, , No Comments

ফারুক আহমেদের 'হাউ মাউ খাউ'

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি প্রতিবেদক
ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেতা ফারুক আহমেদ অভিনয়ের পাশাপাশি নাটক রচনায়ও বেশ সুনাম অর্জন করেছেন।





অভিনয়ের পাশাপাশি ১৯৯৭ সাল থেকে তিনি নাটক রচনাও করছেন। তার লেখা নাটক
প্রথম নির্দেশনা দেন শহীদুজ্জামান সেলিম। নাম ছিল উচ্চ বংশ পাত্র চাই। এরপর
থেকে নিয়মিত-অনিয়মিত নাটক লিখছেন ফারুক আহমেদ। তবে ধারাবাহিক নাটক রচনা
অনেক সময়ের ব্যাপার বিধায় ফারুক আহমেদ এতদিন অভিনয়ে ব্যস্ত থেকে শুধু একক
নাটকই রচনা করছিলেন।






এবারই প্রথম কোনো ধারাবাহিক নাটক রচনা করেছেন তিনি। নাটকের নাম
মেঘেদের সংসার। এরই মধ্যে নাটকটির ১৩ পর্ব নির্মাণের কাজ শেষও করেছেন তিনি।
এছাড়া আসছে ঈদ উপলক্ষে সাত পর্বের ধারাবাহিক নাটকও রচনা করেছেন ফারুক
আহমেদ। নাম 'হাউ মাউ খাউ'। এটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। দু’টি ধারাবাহিক
নাটক রচনা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, দু’টি নাটকেরই গল্প কমেডি ঘরানার।
দর্শক দেখে খুব মজা পাবেন এটা নিশ্চিত বলতে পারি আমি নাটকের রচয়িতা হিসেবে।
তবে হাউ মাউ খাউ নিয়ে আমি একটু বেশিই আনন্দিত। কারণ, আমি নিজেই নাটকটি
লেখার সময় অনেক হেসেছিলাম। দর্শক তো হাসবেনই।





0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন