, , No Comments

আজ শুরু হচ্ছে ‘খোয়াই-গঙ্গা নাট্যোৎসব’

Logoআপডেট:
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
‘হৃদয়ে
নেই কাঁটাতার, সেইখানে ডাক একাত্মতার’ শ্লোগাণে রাজনগর-হবিগঞ্জ শিল্পকলা
একাডেমীতে আজ থেকে শুরু হচ্ছে ‘খোয়াই-গঙ্গা নাট্যোৎসব-২০১৪’। ৯ থেকে ১৩
সেপ্টেম্বর ৫দিনব্যাপী এ নাট্যাসরে হবিগঞ্জের চারটি নাটকের সাথে অংশ নিয়েছে
কলকাতার জনপ্রিয় থিয়েটারদল অনিক।






আজ ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চে অতিথি নাট্যদল অনিক
পরিবেশন করে নাটক ‘একুশের গল্প’। অমলেশ চক্রবর্তী রচিত এ নাটকটি নির্দেশনা
দিয়েছেন মলয় বিশ্বাস।






আগামীকাল প্রদর্শিত হবে ড. মুকিদ চৌধুরী রচিত ও নির্দেশিত প্রতীক
থিয়েটারের ‘অচিন দ্বীপের উপখ্যান’। একই নাট্যকার নির্মিত ‘একটি আষাঢ়ে
স্বপ্ন’ নিয়ে আজ ১১ সেপ্টেম্বর মঞ্চে আসবে সায়েস্তাগঞ্জ থিয়েটার।






পরদিন রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা মঞ্চায়ন করবে হবিগঞ্জের দল
সুন্দরম। নাট্যরুপায়নের পাশাপাশি নাটকটির নির্দেশনাও দিয়েছেন নাট্যজন
ইয়াছিন খাঁ। ১৩ সেপ্টেম্বর সমাপনী মঞ্চে কমল কুমার মজুমদারের ‘মতিলাল
পাদরী’ প্রদর্শন করবে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর পলল রেপাটরী গ্রুপ।
প্রতিভাবান তরুণ নাট্যকার রুমা মোদকের নাট্যরুপায়নে নাটকটির নির্দেশনা
দিয়েছেন নাট্যজন অনিরুদ্ধ কুমার ধর শান্তনু।




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন