মেহজাবীন আমার হারিয়ে যাওয়া যমজ বোন: শিশির

Logoআপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
 1
এবি প্রতিবেদক 
দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও লাক্সতারকা মেহজাবীন চৌধুরীর চেহারার মিল রয়েছে- এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে।

সম্প্রতি শিশির তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মেহজাবীনের তোলা একটি সেলফি পোস্ট করেন। এরপর ছবির ক্যাপশনে লেখেন, মেহজাবীন দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া তার যমজ বোন (The Long lost twin sisters)। অতঃপর পোস্টটিতে তিনি মেহজাবীনকে ট্যাগ করেন। ছবিটির লাইক এ পযর্ন্ত ৩০ হাজার ছাড়িয়েছে।


মেহজাবীন দেশের প্রতিষ্ঠিত মডেল হলেও শিশির পেশাদার মডেল নন। তারপরও তাঁকে সাকিবের সঙ্গে মডেলিং করতে দেখা যাচ্ছে বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে। তাহলে কি নতুন মডেলের আবির্ভাব হচ্ছে? বিভিন্ন সাক্ষাৎকারে শিশির এর উত্তর দিয়েছেন। মিডিয়ায় কাজ করার অনেক প্রস্তাবই আসছে তাঁর কাছে। তবে সাকিব চাইলে তিনি কাজ করতে আগ্রহী- এমন কথাই শিশির জানান একটি অনুষ্ঠানে।

শিশির মিডিয়ায় নিয়মিত হবেন কি না তাতো ভবিষ্যতই বলে দেবে, তবে সম্প্রতি মেহজাবীনের চেহারার সঙ্গে যে তুলনা চলছে সেটা ভালোই উপভোগ করছেন তিনি। তা না হলে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুজনের সেলফি তুলে দেবেন কেন? এ প্রসঙ্গে মেহজাবীন জানিয়েছেন,‘আমার সঙ্গে শিশিরের অনেক আগে থেকে পরিচয়। প্রায় আমাদের কথাবার্তা হয়। আমরা ভালো বন্ধু। ও যখন আমাকে জমজ বোন বলেছে তখন আমার অনেক ভালো লেগেছিল’।

ছাড়পত্র পেল সানির ‘মস্তিজাদে’

Logoআপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল মিলাপ জাভেরি পরিচালিত এবং বলিউড বেবিডল সানি লিওন অভিনীত অ্যাডাল্ট কমেডি ছবি ‘মস্তিজাদে’।

বিষয়টি জানিয়েছেন সিনেমার অভিনেতা রীতেশ দেশমুখ। গত বছরের ডিসেম্বরে এই সিনেমার শ্যুটিং শেষ হয়। চলতি বছরের মে মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল।

প্রীতিশ ও রঙ্গিতা নন্দী প্রযোজিত এই সিনেমায় সানি লিওন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তুষার কপূর, বীর দাস। রীতেশ রয়েছেন ক্যামিও-র ভূমিকায়। এদিন টুইটারে মস্তিজাদে-র ছাড়পত্র পাওয়ার খবর জানান রীতেশ। এই খবরে উচ্ছ্বসিত সানি। টুইটারে তাঁর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সানি।

ছেলের জন্মদিনে প্রাক্তন স্বামীর সঙ্গে কেক কাটলেন ম্যাডোনা

Logoআপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
দীর্ঘদিন পর অবশেষে ছেলের জন্মদিনে প্রাক্তন স্বামী পরিচালক গাই রিচির সঙ্গে মিলিত হলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা।

ছেলের আবদার আর এড়াতে পারলেন না সেলিব্রিটি বাবা-মা। ম্যাডোনা এবং গাই রিচির ছেলে রোকোর ১৫তম জন্মদিন বেশ ধুমধাম করেই পালন করল গোটা পরিবার।

অনুষ্ঠানে যোগ দেন রিচির বর্তমান স্ত্রী জ্যাকুই এইন্সলে এবং তাঁদের তিন সন্তানÍ রাফায়েল, রিবকো এবং তেরো মাসের লেভি। গোটা পরিবার একসঙ্গে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে কেক কাটে। ম্যাডোনা নিজেই এই কেক উপহার দেন রোকোকে।


প্রসঙ্গত, বিখ্যাত পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনা ও তাঁর প্রাক্তন স্বামী গাই রিচির বিবাহ-বিচ্ছেদ ঘটে ২০০৮ সালে। এর পর থেকে দুজনে আলাদা থাকছেন।

মাহির পর এবার ববির সঙ্গে কলকাতার ওম

Logoআপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
গত ঈদে মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ছবি ‘অগ্নি-২’। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার ওম।

ব্যবসা সফল এই ছবিটি গত ১৪ই আগস্ট কলকাতাতেও মুক্তি পেয়েছে। এদিকে বাংলাদেশের আরও কয়েকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ওম। এর মধ্যে ইফতেখার চৌধুরী পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয়ের কথা প্রায় চূড়ান্ত।

আর এ ছবিতে ওমের বিপরীতে অভিনয় করবেন ঢালিউড অভিনেত্রী ববি। এদিকে গত ঈদের আগে ‘অগ্নি-২’ ছবরি প্রচারণায় প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ওম। তখন বিএফডিসিতে পরিচালক ইফতেখার চৌধুরী ওম ও ববিকে পাশাপাশি দাঁড় করিয়ে ফটোসেশনও করেছেন। মূলত ববি ও ওমের রসায়ন স্থিরচিত্রে দেখার জন্যই এই ফটোসেশন করেছিলেন তিনি।

১৩ বছর পর ফের একসঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা

Logoআপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
১৩ বছর পর আবারো পর্দা কাঁপাতে যাচ্ছে এক সময়ের সাড়া জাগানো জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা।


টালিগঞ্জে এ জনপ্রিয় তারকাজুটিকে এবার দেখা যাবে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘প্রাক্তন’-এ।


সম্প্রতি মধ্য কলকাতার একটি নামি হোটেলে উপস্থিত থেকে ‘প্রাক্তন’ ছবি নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বললেন, ‘ঋতুর সঙ্গে অনেকদিন কাজ করা হয়নি।

আমরা বাংলা ছবির জনপ্রিয় জুটি থাকাকালেই কাজ ছেড়েছিলাম। তারপর দুজনের জীবনে অনেক পরিবর্তন এসেছে। দুজনেই একটা মানের অভিনেতা এবং অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করেছি। দীর্ঘদিন বাদে ফের আমাদের জুটি ফিরছে। কিন্তু রসায়নটা অন্যরকম। আর সেটাই পরিচালকদের কাছে চ্যালেঞ্জ।’ অন্যদিকে ১৪ বছরের ব্যবধানে আবার প্রসেনজিতের সঙ্গে কাজ করার ব্যাপারে ঋতুপর্ণা জানান, ‘কেন এতদিন আমরা একসঙ্গে কাজ করিনি সেটা বড় কথা নয়। ইতিহাস সৃষ্টি করা যায়, কিন্তু তা ধরে রাখা কঠিন। আমরা দুজনেই পেশাদার এবং আবেগপ্রবণ। নতুনভাবে ফের আমরা জুটি বাঁধছি। তাই দর্শকদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের প্রয়োজন।’
জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে পর্দায় নামাতে পেরে খুশি পরিচালকরাও। ‘প্রাক্তন’ ছবির এক পরিচালক নন্দিতা রায় জানালেন, ‘২০০২ সালে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার কথা মাথায় রেখেই গল্পটা লিখেছিলাম। সেই সময় সবে জুটিটা ভেঙেছে। ফলে তখন এই জুটিকে দিয়ে কাজ করানো খুব শক্ত ছিল। এতদিন পর শিবপ্রসাদ অনেক চেষ্টা করে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে রাজি করিয়েছে।’


‘প্রাক্তন’ ছবি প্রসঙ্গে বলতে গিয়ে অপর এক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘আজকাল তো বাংলা ছবি নিয়ে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। প্রচুর ডিটেকটিভ ছবি হচ্ছে। প্রেমের ছবি প্রায় হচ্ছে না বললেই চলে। সেখানে দাঁড়িয়ে বলতে পারি, আমাদের এই ছবি দর্শকদের সেই প্রত্যাশা মেটাবে। আমাদের এই ছবি সম্পূর্ণ পারিবারিক ছবি।’ প্রসেনজিৎ নিজেও এই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘আমরা এমন একটা ছবিতেই ফিরতে চেয়েছিলাম, যে ছবি দেখে দর্শকরা বলবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা ছাড়া এই ছবি হয় না। হিরো-হিরোইনের ইমেজ থেকে বেরিয়েও অভিনয়ের ম্যাজিক ধরে রাখাই এখন আমাদের কাছে অন্যতম চ্যালেঞ্জ।’ প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’ ছবির শুটিং শুরু হবে আগামী মাসে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের বাংলা নববর্ষে।


উল্লেখ্য, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০০১ সালে ‘জামাইবাবু জিন্দাবাদ’ ছবিতে। এর পর কেটে যায় ১৩টি বছর। দীর্ঘ এই সময়ে অনেক পরিচালকই চেষ্টা করেছেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় এই জুটিকে নিয়ে ছবি করার। কিন্তু সফল হননি কেউই। অবশেষে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় সেই অসাধ্য সাধন করলেন।

ব্যাংকক যাচ্ছেন শাকিব-অপু

Logoআপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
শিগ্রই অপু বিশ্বাসকে নিয়ে ব্যাংকক পাড়ি দিচ্ছেন ঢালিউড কিং।

‘রাজাবাবু’ ছবিটির ইউনিট আগামী ২২ আগস্ট ব্যাংকক যাচ্ছে গানের শুটিং করার জন্য। সেখানে মোট দশ দিন শুটিং হবে। বদিউল আলম খোকনের পরিচালনায় এ ছবিটিতে অভিনয় করছেন শাকিব খান- অপু বিশ্বাস। এছাড়া এতে আরো আছেন ববি, মিশা সওদাগর, প্রবীর মিত্র, উজ্জ্বল প্রমুখ।

ছবির গল্প এলাকার দুটি প্রভাবশালী পরিবারের দ্বন্দ্ব নিয়ে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল। ছবির সব কয়টি গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। গত ১৪ জুন থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল।

৯ বছর বয়সে ৯ রানে ৯ উইকেট!

Logoআপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক 
নয় বছর বয়সী এক বস্ময় বালকের রেকর্ড গড়া নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়।

মুশির খান নামের ছোট এই ক্রিকেটার মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান ৯টি উইকেট। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টে এই কা- ঘটান তিনি।

মুশির খান ২০১৫ সালে আইপিএলে অভিষেক হওয়া সরফরাজ খানের আপন ভাই। মুশিরের বাঁ-হাতি স্পিনে কাবু বিরারের ব্যাটসম্যানরা। আজাদ ময়দানে দাদর ইউনিয়নের হয়ে দু’দিনের ম্যাচে বিরারের বিরুদ্ধে একটি হ্যাটট্রিকসহ ১২ উইকেট নেয় মুশির।

এর মধ্যে এক ইনিংসে ১৪ ওভার হাত ঘুরিয়ে নয়টি মেডেনসহ ৯ রান দিয়ে ৯টি উইকেট নেন মুশি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও ৪৮ রানের ইনিংস খেলেন মুম্বাইয়ের এই বিস্ময় বালক। দুই বছর আগে যুবরাজ সিংয়ের উইকেট নিয়ে নজর কেড়েছিলেন সাত বছরের মুশি। একটি ফ্রেন্ডলি ম্যাচে যুবরাজকে আউট করেন সরফরাজের ভাই। আইপিএল এইটে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে হাতেখড়ি হয় ১৭ বছরের সরফরাজের।

২ বছর পর ধারাবাহিকে ফিরলেন মেহজাবিন

Logoআপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
প্রায় দুই বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

নাটকের নাম 'সুপারস্টার'। এটি পরিচালনা করছেন রায়হান খান। নতুন এই ধারাবাহিকটির কিছু অংশের শুটিং হয়েছে থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকতে। মেহজাবিন জানিয়েছেন, 'শুটিংয়ের পুরো দলটা বেশ গোছানো ছিল। তাই কাজ করার অভিজ্ঞতাও চমৎকার।

অনেক দিন পর ধারাবাহিকে কাজ করে ভালো লেগেছে।' জানা গেছে, থ্রিলার ধাঁচের গল্প নিয়ে ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেনথ তানিয়া আহমেদ, নাঈম, তৌসিফ, টয়া প্রমুখ। ধারাবাহিকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

নন্দিত মিডিয়াব্যক্তিত্ব অনুরূপ আইচকে প্রাণ নাসের হুমকি!

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
নন্দিত গীতিকার, নাট্যকার ও সাংবাদিক অনুরূপ আইচকে প্রাণ নাসের হুমকি দিয়েছে একটি কুচক্রী মহল।

গত ঈদুল ফিতরে একটি জাতীয় দৈনিকের ঈদ ম্যাগাজিনে তার লেখা একটি গল্প প্রকাশ পাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে হুমকি পাচ্ছেন তিনি। এ কারণে ইতিমধ্যে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

চলতি মাসের নয় তারিখে করা জিডি নম্বর হল ৫৫। মিডিয়া অঙ্গনের বিশিষ্টজনেরা  এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি  এর তীব্র নিন্দা জানিয়েছেন।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমি মৃত্যু ভয়ে ভীত নই। যত দিন বেঁচে থাকব দেশকে ভালোবেসে দেশের মঙ্গলের জন্যে লিখে যাব। রকস্টার গল্পটি প্রকাশ হওয়ার পর থেকে নানা ধরনের হুমকি পেলেও আমি প্রথমে পাত্তা দিইনি। পরে বিষয়টি জানাজানি হলে সবাই আমাকে পরামর্শ দেন আইনের আশ্রয় নিতে। আশা করছি, আমার শুভাকাক্সক্ষীদের দোয়া ও দেশের প্রচলিত আইনের কল্যাণে আমার ব্যক্তি জীবন বা লেখালেখির কোনো সমস্যা হবে না।’


প্রসঙ্গত, অনুরূপ আইচ বাংলাদেশের বিনোদন জগতের একজন খ্যাতিমান ব্যাক্তিত্ব। দেশের সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তার প্রতিটি সৃষ্টিকর্ম পাঠকমহলে সমাদৃত হয়েছিল। জনপ্রিয় এই লেখক কাজ করছেন বিনোদনের প্রায় সব শাখায়। তার লেখা উল্লেখযোগ্য গান হচ্ছে- শহীদ ও শুভমিতার গাওয়া ‘এক জীবন’ আইয়ুব বাচ্চুর ‘দিল’ হাসানের ‘অযুত লক্ষ নিযুত কোটি’ মমতাজের ‘পাংখা’ আরফিন রুমীর ‘বল না কোথায় তুমি’ পড়শীর ‘তোমারই পরশ’ বেবি নাজনীনের ‘মরার কোকিল পার্ট-২’ বিপ্লবের ‘মরলে শহীদ বাঁচলে গাজী’ হাবিবের ‘চলতে চলতে দেখা হল’ আরফিন রুমি ও পুজার ‘তুমি আমার জীবনে সবকিছু’ ইত্যাদি। স্বপ্রতিভ এই শিল্পস্রষ্টা এ পর্যন্ত লিখেছেন সহস্রাধিক গান।

জহির রায়হানের বড় ছেলে বিপুল রায়হানের সহকারী হিসেবে নাটকে প্রবেশ করলেও নাটক লেখা শুরু করেন ২০০৫ সালে। প্রকাশিত তার প্রথম বইয়ের নাম 'অ্যালকোহল'। এতে প্রকাশিত ও অপ্রকাশিত আটটি গল্প স্থান পেয়েছে 'অ্যালকোহল' বইটিতে। এছাড়া তার লেখা 'প্রেমলীলা' বইটিও পাঠকমহলে জনপ্রিয়তা লাভ করেছিল। কর্ম জীবন বর্তমানে তিনি কাজ করছেন 'দৈনিক যুগান্তর' পত্রিকার বিনোদন বিভাগের প্রধান হিসেবে। 

অবেশেষে বিয়ে করতে রাজি হলেন সুস্মিতা

Logoআপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবেশেষে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

তবে মিডিয়ার বাইরের কাউকেই বিয়ে করবেন তিনি। বিশেষ সূত্রে জানা যায়, ভারতীয় এক ব্যবসায়ীর সঙ্গে তিনি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। তাই তাকেই বিয়ে করবেন বলে মনে করা হচ্ছে। ৩৯ বছর বয়সী এ বলিউড অভিনেত্রী জানান, দুই কন্যা সন্তানের অনুরোধের কারণেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।

এছাড়া তিনি শিগগিরই ছোট পর্দায় একটি কমেডি অনুষ্ঠানের বিচারক হয়ে হাজির হবেন। অনুষ্ঠানটিতে তিনি তার দুই দত্তক মেয়েকেও নিয়ে আসতে পারেন। অনুষ্ঠানে তার মেয়েরা সুস্মিতার বিয়ের ব্যাপারে কথা বলতে পারেন। সুস্মিতার বড় মেয়ে রেনে বলিউডে কাজ করতে আগ্রহী। তবে এক্ষেত্রে মা সুস্মিতা সেন বলেছেন, আগে ও পড়াশুনা শেষ করেুক। এরপর সে যা খুশি তাই করতে পারবে। আর তার ছোট মেয়ে ডাক্তার হবে।

আজ বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী

Logoআপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
আজ ১৫ আগস্ট(শনিবার) জাতীয় শোক দিবস। এ দিনটি বাঙালির জীবনে সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক।

১৯৭৫ সালের এই কালরাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানম-ির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদতবরণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেদিন প্রাণ হারিয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল। খুনিদের বুলেটে সেদিন প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর ভাগ্নে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। প্রতিবছর ১৫ আগস্ট ফিরে আসে বাঙালির হূদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাঙালী জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। এবারও তার ব্যাতিক্রম নয়। নানা কর্মসূচির মাধ্যমে বিশেষ এই দিবসটি পালন করবে গোটা দেশ। সকাল জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুরে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হবে। এ ছাড়া জাতির পিতার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।


এদিকে সকাল ৬টা ৩৩ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬টা ৪২ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়রা খাতুন। তাকে ভালোবেসে সবাই খোকা বলে ডাকতো। ছোটবেলা থেকেই মানুষের দুঃখ কষ্ট তার হৃদয়ে দাগ কেটে যেত। তার অসীম সাহসিকতা, দূরদর্শীতা, নেতৃত্ববোধের জন্য পৃথিবীর বুকে এক নতুন স্বাধীন দেশের মানচিত্র তৈরি হয়। একজন প্রকৃত নেতার সব গুণ তার মধ্যে ছিল। তিনি বাঙালির অস্তিত্বকেই নিজের অস্তিত্ব হিসেবে কল্পনা করতেন। তার ৭ মার্চের ভাষণ শুনলে এখনও শরীর শিহরিত হয়। যে ভাষণ শুনে এদেশের মানুষ স্বাধীনতার জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছিল। ‘দুঃখী’ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিরলস ও প্রাণপণ চেষ্টা করে গেছেন জনদরধি এ নেতা। তাইতো তিনি আজও অমর হয়ে আছেন ১৬ কোটি বাঙ্গালির হৃদয়ে। মৃত্যুর ৪০ বছর পরও বাংলার মানুষ ভুলেনি জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে।

৩ বছর বয়সেই মেয়র!

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
মাত্র তিন বছর বয়সে শহরের মেয়র হলেন জেমস টাফস! যুক্তরাষ্ট্রের ঝলমলে একটি শহর শিকাগো। এ শহরেরই ছোট্ট এক অঞ্চল ডরসেট।

সম্প্রতি অঞ্চলটির মেয়র হিসেবে নির্বাচন করা হয়েছে তিন বছরের এই শিশুকে। মেয়র নির্বাচিত হয়ে বেশ খুশি জেমস টাফস। ডরসেটের বাসিন্দা মাত্র বাইশটি পরিবার। এ ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছে। তবে আসল ঘটনা হলো, ডরসেট শহরের একটা রীতি আছে।

প্রতি বছর সেখানকার বাসিন্দাদের মধ্যে থেকে সাধারণভাবে লটারি করেই মেয়র নির্বাচন করা হয়। এবার সে লটারিতে উঠেছে জেমসের নাম। তাই আইনত এ শিশুই এখন এক বছরের জন্য মেয়রের চেয়ারে বসবেন। তার প্রথম কাজ হিসেবে

তিনি ঘোষণা দিয়েছেন, হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের উপহার দেবেন। সেই সঙ্গে পাশে দাঁড়াবেন লিউকোমিয়া আক্রান্তদের। দুই ছেলেকে নিয়ে বেশ গর্বিত টাফস পরিবার। মজার বিষয় হলো, এরআগে তার বড়ভাই ববি টাফসও (৬) দুই মেয়াদে এই শহরের মেয়র ছিলেন।