দীর্ঘ একবছর পর ‘দ্রোহ প্রেম নারী’

Logoআপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক রামিজ রাজু।

২০১০ সালের ১৭ জুন মঞ্চে আসা এ নাটকটি অল্প সময়ের মধ্যে বেশ দর্শক প্রিয়তা পেলেও দলের নিয়মিত আয়োজন ও নতুন নাটকের উষ্ণতায় পিছিয়ে পড়ে। অবশেষে দীর্ঘ একবছরের মাথায় আবারও প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোর প্রযোজিত এ নাটকটি।

২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে ‘দ্রোহ প্রেম নারী’র ১৬তম মঞ্চায়ন। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

তৌফিক আজীম রবিনের আলোক পরিকল্পনায় নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন শিশির রহমান। গানে কন্ঠ দিয়েছেন শারমীন সাথী, জাকির হোসেন শিপলু, শিশির রহমান ও রামিজ রাজু।

মূলত, ভালোবাসা ও প্রেরণা ছাড়া মানুষ কোন শক্তিকেই জয় করতে পারে না। তাই এর অবমাননা প্রতিঘাতরূপে ফিরে আসে নিজের ভাগ্যে। হৃদয়ের এই রহস্যই মানুষকে করেছে চির-রহস্যময়। পৃথিবীকে করেছে বিচিত্র-সুন্দর। তাই নিয়েই গড়ে উঠেছে “দ্রোহ প্রেম নারী”।

নাটকটিতে অভিনয় করছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর,  ইষ্টের সুমী, নিজাম লিটন, রিগ্যান রতœ, মনির, চৈতী, সীমান্ত, বিপ্লব, মামুন, লিটু, সুজন, আশা, উষা, সুজয় এবং সেলিম।

শুরু হচ্ছে ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’র দ্বিতীয় পর্ব

Logoআপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
ঢাকা’র অদুরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সনামধন্য নাট্যদল নিরাভরণ থিয়েটার। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ নাট্যদলটি এরইমধ্যে মঞ্চে এনেছে ৭টি অনবদ্য নাট্য প্রযোজনা। দলটি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় নাট্যশালার পরিক্ষণ ও স্টুডিও থিয়েটার হলে দুইভাগে আয়োজন করছে ৬দিনব্যাপী ‘শরৎ শীতের সন্ধি সাঁজে, নিরাভরণ শাখ বাজে’ শীর্ষক ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’।

১১-১৩ অক্টোবর’১৪ অনুষ্ঠিত হয়েছে উৎসবের প্রথম পর্ব। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় ৬ দিনের এ নাট্যোৎসবের উদ্বোধন করেন দেশের বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। ১৮অক্টোবর পরিক্ষণ থিয়েটার হলে বর্ণাঢ্য এ নাট্যাসরটি দ্বিতীয় পর্ব শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

মঞ্চায়নে ১৮অক্টোবর পরিবেশিত হবে আনন জামানের রচনা ও নির্দেশনায় নিরাভরণ থিয়েটার প্রযোজনা ‘সামন্ত নথি’। কাল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ এর আশ্রয়ে আনন জামানের রচনা ও আশিক রহমান লিয়নের নির্দেশনায় মহাকাল নাট্য সম্প্রদায়ের আলোচিত নাটক ‘নিশিমন-বিসর্জন’। ২০ অক্টোবর সমাপনী মঞ্চে প্রদর্শিত হবে পল্লীকবি জসীম উদ্দিনের রচিত ও আনন জামান নির্দেশিত বুনন থিয়েটার প্রযোজনা ‘নকশী কাঁথার মাঠ’।

বলিউডে ভিড়ছেন হটলেডী!

Logoআপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
এবার বলিউডে পাড়ি জমাচ্ছেন মরোক্কান সুপার হট মডেল নোরা ফাতেহি। কমল সাধ পরিচালিত ‘রোর-টাইগারস অব দ্য সুন্দরবন’ ছবিতে দেখা যাবে এই মডেলকে।

নোরাকেও একজন কমান্ডোর চরিত্রে দেখা যাবে। তাকে সুন্দরবনের এক মিশনে পাঠানো হয় সাদা বাঘ মারার জন্য। ছবিটিতে রয়েছে প্রচুর অ্যাকশন, ড্রামা আর থ্রিল।

শুধু এ ছবিই নয়, নোরা এরপর ব্যস্ত হয়ে যাবেন ইমরান হাসমি অভিনীত ‘মিস্টার এক্স’ ছবির কাজে। সেখানে তাকে দেখা যাবে আইটেম গানে।

এছাড়াও প্রকাশ ঝা পরিচালিত ‘ক্রেজি কুক্কড় ফ্যামিলি’ ছবিতেও অভিনয় করবেন নোরা ফাতেহি। হট নোরাকে দিয়ে ছবি করাতে আরো অনেক পরিচালকই লাইন ধরেছেন বলে শোনা যাচ্ছে।

আমিরের রেডিও হাতে নগ্ন আনুশকা!

Logoআপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের ‘পিকে’ পোস্টার নিয়ে এরই মধ্যে কম হৈচৈ পড়েনি। তারপর অভিযোগ ওঠে এই পোস্টারটি নাকি এক পর্তুগীজ গায়কের অ্যালবাম কভারের নকল।

এসব বিতর্ক যেতে না যেতেই সামনে এল আরও একটি চাঞ্চল্যকর খবর। এই ছবির প্রমোশনের জন্যে এবার আমিরের মতোই বোল্ড অবতারে হাতে রেডিও নিয়ে দেখা যাবে ‘পিকে’র নায়িকা আনুশকা শর্মাকে। তবে এখানেও রয়েছে সামান্য ট্যুইস্ট।

হোয়াটস অ্যাপে ১৬ এই পোস্টারটি অক্টোবর রিলিজ করা হয়। পোস্টারটি পেতে হোয়াটস অ্যাপে অন্তত দশ জনের একটি পিকে গ্রুপ তৈরি করতে হয়।
সেখানে শেয়ার করতে হবে আনুশকার ভিডিও লিঙ্ক এবং সবশেষে শেয়ার করতে হবে একটি ফোন নম্বর। ব্যস, তাহলেই পেয়ে যাবেন এই বোল্ড পোস্টারটি।

বাংলাদেশে আসছেন শিনা চৌহান

Logoআপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
চলতি মাসের ২৪ তারিখ মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘পিঁপড়া বিদ্যা’। সিনেমাটি মুক্তি উপলক্ষে আগে থেকেই তাই বিভিন্ন ধরনের প্রচারনা চালানো হচ্ছে।

সিনেমাটির কেন্দ্রিয় একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মেয়ে শিনা চৌহান। অংশ নিবেন তিনিও সিনেমাটির প্রচারণায়। আগামী ১৮ অক্টোবর তাই ঢাকায় আসবেন তিনি।

ছবিতে শিনা’র চরিত্রের নাম ‘রিমা’ তাকে একজন তারকা অভিনেত্রী হিসেবে দেখা যাবে। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক নিজেই।

প্রচারণার অংশ হিসেবে কিছুদিন আগে একটি মজার ভিডিও গানও প্রকাশ করা হয়। এরপর ট্রেলার প্রকাশ করে ‘আন্দাজে ঢিল ছোড়া কনটেস্ট’ এর আয়োজন করে।

যার উত্তর দিয়ে দর্শক জিতে নিতে পারেন সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতেঅংশ নেওয়ার সুযোগ সহ ফারুকীর পরের সিনেমায় অভিনয়, ছবিয়ালের চলচ্চিত্র নির্মাণ শেখা ছাড়াও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

এর আগে শিনা চৌহান অভিনয় করেছেন মালয়ালম ভাষার সিনেমা ‘দ্য ট্রেন’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা অবলম্বনে বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনায় ‘মুক্তি’ ও ‘পত্রলেখা’ শিরোনামে দুটি চলচ্চিত্রে।

উড়ন্ত গাড়ি আসছে চলতি মাসেই!

Logoআপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
২৯ অক্টোবর আসছে বিশ্বের সর্বাধুনিক উড়ন্ত গাড়ি ‘অ্যারোমবিল ৩.০’। রাস্তায়ও চলবে, প্রয়োজনে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে আকাশ দিয়ে। থামানোর কোনো দরকার হবে না।

উড়ন্ত গাড়ির নতুন সংস্করণ অ্যারোমবিল ৩.০ প্রদর্শন করতে যাচ্ছে স্লোভাকিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যারোমবিল। অবশ্য এ মডেলের মাত্র একটি গাড়ি তারা তৈরি করেছেন। সব ঠিকঠাক থাকলে এ মডেলের গাড়িই তারা বাজারে ছাড়বেন বলে জানা গেছে।

এই স্বপ্নের গাড়ি মানুষের প্রতিদিনের চলাচলে বিপ্লব ঘটাবে- এমনটিই প্রত্যাশা এর নির্মাতাদের। ২৯ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় পাইওনিয়ার ফেস্টিভ্যালে অ্যারোমবিল ৩.০ গাড়িটি প্রদর্শিত হবে। এর আগে অ্যারোমবিল ২.৫-এর প্রদর্শন করেছেন নির্মাতারা।

তবে নতুন মডেলের গাড়িটির বিশেষত্ব হলো- এটি যখন খুশি তখন উড়ানো যাবে এবং ইচ্ছামতো রাস্তায় অবতরণ করিয়ে চলাচল করা যাবে। এ জন্য গাড়িটি কখনো থামার প্রয়োজন হবে না।

উড়ন্ত গাড়ি নির্মাণের মূল উদ্যোক্ততা ও প্রকৌশলী স্লোভাকিয়ার নাগরিক স্টিফান ক্লেইন। দীর্ঘ ২০ বছর তিনি এ ধরনের গাড়ি উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন।

যদিও তার কয়েকজন সহযোগী রয়েছেন, তবু বলতে গেলে, তার-ই একান্ত প্রচেষ্টায় উড়ন্ত গাড়ির সর্বাধুনিক সংস্করণ তৈরি হয়েছে। অ্যারোমবিল ৩.০ গাড়িটি স্থলপথে একটানা ৭০০ কিলোমিটার এবং আকাশপথে একনাগাড়ে ৮৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ঘণ্টায় তেল খরচ হবে ১৫ লিটার।

আকাশপথে গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ২০০ কিলোমিটার এবং স্থলপথে ১৬০ কিলোমিটার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা ক্লেইন।

৮ ঘণ্টার সফরে ঢাকায় এলেন শচিন টেন্ডুলকার

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি- ক্রীড়া ডেস্ক
ঢাকায় পৌঁছেছেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার খ্যাত তারকা শচিন টেন্ডুলকার। বেলা ১১টায় ব্যক্তিগত বিমানে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে শচিন হেলিকপ্টারে চড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গেছেন।

গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিক বন্ধুবর লুৎফর রহমান বাদলের আমন্ত্রণে আজ (মঙ্গলবার) এক ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের এই লিজেন্ড ক্রিকেটার।

মাত্র ৮ ঘণ্টার এই সফরে গাজী ট্যাংক ক্রিকেটার্স নাম বদল করে রাখা ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’-এর লোগো ও জার্সি উন্মোচন ছাড়াও আরো কয়েকটি সামাজিক ও সচেতনতামূলক কাজে অংশ নেবেন শচীন ।

রূপগঞ্জের নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটাবেন তিনি। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ছাত্র-ছাত্রীদের স্যানিটেশন সম্পর্কে শিক্ষা দেবেন। অংশ নেবেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও। নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনুদান দেয়ার কথা রয়েছে তার।

রূপগঞ্জ থেকে দুপুরের মধ্যে ঢাকায় ফিরবেন শচীন। বেলা ৩টায় অংশ নেবেন লুৎফর রহমান বাদলের ক্লাবের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে।

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশ দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কসহ অন্যরা অংশ নেবেন।

শচীনের সঙ্গে থাকবেন আইসিসির সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

লোগো উন্মোচন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী শুভ্র দেব। আট ঘণ্টার ব্যস্ত সময় কাটিয়ে শচীন টেন্ডুলকার রাতেই ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

বর্ষসেরা যৌন আবেদনময়ী ক্রুজ

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
২০১৪ সালের সবচেয়ে যৌন আবেদনময়ী নারী হিসেব পুরুষদের সাময়িকী এস্কয়ার ঘোষণা করেছে স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজের নাম। এ বিষয়ে এক সাক্ষাৎকারে ক্রুজ বলেন, কৈশোর ও যৌবনে নাটকীয়তার প্রতি আকৃষ্ট হলেও এখন আর ওসব ব্যাপারে আগ্রহ বোধ করিনা।

স্বামী স্প্যানিশ অভিনেতা জেভিয়ার বারডেম ও দুই ছেলে-মেয়ের ব্যাপারে কোন মন্তব্য করেননি তিনি। ৪০ বছর বয়সী অভিনেত্রী ক্রুজের আগে ১০ জন নারীকে এ খেতাবে ভূষিত করেছে মার্কিন ম্যাগাজিনটি।

আগে এ খেতাবজয়ীদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, রিহানা। গত বছর এ খেতাব জেতেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২০১১ সালে জিতেছিলেন সংগীতশিল্পী রিহানা এবং ২০১২ সালে এই খেতাবটি ছিল অভিনেত্রী মিলা কুনিসের দখলে।

মাইকেলকে উৎসর্গ করে ফারাহ খানের ‘ননসেন্স কি নাইট’

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
বরেণ্য নির্মাতা ফারাহ খান প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

তার পরিচালিত আগামী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর সম্প্রতি প্রকাশিত একটি গান ‘ননসেন্স কি নাইট’-এর মাধ্যমে তিনি জ্যাকসনকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শাহরুখ খান ও বোমান ইরানির মতো সিনেমার কলাকুশলীরা জ্যাকসনের ‘থ্রিলার’–এর মতোই লাল প্যান্ট ও লাল জ্যাকেট পরেছেন এই গানে। শুধু তাই নয় গানের ইংরেজি উচ্চারণেও রয়েছে অনুকরণ।

এ বিষয়ে ফারাহ রোববার টুইটারে বলেছেন, ‘ননসেন্স কি নাইট’ আমার গুরু মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই গানে ব্যবহৃত কস্টিউম এবং নাচের ছন্দ ‘থ্রিলার’-এর অনুপ্রেরণায় করা হয়েছে।

অবশেষে ফিরলেন শাবনূর

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

এর আগেও অনেকবার শাবনূর দেশে ফিরছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে চউর উঠলেও এবারের খবরটি মোটেও মিথ্যে নয়। অবশ্য অনেকটা গোপনেই ফিরলেন শাবনূর।

এবার সংবাদমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে সত্যি সত্যি ঈদের আগে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো সন্তান নিয়ে ঈদ উদযাপন করেছেন তিনি।

এ বিষয়ে শাবনূরের স্বামী অনিক মাহমুদ জানিয়েছেন, ১ অক্টোবর শাবনূর দেশে ফিরেছেন। বর্তমানে তিনি উত্তরায় স্বামীর বাসাতেই থাকছেন।

‘সন্তান ছোট থাকায় চিকিৎসকের পরামর্শেই শাবনূরের দেশে ফিরতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন তিনি। অনিক বলেন,  শিগগিরই সবাইকে জানিয়ে একটা অনুষ্ঠান করব।’

প্রসঙ্গত, শাবনূর ও অনিক দম্পতির সন্তান আইজান নেহানের বয়স এখন ১০ মাস। গত বছরের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম হয় আইজানের। অনিক ও শাবনূরের বিয়ে হয় ২০১১ সালের ৬ ডিসেম্বর।

এবার কনের সাজে পাচ্ছে স্পা ফ্রি

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
দিন বদলের সাথে সাথে বদলেছে মানুষের রুচিবোধ। যার জীবনের সব কিছুর সাথেই সময়ের আবেদন জড়িয়েছে অঙ্গাঙ্গি।

খাওয়া চলা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন কাজ-কর্ম চলা-ফেরা ও ফ্যাশন চলছে সময়ের সাথে। এসব ক্ষেত্রে কখনো কখনো থাকছে নান্দনিক ও বৈচিত্রতা।

তেমনি কনের সাজে এখন এসেছে নতুনত্ব। কনের সাজে আকাঙ্খা’স গ্ল্যামার ওয়ার্ল্ডও এবার এনেছে অনেক বেশি নতুনত্বের ছোয়া, আর বিয়ের সাজ বুকিং দিলেই পাওয়া যাবে একটি অনন্য স্পা এর যতœএকদম ফ্রি।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: প্রধান কার্য্যালয়Ñ ৩৭৫ ডি আই টি রোড, পূর্ব রামপুরা (টিভি সেন্টারের দক্ষিণ পার্শ্বে), এবং ২৫৫ ডি আই টি রোড, পশ্চিম রামপুরা (রামপুরা বাজারের পাশে), ঢাকা।

প্রতিমাসেই মা হতে চান অভিনেত্রী নিকোল কিডম্যান

Logoআপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
এমনিতেই চার-চারটি সন্তান রয়েছে। তার উপর প্রতিমাসেই মা হতে চান নিকোল কিডম্যান। চার সন্তানের লালন-পালন করে মন ভরছে না তার।

তাই আবারও মা হতে চান অস্ট্রেলিয়ার এ বিখ্যাত অভিনেত্রী। সম্প্রতি প্রতিমাসেই গর্ভবতী হওয়ার ইচ্ছা জানিয়েছেন এ তারকা। টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্ভব হলে প্রতিমাসেই গর্ভবতী হতেন অস্কারজয়ী এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বাচ্চাপাগল।

বাচ্চাদের আমি ভীষণ পছন্দ করি। যদি পারতাম তাহলে প্রত্যেক মাসেই গর্ভবতী হতামৃ কিন্তু তা সম্ভব না। সম্ভব হলে আমি খুশিতে লাফাতাম! না, এখন আমার বয়স ৪৭- তা আর হবে না। তবে বলা যায় না, আমার দাদির শেষ সন্তানটি হয়েছিল ৪৯ বছরে।’
বর্তমানে সংগীত তারকা স্বামী কিথ আরবানের দুই মেয়ের জননী নিকোলের রয়েছে সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে নেওয়া দুই দত্তক সন্তান।

তারকাদের নগ্ন ছবি ফাঁসের মূলহোতা চিহ্নত!

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
হলিউডের সব নামিদামি তারকাদের এমন ব্যক্তিগত ছবি লোকসম্মুখে প্রকাশ পাওয়ার পর তারকারা যেন একপ্রকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন।

একের পর এক বিনোদন তারকাদের নগ্নছবি ফাঁস এসময়ের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু এমন কর্মকা-ের পেছনের মূলহোতাটির পরিচয় নিয়ে রয়েছে নানা কৌতুহল।

অবশেষে উন্মোচিত হল সেই ব্যক্তির পরিচয়। যে নাকি নগ্ন ছবি ফাঁস করে 'যৌন হয়রানি'তে ফেলেছে শতাধিক তারকাকে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এক প্রতিবেদনে সম্প্রতি সেই ব্যক্তির পরিচয় করিয়ে দিয়েছে। সার্গেই খোলোদোভস্কি নামের এক রাশিয়ান টেকগুরু এমন কার্যসম্পাদন করেন বলে জানিয়েছে দ্য সান।

২৮ বছরের এই যুবক তারকাদের গোপন নগ্নছবি ফাঁস করেছেন বলে দ্য সান তাকে ‘ওয়ার্ম অব দ্য ওয়েব’ (ওয়েবকৃমি) বলে অভিহিত করেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক বিনোদন ওয়েবসাইট নিউজ ডটকম ডটএইউ গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কিন্তু সার্গেই নিজেকে নির্দোষ মনে করেন এবং নগ্নছবি ফাঁসকে যৌন হয়রানি বলে মানতে নারাজ তিনি। প্রতিবেদনে বলা হয়, উল্টো দ্য সানকে সার্গেই বলেছেন, 'ছবিগুলো খুব ভালো একটা পিআর (পাবলিক রিলেশন) এর কাজ করেছে! কারণ, অনেকেই এই তারকাদের মধ্যে কাউকে কাউকে সেভাবে চিনতেন না। আর মানুষ এখন তাদের নিয়ে আলোচনা করছে।'
তারকাদের নগ্নছবি আইক্লাউড থেকে হ্যাক করেননি বলেও দাবি করেন সার্গেই। কোনো হ্যাকারের সঙ্গেও এ বিষয়ে তার কোনো যোগসূত্র নেই বলে উল্লেখ করেন তিনি।

তার দাবি, মুক্ত ওয়েবসাইট থেকে এ সব ছবি পেয়েছেন এবং সেগুলো তার ওয়েবসাইটে প্রকাশ করেছেন

এক যুগ আয়নায় মুখ দেখেননি মমতা!

Logoআপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
এক সময়কার আলোচিত বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি এক টানা ১২ বছর যোগীনির জীবন যাপন করছেন। সৃষ্টিকর্তার তপস্যা করছেন দিনের ১৮ ঘণ্টা।

এক যুগ ধরে তিনি পার্লারে যান না কিংবা কোন প্রকার মেকআপ নিচ্ছেননা। এমনকি আরো চমকে দেওয়ার মতো ঘটনা হলো এক যুগ ধরে তিনি আয়নায় নিজের মুখটিও দেখেন নি!

অতীতে ভিকি নামে তার একজন প্রেমিক থাকলেও এখন তার সঙ্গেও সম্পর্ক রাখছেন না মমতা। ভারতের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বসবাস করছেন এককালের সেলুলয়েড কাঁপানো জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ভারতীয় পত্রিকাকে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে মমতা কুলকার্নি জানান, শুধু সৃষ্টিকর্তার প্রেমে ডুবে থাকতে চাই।  এছাড়া আমার কিছুরই দরকার নেই। আমি মনে করি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট রাখার জন্যই আমার জন্ম হয়েছে। বলিউডে ফেরার কোনো ইচ্ছাই আমার নেই। আমি এসব ছেড়ে দূরে আছি। অনেক ভালো আছি।'

নাটকপাড়ায় আন্তর্জাতিক নাট্যোৎসব করবে বটতলা

Logoআপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
‘ছড়াই স্বপ্নবীজ আকাশ তলে : বটতলা রঙ্গমেলা ২০১৪’ শিরোনামে প্রথমবারের মত আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে তারুণ্যদীপ্ত নাট্যদল বটতলা।

আগামী ২৪-৩১ অক্টোবর-২০১৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিন ব্যাপী বর্ণাঢ্য এ নাট্যাসর।

২০১৪ সালে ঢাকার মঞ্চে আগত নতুন নাটক নিয়ে সাজানো হয়েছে উৎসব। এতে স্বগতিক দল বটতলা ছাড়াও অংশ নিচ্ছে থিয়েটার, নাগরিক, ঢাকা থিয়েটার, আরণ্যক, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, রঙ্গাশ্রম (ভারত) ও অভিনয় শিল্পী কাইউলানি লী (আমেরিকা) একক পরিবেশনা। বাংলাদেশে অনুষ্ঠিত এই নাট্যাসরে ভারত ও আমেরিকার নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে বলে জানা গেছে।

২৪ অক্টোবর নাট্যোৎসবের উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা। উদ্বোধনীতে নাট্যশালার বহিরাঙ্গনে থাকছে পূজা সেন গুপ্ত-র দল তুরঙ্গমীর আয়োজনে উদ্বোধনী কোরিওগ্রাফি। জাতীয় নাট্যশালাতে নাটক প্রদর্শনীর পাশাপাশি অন্যান্য দিনগুলোতে থাকছে গীতলবঙ্গ’র গান, বটতলা’র পথনাটক জতুর্গৃহ, লালন সন্ধ্যা, রিতু সাত্তারের একক ইন্সটলেশন পারফরম্যান্স আর্ট, নিথর মাহবুব এর মুকাভিনয়, খালিদ হাসন রুমীর পাপেট শো ও তীরন্দাজ নাট্যদলের পারফরম্যান্স।

এছাড়াও বটতলা’র উদ্দোগে ২৯ ও ৩০ অক্টোবর  ২০১৪ আমেরিকান অভিনয় শিল্পী কাইউলানি লি’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে শ্রমজীবি মানুষের আন্দোলনকে কেন্দ্র করে নাটকের উপর কর্মশালা। বিভিন্ন নাটকের দলের কর্মীরা এই কর্মশালাতে অংশ নেবেন।

যৌনভিডিও তৈরির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

Logoআপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
ব্ল্যাকমেইল করে সেক্স ভিডিও তৈরির অভিযোগে কন্নড় অভিনেত্রী নয়না ক্ষ্ণৃাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়নার একটি চক্র রয়েছে।

নয়না এর মাধ্যমেই ধনী ব্যক্তিদেকে ট্যাপে ফেলে তার বাসায় সেক্স করার জন্য উসকানি দিত এবং পরে সেক্স ভিডিও দিয়ে তাদের ব্লাকমেইল করত। বেঙ্গালুরুর সুন্দর রাম শেট্টি নগরের এক চিকিৎসক তার বিরুদ্ধে এমন অভিযোগ করলে এই ঘটনা প্রকাশ্যে আসে।

ওই ডাক্তারের অভিযোগ, নয়নার বান্ধবী সানজানা গত জুনে তাকে সেক্স করতে উদ্ভুদ্ধ করে। পরে সেটার ভিডিও দিয়ে সে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তার কাছ থেকে ১ কোটি টাকা দাবি করা হয়। চিকিৎসক তাকে ১ লাখ টাকা দেন এবং বাকি টাকা আস্তে আস্তে দেওয়ার কথা বলেন। এরপরই চিকিৎসক পুলিশের কাছে নয়না ও তার দলের বিরুদ্ধে অভিযোগ জানায়। গ্রেপ্তারের পর নয়নাকে ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগেও নয়নার বিরুদ্ধে মামলা হয়েছিল।

কিন্তু সেই মামলায় সেপ্টেম্বরের প্রথম দিকেই জামিন পায় নয়না৷ ধারণা করা হচ্ছে এই ‘মধু ফাঁদে’ পড়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ অনেক নামকরা ব্যক্তি। তদন্তে বেরিয়ে আসতে পারে তাদের নামও। তবে এই চক্রটি কত বড় বা এর সাথে চলচ্চিত্রাঙ্গনের আর কেউ জড়িত আছে কিনা তা এখনো জানা যায়নি।

পরিবারের পছন্দে বিয়ে করতে যাচ্ছেন পপি

Logoআপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পপি। বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্রাঙ্গনে এমন শোনা যাচ্ছে। বিষয়টি অবশ্য পপির পরিবারের ঘনিষ্ঠজনরা এর সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, আগে থেকেই ঠিক হয়ে আছে পপির বিয়ে। তার হবু বর একজন প্রকৌশলী। অবশ্য পপির চেয়ে বরের বয়স দু’বছর কম। শোবিজঅঙ্গনে বিয়ের ক্ষেত্রে বয়সের ব্যবধানটা যেন কোন বিষয়ইনা।
সুবর্ণা মুস্তাফা, শাবনূরসহ অনেক তারকাই এরই মধ্যে নিজের চেয়ে কম বয়সী তরুণকে বিয়ে করেছেন। কাজেই পপির ক্ষেত্রে এমনটা ঘটলে তাতে দোষের কিছু নেই। তবে পপি তার পরিবারের পছন্দমতোই বিয়ে করতে যাচ্ছেন। তার বাবা-মা তার জন্য বর ঠিক করেছেন। অবশ্য এর আগে পপি নিজের পছন্দমতো চিত্রনায়ক শাকিলকে বিয়ে করেছিলেন বলে খবর রটেছে। শাকিল পপিকে তার স্ত্রী বলে দাবি করলেও পপি তা অস্বীকার করেছিলেন।

আইয়াটা’র কার্যক্রমে অংশ নিতে নাট্যজন লিয়াকত আলী লাকী সিঙ্গাপুরে

Logoআপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা) এশিয়ান রিজিওনাল সেন্টার আয়োজিত সভা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিশুনাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরী সেমিনার কক্ষে ১২ অক্টোবর দিনব্যাপী সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এশিয়ান কমিটির সভাপতি হিসেবে ফোরামের সভাপতিত্ব করেন বাঙ্গালির নাট্যরতœ লিয়াকত আলী লাকী।

সভা ও সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ জাপান, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের প্রতিনিধিগণ।
এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা) এর নির্বাচিত সভাপতি মিস্টার রব ভান জেনেস্টেন।

সভায় সমগ্র এশিয় অঞ্চলের এ্যামেচার থিয়েটার, শিশু ও যুব থিয়েটার উন্নয়নের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় এবংসেমিনারে ‘নিউ মিডিয়া ইন থিয়েটার’ উপর আলোচনা করা হয়। উল্লেখ্য, লিয়াকত আলী লাকী গত বছর ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা) এর এশিয়ান অঞ্চলের সভাপতি হিসেবে ৪বছরের জন্য নির্বাচিত হন।

এছাড়াও তিনি আইয়াটার চিলড্রেন্স এন্ড ইয়ুথ স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। বাংলা নাটককে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রসারিত করার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন।

সিঙ্গাপুরে আইয়াটা’র কার্যক্রমে অংশ নিলেন নাট্যজন লিয়াকত আলী লাকী

Logoআপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা) এশিয়ান রিজিওনাল সেন্টার আয়োজিত সভা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিশুনাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরী সেমিনার কক্ষে ১২ অক্টোবর দিনব্যাপী সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এশিয়ান কমিটির সভাপতি হিসেবে ফোরামের সভাপতিত্ব করেন বাঙ্গালির নাট্যরতœ লিয়াকত আলী লাকী।

সভা ও সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ জাপান, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের প্রতিনিধিগণ। এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা) এর নির্বাচিত সভাপতি মিস্টার রব ভান জেনেস্টেন।

সভায় সমগ্র এশিয় অঞ্চলের এ্যামেচার থিয়েটার, শিশু ও যুব থিয়েটার উন্নয়নের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় এবংসেমিনারে ‘নিউ মিডিয়া ইন থিয়েটার’ উপর আলোচনা করা হয়। উল্লেখ্য, লিয়াকত আলী লাকী গত বছর ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন (আইয়াটা) এর এশিয়ান অঞ্চলের সভাপতি হিসেবে ৪বছরের জন্য নির্বাচিত হন।

এছাড়াও তিনি আইয়াটার চিলড্রেন্স এন্ড ইয়ুথ স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। বাংলা নাটককে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রসারিত করার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন।

দুর্দান্ত খেলেও হেরে গেল আর্জেন্টিনা

Logoআপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
এবি- ক্রীড়া ডেস্ক
জোড়া গোল হজম করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে যেন জয় উপহার দিলো নান্দনিক ফুটবলের যাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা।

এ যাত্রায়ও নামের সুবিচার করতে পারেননি ডি মারিয়া- আগুয়েরোরা। একাধিক সুযোগ মিস করে অবশেষে তরী ডুবালো মেসি বাহিনী।

বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে একাই দুই গোল করেন ব্রাজিল দলে দিয়েগো তারদেলি। নবাগত এই স্ট্রাইকার খেলার ২৯ এবং ৬৪ মিনিটে গোল দুটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।

শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণর ছিল আর্জেন্টিনার কাছেই। ডি মারিয়া, আগুয়েরো প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু অফসাইডে চলে যাওয়ায় আর কিছু করা সম্ভব হয়নি। এরপর থেকে প্রথম ২৫ মিনিট আগুয়েরো, ডি মারিয়া আর মেসির দুর্দান্ত স্কিল দেখা যেতে থাকে। এ সময় অন্তত তিনটি ফ্রি কিক পায় আর্জেন্টিনা।

