, , No Comments

ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ মিছিলে স্বস্তিকা

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি ডেস্ক
পশ্চিমবঙ্গের
যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সদস্য টালিউড অভিনেত্রী স্বস্তিকা
মুখোপাধ্যায় ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন।






গতকাল শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিপীড়ন ও ছাত্রীদের
শ্লীলতাহানির মামলায় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে
যোগ দেন আলোচিত এই অভিনেত্রী।






এ প্রসঙ্গে স্বস্তিকা জানান, একজন অশিক্ষিত নারী হলেও তিনি এ মিছিলে যোগ
দিতেন। শুধু ফেসবুক, ট্যুইটারে জ্বালাময়ী বক্তব্য দিলেই তো দায়িত্ব শেষ
হয়ে যায় না। যেখানে জাতি-ধর্ম-সামাজিক ভেদাভেদ ভুলে সকলেই মিছিলে যোগ
দিয়েছেন সেখানে মানুষ হিসেবে, একজন নারী হিসেবে নিজস্ব দায়িত্ববোধ থেকেই
তিনি এ মিছিলে যোগ দেন।






আর এ নিয়ে নানা সমালোচনার মুখেও পড়েছেন এ তারকা। কিন্তু কারো কথার পরোয়া
না করে সামনে এগিয়ে যাবেন বলেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে
বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কয়েকজন ছাত্র তাদেরই এক সহপাঠিনীর শ্লীলতাহানি
করে বলে অভিযোগ ওঠে।






অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তী এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন
করেন। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ ওই কমিটি নিরপেক্ষ্য নয়। তাই এর
বিরুদ্ধে প্রতিবাদ জানালে উপাচার্য তাদের দেখে নেওয়ার হুমকি দেন।






তবে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যায়। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করে
পুলিশ এসে ক্যাম্পাসের সব আলো নিভিয়ে দিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মারধর
করে এবং ছাত্রীদের শ্লীলতাহানি করে। আর এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের
বুদ্ধিজীবী মহলে আলোড়ন উঠে। এবার সেই ধারাবাহিকতায় সকলের সঙ্গে স্বস্তিকাও
আন্দোলনে নেমে পড়েছেন।

  


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন