ফের একসঙ্গে শাহরুখ-আনুশকা
এবি ডেস্ক
দীর্ঘদিন পর আবারও জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও হার্টথ্রব অভিনেত্রী আনুশকা শর্মা।
বলিউডের অন্যতম সফল পরিচালক ইমতিয়াজ আলীর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন তারা। এতে একজন শিখ পর্যটকের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তবে
ছবিটির নাম এখনো ঠিক হয়নি। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
লন্ডন ও পাঞ্জাবে ছবিটির শুটিং হবে। আনুশকা এখন ব্যস্ত আছেন সালমান খানের
সঙ্গে ‘সুলতান’ ও রণবীর কাপুরের সঙ্গে ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ
নিয়ে। ‘রায়িস’ আর ‘ফ্যান’ ছবির কাজ শেষ করে শাহরুখ শুরু করতে যাচ্ছেন নতুন
আরেকটি ছবির কাজ। যেখানে শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন
আলিয়া ভাট।
২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানাদি জোড়ি’ ছবির মাধ্যমে
বলিউডে পা রাখেন আনুশকা। এরপর যশ চোপড়ার শেষ ছবি ‘যাব তাক হ্যায় জান’- এও
শাহরুখ-আনুশকাকে পাওয়া যায়। ওই ছবিতে আরো ছিলেন ক্যাটরিনা কাইফ। পরিচালক
ইমতিয়াজ আলীর সঙ্গে শাহরুখ ও আনুশকার এটাই প্রথম কাজ। তবে এর আগে ‘রকস্টার’
ছবিতে আনুশকার কাজ করার কথা ছিল। যদিও পরে রকস্টারে রণবীরের বিপরীতে অভিনয়
করেছিলেন নার্গিস ফাখরি। সেটাই ছিল বলিউডে নার্গিসের প্রথম ছবি।
nice post :D
উত্তরমুছুনhttp://www.dhakatimes24.com/entertainment