ্ঠানে। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রে স্বর্ণালি সময়ের দুই জুটিকে নিয়ে সাজানো হয়েছে 'পূর্ণদৈর্ঘ্য গল্প'।
একটি পর্বে থাকছেন পর্দা কাঁপানো জুটি ফারুক-কবরী এবং আরেকটি পর্বে অতিথি হিসেবে থাকছেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা জুটি।

ইরাকে ফিরিয়ে দেননি আমির খান

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
একটি বেসরকারি দাতব্য সংস্থার তহবিল জোগাতে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করে বলিউড সুপারস্টার আমির খান কন্যা ইরা।
বাবা ফুটবলের ভক্ত জেনে তার কাছে খোদ আবদার করে বসলেন ইরা। এতে করে মেয়েকে হতাশ করেননি বাবা আমির খান। আমিরের চরম ফুটবলপ্রেমের বিষয়ে জানেন বলেই মেয়ে ইরা খানের এমন উদ্যোগ।
ফুটবল নিয়ে কারিকুরিও দেখিয়েছেন আমির। তার সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন ও হৃত্বিক রোশন। রোববার মুম্বাইয়ে এই বলিউড তারকারা অনুষ্ঠিত চ্যারিটি ফুটবল ম্যাচটি খেলেছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ইরা একটি বেসরকারি দাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন।

ঈদে ছিন্নমূল শিশুদের জন্য পড়শীর মানবিক কার্যক্রম

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
ক্ষুদে গানরাজ খ্যাত এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা পড়শী দাঁড়ালেন ছিন্নমূল শিশুদের পাশে। আসন্ন ঈদে শুধুমাত্র নিজের কথা না ভেবে ছিন্নমূল শিশুদের জন্য মানবিক সাড়া দিয়েছেন হালের এই টিনেজ শিল্পী।

আর্থাৎ দুই শতাধিক ছিন্নমূল শিশুর জন্য ঈদেও পোশাক কিনেছেন পড়শী। এ বিষয়ে তিনি বলেন, এবারের ঈদে দু-আড়াই’শ ছিন্নমূল ও গরীব শিশুকে আমি নতুন পোষাক কিনে দেব বলে অনেক দিন থেকেই মনোস্থিও করেছিলাম।

সেই পরিকল্পনা মতোই মার্কেটে গিয়েছিলাম। মেয়ে শিশুদের জন্য কামিজ-পায়জামা আর ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি ও শার্ট-প্যান্ট কিনেছি। পড়শী জানান, আমাদের পরিবার থেকে এর আগেও আমরা এই ধরণের মানবিক কাজ করেছি।

মাঝখানে দু-এক বছর বন্ধ ছিল। এবার আবারও শুরু করেছি। পড়শী শিগগিরই শিশুদের মাঝে পোষাকগুলো বিতরণ করবেন বলে জানা গেছে ।

প্রভা দ্বিতীয় বিয়ে করাতে চান স্বামীকেই!

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
বিয়ের পর অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সংসারে কোনো কিছুরই ঘাটতি ছিল না। বেশ সুখেই কেটে যাচ্ছিল প্রভার সংসারজীবন। কিন্তু সন্তানের জন্য প্রভার সুখের সংসারে নেমে এলো অন্ধকার! তাই সন্তানের জন্য স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চান প্রভা। হঠাৎ করেই প্রভা জানতে পারেন তিনি আর মা হতে পারবেন না। 
এর সমাধান হিসেবে স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চান প্রভা। আসছে ঈদের একটি নাটকে এমন চরিত্রেই দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। জিহাদ রহমান হিমেল পরিচালিত এ নাটকটির নাম অপূর্ণতা। 
নাটকে অভিনেতা সাব্বির আহমেদকে দেখা যাবে প্রভার স্বামীর চরিত্রে। সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে আমার বিনোদনকে জানিয়েছেন নির্মাতা হিমেল। অবশ্য, কোনো চ্যানেলে নাটকটি প্রচার হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

ঈদের টেলিছবিতে বড় পর্দার পপি

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
ঈদে বড়পর্দার এক সময়কার সুপারহিট নায়িকা পপি আসছে ছোটপর্দায়। নাটক ও টেলিভিশন সাক্ষাৎকার এবং ছোটপর্দার ঈদ সিনেমায় দর্শকদের বিনোদিত করবেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকা।

এ বিষয়ে পপি বলেন, বড়পর্দায় উপস্থিত হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ঈদে আমার কোন ছবি মুক্তি না পাওয়ায় ছোটপর্দায় উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে তারকা আড্ডাসহ বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় ‘ভালোবাসার নৌকো’ টেলিফিল্মে কাজ করেছেন পপি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সুপার হিরো সোহান খান ও নবাগত মনিরাজ।

সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে বলে আমার বিনোদনকে জানিয়েছেন পপি। তিনি বলেন, এবার ঈদে বেশ ভাল কিছু কাজ হয়েছে। আশা করছি ছোটপর্দার দর্শকের কাছে আমার উপস্থাপন ভাল লাগবে। ‘ভালোবাসার নৌকো’ টেলিফিল্মটি ঈদে একুশে টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।


উল্লেখ্য, পপি সম্প্রতি অভিনয় শেষ করেছেন ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবির। এ ছবিটি পরিচালনা করছেন জাকির খান। ছবিতে পপির নায়ক ফেরদৌস ও নীরব। এছাড়া পপির যেসব ছবি এখন মুক্তির অপেক্ষায় আছে সেগুলো হচ্ছে সাদ্দাম হোসেন মাসুমের ‘বিয়ে হলো বাসর হলো না’, প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’, নারগিস আক্তারের ‘শটকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পিরিতি’। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো প্রসঙ্গে পপি বলেন, ছবিগুলো সবই নির্মাণ শেষ পর্যায়ে অথবা মুক্তি অপেক্ষায় আছে। আশা করছি ছবিগুলোতে আমার অভিনয় দর্শকের ভাল লাগবে।


ঈদে আসছে হানিফ সংকেতের ‘কানকথার কানামাছি

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
‘ইত্যাদি’র পাশাপাশি ঈদে নতুন নাটক নিয়ে দর্শকমহলে ফিরছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘কানকথার কানামাছি’। নাটকের গল্পটি একদিনের ঘটনা নিয়ে নির্মিত হওয়ায় এতে রাতের কোনো দৃশ্য নেই। গ্রামের দুই বন্ধু ও তাদের পরিবারের মধ্যে মধুর সম্পর্ক এবং পরবর্তী সময়ে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ নিয়েই এগোতে থাকে এর কাহিনী।

ইতিমধ্যে ঢাকার অদূরে সিঙ্গাইরে ফাগুন নিকেতনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী এবং আরফান। এ ছাড়াও আছেন-পরেশ আচার্য, ইকবাল, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, বাহার, আনিস, ফরিদ, জালালউদ্দিনসহ অনেকে। 
নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।

পানিতে চলবে বাস!

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪






এবি ডেস্ক
নৌকা, লঞ্চ, জাহাজ ও স্টিমারের মত এবার পানিতে চলবে বাস। শুনতে অবাস্তব মনে হলেও ঘটনা সত্য।

এটি
নির্মাণ করেছে লন্ডনের একটি কোম্পানি। বিস্ময়কর এই গাড়িটি রাস্তায় চলতে
চলতে পানিতে নামামাত্র বোট হয়ে যাবে। আবার পানি থেকে ওঠার পরই চাকাগুলো
বেরিয়ে এসে রাস্তায় চলতে পারবে।

লন্ডন ছাড়াও দুবাই এবং টরেন্টোতে
বাসটি লঞ্চ করা হয়। অবশ্য যান্ত্রিক কিছু ত্রুটির কারণে খুব বেশীদিন এর
জনপ্রিয়তা ধরে রাখা যায়নি। তবে কোম্পানিটি কাস্টোমাইজ করে আবারও এ গাড়ি
নিয়ে আসবে বলে জানিয়েছে।





সাবানের বিজ্ঞাপনের মডেল হলেন তিশা

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
এবার মেরিল স্প্ল্যাশ সাবানের মডেল হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে বিজ্ঞাপনচিত্রটির চিত্রায়ন হয়। এটি নির্দেশনা দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

নতুন বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে তিশা বলেন, ‘মেরিল স্প্ল্যাশ সাবানের প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার আমাকে এ কাজের জন্য উপযুক্ত মনে করেছে বলে আমি অনেক আনন্দিত। অন্যান্য দেশের বড় বড় অভিনেত্রীরা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। তাই এটি আমার কাছে বিজ্ঞাপনের চেয়েও বেশি কিছু।

অপরদিকে মোস্তফা সরয়ার ফারুকী ,  সমাজে প্রচলিত ধারণার বিপরীতে প্রকৃত সৌন্দর্য খোঁজার এক অন্যমাত্রার ভাবনাকে থিম করে বানানো হয়েছে বিজ্ঞাপনটি। এবারের ঈদ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে এটি। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে সান কমিউনিকেশন।


কন্যাসন্তানের মা হলেন মৌ

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
বিয়ের ১৩ বছর পর সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।

২০ জুলাই সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে (স্থানীয় সময়) আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

এ সময় হাসপাতালে ছিলেন তার স্বামী মনিরুল আলম। নবাগত শিশুটির নাম রাখা হয়েছে ওয়ানিয়া মাহনূর মাহা। সন্তান ভূমিষ্ঠ হওয়া নিয়ে মৌ বলেন, ‘আমি ও আমার মেয়ে দু’জনই সুস্থ আছি। এটা আমার প্রথম সন্তান। তাই আনন্দটা আরও বেশি। আমি সবার দোয়া কামনা করছি। উল্লেখ্য, ২০০১ সালের ১৫ নভেম্বর মনিরুল আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌ। তাহমিনা সুলতানা মৌ ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ নাটকে টেলিভিশনে দর্শক তাকে প্রথম দেখেন। এখন তার অভিনীত ‘এলেবেলে’, ‘অলসপুর’, ‘কেবলই স্বপন করেছি বপন’ ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।

একই হোটেলে আনুশকা-কোহলি

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




4

এবি ডেস্ক
অভিনেত্রী
আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে মিডিয়াতে এ যাবৎ অনেক গুঞ্জন
রটে। সকল প্রকার গুঞ্জনকে উপেক্ষা করে আবারও তারা আলোচনায় এসেছেন।

সম্প্রতি
ডেটিংয়ের জন্য ক্রিকেটার বিরাট কোহলি তার ৪২ দিনের ইংল্যান্ড সফরে সঙ্গী
হিসেবে আনুশকাকেও নিয়ে গেছেন। অপরদিকে কোহেলির সঙ্গে যাওয়ার লক্ষে সব শুটিং
বাতিল করেছেন আনুশকা। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী
ঘটনা।

যেখানে ভারতীয় দল বিদেশ সফরে গেলে তাদের সঙ্গে স্ত্রীদেরও
যেতে দেয়া হয় না। সেখানে এবার স্ত্রী পুত্র ছাড়া বান্ধবীকে সঙ্গী করেছেন
ভারতীয় এই  ক্রিকেটার। তবে এবার ইংল্যান্ডে নিজের পরিবারের সঙ্গে সময়
কাটানোর অনুমতি পেয়েছেন ক্রিকেটাররা। আর এই সুযোগ হাতছাড়া করেনি কোহলি।
ভারতীয় ক্রিকেট দল এবং স্টাফদের জন্য নির্ধারিত হোটেলে ২১টি রুম বুক করা
হয়েছে। বর্তমানে ইংল্যান্ডের এক হোটেলে সময় কাটাচ্ছেন আনুশকা শর্মা ও
ক্রিকেটার বিরাট কোহলি। ইংল্যান্ড টেস্ট সিরিজের ফাঁকে আনুশকা শর্মাকে সময়
দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি।

মা হচ্ছেন শাকিরা

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
আবারও মা হতে যাচ্ছেন পপ গায়িকা শাকিরা। কলাম্বিয়ার মিডিয়াগুলোতে এমনটাই শোনা যাচ্ছে।


সম্প্রতি কলাম্বিয়ার অন্যতম সংবাদ মাধ্যম ফক্স নিউজ ল্যাটিনো জানিয়েছেন এটা গুজব নয় ঘটনা সত্যি।





বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন।

শাকিরার
অন্তসত্ত্বার বিষয়টি প্রথম প্রকাশ পায় বিশ্বকাপের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে
যখন তিনি “হিপ ডোন্ট লাই” গানের সাথে পারফর্ম করছিলেন। এসময় তিনি খুবই
সাবধানী ও কৌশলী পোশাক পরিধান করেন যা তার অন্তসত্ত্বার বিষয়টিকে আড়াল করে
রাখে। ক্যারাকো প্রথম প্রতিবেদন করে যে শাকিরা তিন মাসের অন্তসত্ত্বা। এ
জন্য নিজের স্বাস্থ ও শরীরের প্রতি যতœ নিচ্ছেন,  পুষ্টিগুণ মেনে চলছেন ।
উল্লেখ্য, শাকিরা ও পিকে দম্পতির মিলান নামে এক বছরের একটি সন্তান রয়েছে।
পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী জনপ্রিয় এই কলম্বিয়ান তারকা সন্তান
ধারণ জটিল হতে পারে বলে মিলানের জন্মের আগে চিকিৎসকেরা মত দিয়েছিলেন।



পঁচিশ কেজি ওজন কমালেন অপু বিশ্বাস

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
প্রায় দেড় বছর চলচ্চিত্রের কাজ থেকে দূরে থাকার পর সম্প্রতি ২৫ কেজি ওজন কমিয়ে অভিনয়ে ফিরলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।


পর্যন্ত পঞ্চাশটিরও অধিক সিনেমায় কাজ করেছেন তিনি। চলচ্চিত্র থেকে দূরে
থাকার পেছনের কারণ সম্পর্কে অপু বলেন, অনেক কম বয়সে আমি চলচ্চিত্রে কাজ
শুরু করি। তাই পরিবারকে সময় দিতে পারিনি। বছরের পর বছর টানা কাজ করার পর
চিন্তা করলাম, এখন তাঁদের একটু সময় দিই।

এছাড়া আমি কিছুটা মুটিয়েও
গিয়েছিলাম। এর পরও আমাকে গ্রহণ করেছেন আমার দর্শকরা। ভাবলাম, তাঁদের ঠকানো
ঠিক হচ্ছে না। তাই ওজন কমানোর সিদ্ধান্ত নিলাম। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে
শরীরের ওজন কমিয়েছি। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলেছি। এছাড়া গুলশানের
নিকেতনে আমি নিজের একটি জিম খুলেছি। এখন থেকে বছরে ছয়টির বেশি সিনেমাতে কাজ
করব না বলে ঠিক করেছি।

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন
মিডিয়ায়। কেমন জীবনসঙ্গী চান। প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার বরকে অবশ্যই
সুন্দর হতে হবে। তাকে অবশ্যই অনেক সুন্দর মনের অধিকারী এবং উচ্চতার দিক
থেকে লম্বা হতে হবে। খুব বেশি  রোমান্টিক না হলেও চলবে। তবে এখানে আমার
একটি শর্ত আছে। সে আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু তা বারবার মুখে না বলে
আমাকে বুঝিয়ে দেবে। মানে আমি চাই, সে আমার প্রতি অনেক যতœশীল হবে যা আমি
বুঝব ঠিকই কিন্তু প্রকাশ করব না। ইতিমধ্যে হিরো দ্য সুপারস্টার, রাজা
হ্যান্ডসাম, ভালোবাসা ২০১৪, সালাম মালয়েশিয়া, হিটম্যান, মিশন লন্ডনসহ বেশ
কয়েকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাগুলোতে তাঁর সঙ্গে জুটি
হিসেবে আছেন শাকিব খান।

হুমায়ূন আহমেদকে নিয়ে এবিসি রেডিওতে স্মৃতিচারণ করবেন শাওন

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




2

এবি প্রতিবেদক
প্রয়াত
কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ নিয়ে আলাপচারিতা করতে
আজ এবিসি রেডিওর স্টুডিওতে হাজির হচ্ছেন মেহের আফরোজ শাওন।

এবিসি
রেডিওর নিয়মিত আয়োজন ‘মেন্টস বাত্তি জ্বালাও’-এর আজকের পর্বের অতিথি হচ্ছেন
তিনি। আশীফ এন্তাজ রবি ও রাজীব হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি
সম্প্রচার করা হবে আজ রাত ১১টা ২০ মিনিট থেকে। এতে ফোনে সরাসরি কথা বলা
যাবে ৮১৫২১১৬ নম্বরে।

আজ আপিল করবেন আশরাফুল

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




2

এবি- ক্রীড়া প্রতিবেদক
বিপিএল
ফিক্সিং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শাস্তি কমানোর জন্য আজ আপিল করবেন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ
সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। আপিলের সিদ্ধান্ত নিয়েছেন আরেক অভিযুক্ত
ঢাকা গ্লাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীও।

এর আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ
প্রমাণিত হওয়ায় আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন
ট্রাইব্যুনাল।

একইসঙ্গে তাকে ১০ লাখ টাকাও জরিমানা করা হয়েছিল। আট
বছরের জন্য নিষিদ্ধ করা হলেও বলা হয়েছিল, আশরাফুলের শাস্তির মেয়াদ পাঁচ বছর
পর পরবর্তী তিন বছর সাসপেন্ডেড বা স্থগিত হয়ে যাবে। যদি আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা এশিয়ান
ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী শিক্ষা ও পুনর্বাসন কর্মকা-ে অংশ নেন। এ
প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আপিলের ড্রাফট হয়ে গেছে। মঙ্গলবার জমা দেব।
সাজাটা যেন একটু কম হয় এটার জন্যই আপিল করব। আমাকে যদি ঘরোয়া ক্রিকেট খেলতে
একটু সাহায্য করে বিসিবি।