, , No Comments

‘উত্তম কুমার’ সম্মান পাচ্ছেন দেব ও মৌসুমী

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪






এবি ডেস্ক
এবার মহানায়ক উত্তম কুমার সম্মান পাচ্ছেন কলাকাতা চলচ্চিত্র জগতের সুপার স্টার দেব ও প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।
২৪ জুলাই কলকাতার নজরুল মঞ্চে উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করবে পশ্চিমবঙ্গ সরকার৷




উক্ত অনুষ্ঠানে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হবে দেব ও মৌসুমীকে৷ এ ছাড়া
আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী,
অভিনেত্রী মমতাশঙ্কর, দেবশ্রী ও কণ্ঠশিল্পী কুমার শানু৷
ভারতের বাংলা
ছবিতে নতুনদের মধ্যে যারা ভালো অবস্থান গড়ে নিয়েছেন, তাদের কয়েকজনকে দেওয়া
হবে বিশেষ সম্মান। পুরস্কারপ্রাপ্তরা হলেন হিরণ চট্টোপাধ্যায়, আবির
চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক
চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, পায়েল সরকার, শ্রীলা মজুমদার, মিমি চক্রবর্তী,
পাওলি দাম, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অনুরাধা রায়৷ এ ছাড়া
পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়, স্বপন সাহা ও প্রদীপ্ত ভট্টাচার্য,
প্রযোজনায় কোয়েল মল্লিকের স্বামী সুরিন্দর ফিল্মসের নিসপাল রানে এবং
চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা ও শব্দগ্রহণে দু'জন করে, রূপসজ্জা ও
পোশাক পরিকল্পনায় একজন করে বিশেষ পুরস্কার পাবেন। সবার হাতে পুরস্কার তুলে
দেবেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ ২২ জুলাই মমতা নিজেই
ফেসবুকে বিজয়ী তালিকা প্রকাশ করে অভিনন্দন জানান। সেরা পরিচালক হিসেকে
বিশেষ পুরস্কার পাচ্ছেন অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায় ওঠেন ও
অধীর আচট্টোপাধ্যায়।





0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন