ফের একসঙ্গে শাহরুখ-আনুশকা

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি ডেস্ক
দীর্ঘদিন পর আবারও জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও  হার্টথ্রব অভিনেত্রী আনুশকা শর্মা।





বলিউডের অন্যতম সফল পরিচালক ইমতিয়াজ আলীর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন তারা। এতে একজন শিখ পর্যটকের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তবে
ছবিটির নাম এখনো ঠিক হয়নি। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
লন্ডন ও পাঞ্জাবে ছবিটির শুটিং হবে। আনুশকা এখন ব্যস্ত আছেন সালমান খানের
সঙ্গে ‘সুলতান’ ও রণবীর কাপুরের সঙ্গে ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ
নিয়ে। ‘রায়িস’ আর ‘ফ্যান’ ছবির কাজ শেষ করে শাহরুখ শুরু করতে যাচ্ছেন নতুন
আরেকটি ছবির কাজ। যেখানে শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন
আলিয়া ভাট।






২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানাদি জোড়ি’ ছবির মাধ্যমে
বলিউডে পা রাখেন আনুশকা। এরপর যশ চোপড়ার শেষ ছবি ‘যাব তাক হ্যায় জান’- এও
শাহরুখ-আনুশকাকে পাওয়া যায়। ওই ছবিতে আরো ছিলেন ক্যাটরিনা কাইফ।  পরিচালক
ইমতিয়াজ আলীর সঙ্গে শাহরুখ ও আনুশকার এটাই প্রথম কাজ। তবে এর আগে ‘রকস্টার’
ছবিতে আনুশকার কাজ করার কথা ছিল। যদিও পরে রকস্টারে রণবীরের বিপরীতে অভিনয়
করেছিলেন নার্গিস ফাখরি। সেটাই ছিল বলিউডে নার্গিসের প্রথম ছবি।




ফারুক আহমেদের 'হাউ মাউ খাউ'

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি প্রতিবেদক
ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেতা ফারুক আহমেদ অভিনয়ের পাশাপাশি নাটক রচনায়ও বেশ সুনাম অর্জন করেছেন।





অভিনয়ের পাশাপাশি ১৯৯৭ সাল থেকে তিনি নাটক রচনাও করছেন। তার লেখা নাটক
প্রথম নির্দেশনা দেন শহীদুজ্জামান সেলিম। নাম ছিল উচ্চ বংশ পাত্র চাই। এরপর
থেকে নিয়মিত-অনিয়মিত নাটক লিখছেন ফারুক আহমেদ। তবে ধারাবাহিক নাটক রচনা
অনেক সময়ের ব্যাপার বিধায় ফারুক আহমেদ এতদিন অভিনয়ে ব্যস্ত থেকে শুধু একক
নাটকই রচনা করছিলেন।






এবারই প্রথম কোনো ধারাবাহিক নাটক রচনা করেছেন তিনি। নাটকের নাম
মেঘেদের সংসার। এরই মধ্যে নাটকটির ১৩ পর্ব নির্মাণের কাজ শেষও করেছেন তিনি।
এছাড়া আসছে ঈদ উপলক্ষে সাত পর্বের ধারাবাহিক নাটকও রচনা করেছেন ফারুক
আহমেদ। নাম 'হাউ মাউ খাউ'। এটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। দু’টি ধারাবাহিক
নাটক রচনা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, দু’টি নাটকেরই গল্প কমেডি ঘরানার।
দর্শক দেখে খুব মজা পাবেন এটা নিশ্চিত বলতে পারি আমি নাটকের রচয়িতা হিসেবে।
তবে হাউ মাউ খাউ নিয়ে আমি একটু বেশিই আনন্দিত। কারণ, আমি নিজেই নাটকটি
লেখার সময় অনেক হেসেছিলাম। দর্শক তো হাসবেনই।





এবার বাংলাদেশের ছবিতে দেব!

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি ডেস্ক
টালিগঞ্জের
জনপ্রিয় হিরো জিৎ, সোহম, প্রসেনজিৎ, ওম, ইন্দ্রনীল, পরমব্রত ও অঙ্কুশ
ইতোমধ্যে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। এবার তাদের
পথে হাঁটছেন ওপার বাংলার আরেক সুপারস্টার দেব।






কলকাতার চলচ্চিত্রে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। একইসঙ্গে বাংলাদেশে
তার জনপ্রিয়তাও কম নয়। অনেকদিন ধরেই খবর উড়ে বেড়াচ্ছিল দেব বাংলাদেশ-ভারত
যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন। কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে
এবার সেই খবরের সঙ্গে শোনা গেল ঢাকাই ছবিতে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়ার নাম।





শোনা গেছে, জাজ ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে অভিনয় করতে চলেছেন
পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। সূত্রের খবর, ছবির নাম চূড়ান্ত না হলেও
দেবের সঙ্গে নাকি জাজের মাল্টিমিডিয়া প্রাথমিক কথা সেরে ফেলেছে। আর দেবের
বিপরীতে জাজ তার নিজের ঘরের নায়িকাই ব্যবহার করবে। শিগগিরই এ বিষয়ে
আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে টালিউডে শুরু হয়
দেবের ক্যারিয়ার। এরপর নানা চড়াই উৎরাই কাটিয়ে তিনি এখন টলিউডের ‘দেব-দ্যা
সুপারস্টার’। অ্যাকশান- রোমান্টিক-কমেডি-নাচে-ফিগারে বরাবরই সফল তিনি।
বাণিজ্যিক ছবির বাইরেও গেল বছরে মুক্তি পাওয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের
‘চাঁদের পাহাড়’ ছবিটি দেবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।


মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬




3

এবি ডেস্ক
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হতে যাচ্ছেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন এ গায়িকা।





এরপরই সবার নজরে আসে বিষয়টি। অবশ্য এখনো গণমাধ্যমের সামনে শ্রেয়া নিজে
কিছু বলেননি। তবে শ্রেয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম
জানাচ্ছে, শিগগিরই মা হতে যাচ্ছেন ভারত জয় করা টালিগঞ্জের এই শিল্পী।






গত বছরের ৫ ফেব্রুয়ারি অনেকটা চুপিসারেই দীর্ঘদিনের প্রেমিক এবং
হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা শৈলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়েতে শুধু
উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কয়েকজন বন্ধু। বিয়ের পর সামাজিক যোগাযোগ
মাধ্যমে নিজের বিয়ের খবর দিয়েছিলেন। এবার মা হওয়ার বিষয়েও কি সেই পথেই
হাঁটাছেন এই গ্ল্যামারাস গায়িকা? শ্রেয়া ঘোষালের সঙ্গীত ক্যারিয়ার শুরু
কলকাতায়।  তবে ২০০২ সালে সঞ্জয় লীলা বনসালীর দেবদাস সিনেমার মাধ্যমে বলিউডে
ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমাতে তার গাওয়া গান, ‘সিলসিলা ইয়ে চাহাত কা’,
‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘ডোলা রে ডোলা’, মানুষের মনে আজও
শিহরণ জাগায়। এরপর বলিউডে বেশ কিছু সফল গান গেয়েছেন তিনি।