দুটি নেন মেসি অন্যটি ডি মারিয়া। কিন্তু কারও শটই ব্রাজিলের জালে বল ঢোকাতে পারেনি। তবে ভাগ্যের নির্মমতায় স্রোতের বিপরীতে গিয়ে গোল দিয়ে বসে ব্রাজিল। ২৯ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে বাম পায়ের শটে তারদেলি আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরোকে সহজেই পরাস্ত করেন। তারদেলির বাড়ানো পাস থেকে ৩২মিনিটে সহজ গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন নেইমার।

ডি মারিয়াকে ৪০ মিনিটে ডি বক্সে ফাউল করেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। নিয়ম বহির্ভূত কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির আদেশ দেন। মেসির সেই পেনাল্টি শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে পরাস্থ করেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন। ফিরতি বলে গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল খেলা নিয়ন্ত্রনে আনার চেষ্টায় সফল হয়। ৬৪ মিনিটে আরও একটি গোল আদায় করে নিল ব্রাজিল। এবারের গোলদাতাও দিয়েগো তারদেলি। ডেভিড লুইজে হেডের পাস থেকে তারদেলির হেড করা বল জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে। ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের চেয়ে সবার নজর ছিল মেসি-নেইমারের দিকে। শুরুতে মেসিকে কিছুক্ষণ চেনা রূপে দেখা গেলেও পওে যেন তিনি হাঁফিয়ে ওঠেন। তবে ৭৯ মিনিটে দুর্দান্ত একটি ফ্রি কিক করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। ব্রাজিল গোলরক্ষক অবশ্য ঝাঁপিয়ে পড়ে সেটি রক্ষা করেন।

শুরুতে কিছুটা নিষ্প্রভ থাকলেও প্রথমার্ধের শেষের দিকে চেনারূপে নিজেকে তুলে ধরেন নেইমার। ৮১ মিনিটে জোড়া গোলদাতা দিয়েগো তারদেলিকে তুলে কাকাকে মাঠে নামান ব্রাজিল কোচ দুঙ্গা। এর মধ্য দিয়ে আঠার মাস পর জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেন কাকা। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোও গঞ্জালো হিগুয়াইনকে ছাড়া একাদশ সাজান। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে আগুয়েরোর পরিবর্তে তাকে মাঠে নামতে দেখা যায়।

ভক্তদের জন্য অমিতাভের ডিজিটাল উপহার

Logoআপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
প্রতি বছর বিশ্বনন্দিত ও ক্ষমতাধর অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন নিয়ে অনেক আগে থেকেই চলে জোরালো প্রস্তুতি। তার ব্যতিক্রম হয়নি এবারও।

এ উপলক্ষে আগে থেকেই অমিতাভের বাড়িতে ভক্তদের বিভিন্ন ধরনের উপহার ও ফুলেল শুভেচ্ছা পাঠানো শুরু হয়। বিগ বি’র জন্মদিনের একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। কেবিসিতেও পালিত হয় অমিতাভের জন্মদিন।

তবে সবচেয়ে বড় চমক হলো এবার অমিতাভই তার জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিয়েছেন। এটি হলো অমিতাভের পক্ষ থেকে একটি ডিজিটাল গিফট।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে নিয়মিত বিগ বি। টুইটারে তার ফলোয়ার এরই মধ্যে ১০ মিলিয়ন ছাড়িয়েছে। ভারতে সবচেয়ে বেশি ফলোয়ার অমিতাভেরই। অন্যদিকে ফেসবুকে অমিতাভের ফলোয়ারের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। সব মিলিয়ে অভিনয়ের মতো করেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজত্ব করছেন এই কিংবদন্তি অভিনেতা।

আর টুইটারে নিজের ভক্তদের জন্যই জন্মদিনে চমক রাখেন তিনি। গত বুধবার থেকে অমিতাভকে টুইটারে ভক্তরা জন্মদিনে যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের মধ্যে থেকে ভাগ্যবান কয়েকজনের জন্য তার পক্ষ থেকে ডিজিটাল সাইন সংবলিত একটি বিশেষ পোস্টার। অন্যদিকে কয়েকজন ভক্ত পাবেন বিশেষভাবে রেকর্ড করা অমিতাভের একটি ভিডিও বার্তা।

নিজের জন্মদিন উপলক্ষে অমিতাভ বচ্চন জানিয়েছেন, প্রতি বছরই বিশ্বের অসংখ্য ভক্তের ভালবাসায় সিক্ত হই আমি। এবারও তেমনটাই হচ্ছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এ কারণেই তাদের আমার পক্ষ থেকে ডিজিটাল উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এবারের জন্মদিনটি চমকে পরিপূর্ণ হবে।

চমক নিয়ে ফিরছেন কণা

Logoআপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
বেশ কয়েকজন তরুণ গীতিকারের গান নিয়ে নতুন বছরের শুরুতে ভক্ত-শ্রোতাদের একটি বিশেষ অ্যালবাম উপহার দিতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা।

অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কণা। এ নিয়ে ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবামের কাজ করছেন তিনি। এ প্রসঙ্গে কণা বলেন, ‘নতুন  অ্যালবামের কাজ নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে।

তবে এই অ্যালবামে বিশেষ চমক থাকছে। ৮-১০ টি গান নিয়ে সাজানো অ্যালবামটির সব গুলো গানই মৌলিক।' কণার এই নতুন অ্যালবামের গানগুলোর সুর ও সঙ্গীত করছেন বাপ্পা মজুমদার এবং হৃদয় খান।

উল্লেখ্য, এর আগে কনার প্রকাশিত অ্যালবামগুলো হচ্ছে 'জ্যামিতিক ভালোবাসা'(২০০৬), 'ফুয়াদ ফিচারিং কণা' (২০০৮) ও 'সিম্পলি কণা' (২০১১)।

নিজেই ঠিক করলেন নিজের মৃত্যুর দিন!

Logoআপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
নিজের জীবন নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ব্রিটানি মেনার্ড নামের এক নারী। নিজেই নিজের মৃত্যুর দিন ঠিক করেছেন ২৯ বছর বয়সী ওই নারী।

তিনি এক বছরেরও বেশি সময় ধরে মস্তিষ্কের ক্যান্সারে ভুগছেন। গত জানুয়ারি থেকে তার চিকিৎসা চলছে।

কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে এবং পরিবারের সদস্যদের মুক্তি দিতে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

যেহেতু তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তাই তিনি এই কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন। সিএনএনডটকমের মতামত কলামে তিনি লেখেন, দীর্ঘদিন চিন্তা ভাবনা করে আমি ও আমার পরিবারের লোকজন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

আমার জীবন বাঁচাতে পারে এমন কোনো চিকিৎসা আর নেই। বেঁচে থেকে আমি শুধু সময়ই নষ্ট করছি। লেখাটিতে তিনি ছবি ও ভিডিও যুক্ত করেন।

সালমানের নায়িকা হতে চান মিমি চক্রবর্তী!

Logoআপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে অভিনয়ের অশির্বাদে বলিউডে কতো অখ্যাত অভিনেত্রীরই ভাগ্য বদলেছে। এই লাভার বয়ের স্পশে যেন জীবনের মোড়ই গুরে যায়।

তার সান্নির্ধে এলে রাতারাতি তারকা বনে যান টিনেজরাও। এক্ষেত্রে সালমান যেন পরশ পাথরের ভূমিকায় অবতির্ণ হয়েছেন। তাইতো সেই পরশ পাথর একটিবার ছুঁয়ে দেখতে উঠতি বয়সি অসংখ্য নারীই অপেক্ষার প্রহর গুনছে। এবার সেই নিয়মে অস্থা রেখে সাল্লুর সাথে অভিনয় করতে চান টলিউডের ক্রেজি সেনসেশন মিমি চক্রবর্তী।

কারণ আবেদনময়ী বলতে যা বোঝায় সবই আছে তার মধ্যে। দরকার হলে এবার বেশখানিকটা খোলামেলা হতেও আপত্তি নেই তার। কারণ বলিউড দুনিয়ায় তো আর ঘোমটা মাথায় নাচ করা যায় না। তাছাড়া স্বপ্নের পুরুষ সালমান বলে কথা। প্রয়োজনে তার জন্য না হয় একটু উদার হলে দোষ কি তাতে।

‘বোঝে না সে বোঝে না’ ছবিতে হর্ট লাভার গার্ল-এর ভূমিকায় মন কাড়া অভিনয় করে বাঙালি ছেলে-বুড়োর ঘুম কেড়েছেন সুশ্রী কন্যা মিমি। এবার সালমানের সঙ্গে কাজ করে বলিউড দুনিয়া মাত করতে চান মিমি। ইতিমধ্যে খবরটি সালমানের কানে পৌঁছে দিয়েছেন মিমি নিজেই। আর এখন তার অপেক্ষার পালা কখন তার প্রিয় নায়কের ডাক আর সান্নিধ্য পাবেন তিনি।

তবে তার আত্মবিশ্বাস সালমান তার আবেদন ফেলতে পারবেন না। একটা সময় মিমিকে দেখে ঋতুপর্ণ ঘোষ ভাবতেই পারেননি সে বাংলায় অভিনয় করতে পারবে। সেই মেয়ে এখন দেব-এর নায়িকা। বছর তিনেক কি বড় জোর চার বছর আগে মিমিকে প্রথম দেখা যায় একটি সিরিয়ালে। তখন মিমি সবে এসেছে উত্তরবঙ্গ থেকে, তার আগে ছিল অরুণাচল প্রদেশে।

মুন্নাভাই সিরিজে অভিনয় করতে পারেন আমির খান!

Logoআপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
মুন্নাভাই সিরিজের তৃতীয় সিনেমা ‘মুন্না চলে দিল্লি’তে সার্কিট-এর ভূমিকায় অভিনয় করতে পারেন বলিউডের পারফেক্সনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

এরই মধ্যে মুন্নাভাই সিরিজে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছেন আমির। প্রযোজক বিধু বিনোদ চোপড়া পিকে সিনেমায় আমিরের কাজে মুগ্ধ হয়ে তাকে মুন্নাভাই সিনেমায় নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

এবার হয়তো আরশিদ ওয়ার্সির পরিবর্তে মুন্নাভাইয়ের সঙ্গি সার্কিটের ভূমিকায় আমির খান অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

পরিচালক সুভাষ কাপুর দিওয়ালিতে পিকে সিনেমার টিজার রিলিজের দিনে নাকি আমিরকে তাঁর পছন্দের রোল সার্কিটের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলেও কানাকানি চলছে। যদিও এসব খবরে এখনো নিশ্চিত কওে কিছুই বলা যাচ্ছেনা।