ফের একসঙ্গে শাহরুখ-আনুশকা

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি ডেস্ক
দীর্ঘদিন পর আবারও জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও  হার্টথ্রব অভিনেত্রী আনুশকা শর্মা।





বলিউডের অন্যতম সফল পরিচালক ইমতিয়াজ আলীর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন তারা। এতে একজন শিখ পর্যটকের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তবে
ছবিটির নাম এখনো ঠিক হয়নি। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
লন্ডন ও পাঞ্জাবে ছবিটির শুটিং হবে। আনুশকা এখন ব্যস্ত আছেন সালমান খানের
সঙ্গে ‘সুলতান’ ও রণবীর কাপুরের সঙ্গে ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ
নিয়ে। ‘রায়িস’ আর ‘ফ্যান’ ছবির কাজ শেষ করে শাহরুখ শুরু করতে যাচ্ছেন নতুন
আরেকটি ছবির কাজ। যেখানে শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন
আলিয়া ভাট।






২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানাদি জোড়ি’ ছবির মাধ্যমে
বলিউডে পা রাখেন আনুশকা। এরপর যশ চোপড়ার শেষ ছবি ‘যাব তাক হ্যায় জান’- এও
শাহরুখ-আনুশকাকে পাওয়া যায়। ওই ছবিতে আরো ছিলেন ক্যাটরিনা কাইফ।  পরিচালক
ইমতিয়াজ আলীর সঙ্গে শাহরুখ ও আনুশকার এটাই প্রথম কাজ। তবে এর আগে ‘রকস্টার’
ছবিতে আনুশকার কাজ করার কথা ছিল। যদিও পরে রকস্টারে রণবীরের বিপরীতে অভিনয়
করেছিলেন নার্গিস ফাখরি। সেটাই ছিল বলিউডে নার্গিসের প্রথম ছবি।




ফারুক আহমেদের 'হাউ মাউ খাউ'

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি প্রতিবেদক
ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেতা ফারুক আহমেদ অভিনয়ের পাশাপাশি নাটক রচনায়ও বেশ সুনাম অর্জন করেছেন।





অভিনয়ের পাশাপাশি ১৯৯৭ সাল থেকে তিনি নাটক রচনাও করছেন। তার লেখা নাটক
প্রথম নির্দেশনা দেন শহীদুজ্জামান সেলিম। নাম ছিল উচ্চ বংশ পাত্র চাই। এরপর
থেকে নিয়মিত-অনিয়মিত নাটক লিখছেন ফারুক আহমেদ। তবে ধারাবাহিক নাটক রচনা
অনেক সময়ের ব্যাপার বিধায় ফারুক আহমেদ এতদিন অভিনয়ে ব্যস্ত থেকে শুধু একক
নাটকই রচনা করছিলেন।






এবারই প্রথম কোনো ধারাবাহিক নাটক রচনা করেছেন তিনি। নাটকের নাম
মেঘেদের সংসার। এরই মধ্যে নাটকটির ১৩ পর্ব নির্মাণের কাজ শেষও করেছেন তিনি।
এছাড়া আসছে ঈদ উপলক্ষে সাত পর্বের ধারাবাহিক নাটকও রচনা করেছেন ফারুক
আহমেদ। নাম 'হাউ মাউ খাউ'। এটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। দু’টি ধারাবাহিক
নাটক রচনা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, দু’টি নাটকেরই গল্প কমেডি ঘরানার।
দর্শক দেখে খুব মজা পাবেন এটা নিশ্চিত বলতে পারি আমি নাটকের রচয়িতা হিসেবে।
তবে হাউ মাউ খাউ নিয়ে আমি একটু বেশিই আনন্দিত। কারণ, আমি নিজেই নাটকটি
লেখার সময় অনেক হেসেছিলাম। দর্শক তো হাসবেনই।





এবার বাংলাদেশের ছবিতে দেব!

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬






এবি ডেস্ক
টালিগঞ্জের
জনপ্রিয় হিরো জিৎ, সোহম, প্রসেনজিৎ, ওম, ইন্দ্রনীল, পরমব্রত ও অঙ্কুশ
ইতোমধ্যে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। এবার তাদের
পথে হাঁটছেন ওপার বাংলার আরেক সুপারস্টার দেব।






কলকাতার চলচ্চিত্রে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। একইসঙ্গে বাংলাদেশে
তার জনপ্রিয়তাও কম নয়। অনেকদিন ধরেই খবর উড়ে বেড়াচ্ছিল দেব বাংলাদেশ-ভারত
যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন। কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে
এবার সেই খবরের সঙ্গে শোনা গেল ঢাকাই ছবিতে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়ার নাম।





শোনা গেছে, জাজ ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে অভিনয় করতে চলেছেন
পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। সূত্রের খবর, ছবির নাম চূড়ান্ত না হলেও
দেবের সঙ্গে নাকি জাজের মাল্টিমিডিয়া প্রাথমিক কথা সেরে ফেলেছে। আর দেবের
বিপরীতে জাজ তার নিজের ঘরের নায়িকাই ব্যবহার করবে। শিগগিরই এ বিষয়ে
আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে টালিউডে শুরু হয়
দেবের ক্যারিয়ার। এরপর নানা চড়াই উৎরাই কাটিয়ে তিনি এখন টলিউডের ‘দেব-দ্যা
সুপারস্টার’। অ্যাকশান- রোমান্টিক-কমেডি-নাচে-ফিগারে বরাবরই সফল তিনি।
বাণিজ্যিক ছবির বাইরেও গেল বছরে মুক্তি পাওয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের
‘চাঁদের পাহাড়’ ছবিটি দেবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।


মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

Logoআপডেট:
রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬




3

এবি ডেস্ক
ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হতে যাচ্ছেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন এ গায়িকা।





এরপরই সবার নজরে আসে বিষয়টি। অবশ্য এখনো গণমাধ্যমের সামনে শ্রেয়া নিজে
কিছু বলেননি। তবে শ্রেয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম
জানাচ্ছে, শিগগিরই মা হতে যাচ্ছেন ভারত জয় করা টালিগঞ্জের এই শিল্পী।






গত বছরের ৫ ফেব্রুয়ারি অনেকটা চুপিসারেই দীর্ঘদিনের প্রেমিক এবং
হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা শৈলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়েতে শুধু
উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কয়েকজন বন্ধু। বিয়ের পর সামাজিক যোগাযোগ
মাধ্যমে নিজের বিয়ের খবর দিয়েছিলেন। এবার মা হওয়ার বিষয়েও কি সেই পথেই
হাঁটাছেন এই গ্ল্যামারাস গায়িকা? শ্রেয়া ঘোষালের সঙ্গীত ক্যারিয়ার শুরু
কলকাতায়।  তবে ২০০২ সালে সঞ্জয় লীলা বনসালীর দেবদাস সিনেমার মাধ্যমে বলিউডে
ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমাতে তার গাওয়া গান, ‘সিলসিলা ইয়ে চাহাত কা’,
‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘ডোলা রে ডোলা’, মানুষের মনে আজও
শিহরণ জাগায়। এরপর বলিউডে বেশ কিছু সফল গান গেয়েছেন তিনি।





মুক্তির আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল কুসুমের ‘শঙ্খচিল’

Logoআপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
এবি ডেস্ক
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এতে সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’।

বাংলাদেশের কুসুম শিকাদার ও কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ। এতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আরও যেসব শিল্পী আছেন- মামুনুর রশীদ, শাহেদ আলী, রিয়াজ মাহমুদ জুয়েল, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী, শিশুশিল্পী সাঁজবাতি, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায় প্রমুখ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান, ফরিদুর রেজা সাগর, প্রসেনজিৎ চ্যাটার্জি ও মৌ রায়চৌধুরী। ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে ছবির প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, “আমি যখন চলচ্চিত্র প্রযোজনা করি, তখন পুরস্কারের কথা চিন্তা করি না। তবে পুরস্কার পেলে আনন্দ দ্বিগুণ হয়। ‘শঙ্খচিল’ পুরস্কার পাওয়ায় ভালো লাগছে। আশা করছি, ছবিটি দর্শকের ভালো লাগবে।”


১৯৪৭ সালের দেশভাগ, স্বজন হারানোর যন্ত্রণা, দেশান্তর- এগুলো ‘শঙ্খচিল’ ছবির বিষয়বস্তু। এর শ্যুটিং হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি ও বাংলাদেশের কয়েকটি স্থানে।  ছবিটির প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। বাংলাদেশ ও ভারত দুই দেশে ‘শঙ্খচিল’ মুক্তি পাবে আগামী ১৫ এপ্রিল। গত বছরের ডিসেম্বরেই ছবিটি ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। ভারতে কোনো ছবি ছাড়পত্র পাওয়ার পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিচারকম-লী সেই ছবিকে প্রতিযোগিতায় স্থান দিতে পারেন। মুক্তির আগেই জাতীয় পুরস্কার পাওয়ায় ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।


এদিকে ভারতের এ জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন অমিতাভ বচ্চন (পিকু)। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রনৌত। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘বাহুবলী’।

চলুন দেখে নেওয়া যাক ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হলেন কারা। উল্লেখযোগ্য ক্যাটাগরি তুলে ধরা হলো-


অভিনেতা - অমিতাভ বচ্চন (পিকু)
অভিনেত্রী - কঙ্গনা রানৌত (তনু ওয়েডস মনু রিটার্নস)
ছবি - বাহুবলী
বাংলা ছবি - শঙ্খচিল
সামাজিক ছবি - অটো ড্রাইভার
পরিবেশ বিষয়ে ছবি- ভালিয়া চিরাকুল্লা পক্ষীকাল
পরিচালক - সঞ্জয় লীলা বানসালি (বাজিরাও মাস্তানি)
হিন্দি ছবি - দম লাগাকে হাইসা
পার্শ্ব অভিনেত্রী -তানভি আজমি (বাজিরাও মাস্তানি)
পার্শ্ব অভিনেতা - সামুথিরাকানি (বারাণসি)
গায়িকা - মোনালি ঠাকুর (মোহ মোহ কে ধাগে)
গায়ক - মহেশ কালে
সংগীত পরিচালক - এম জয়াচন্দ্রন
জনপ্রিয় ছবি - বজরাঙ্গি ভাইজান
কোরিওগ্রাফার- রেমো ডি'সুজা (এবিসিডি-টু)
সেরা ছবি (শিশু বিভাগ) - দুরন্ত
সেরা স্পেশাল এফেক্টস - বাহুবলী


সমালোচক পুরস্কার - কালকি কোয়েচলিন (মার্গারিটা উইথ অ্যা স্ট্র)
সেরা সম্পাদনা: কিশোর টি-ই (ভিসারানি)
চিত্রনাট্য: জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা চিত্রগ্রহণ: সুদীপ চট্টোপাধ্যায় (বাজিরাও মস্তানি)
সেরা পোশাক পরিকল্পনা ও মেকআপ আর্টিস্ট: নানক শাহ ফকির
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন)- ঔষাধ (মারাঠি)
নার্গিস দত্ত পুরস্কার - নানক শাহ ফকির



ছয় ধারাবাহিকে সাজু আহমেদ

Logoআপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০১৬
রিয়াদ হোসেন

সাজু আহমেদ। একজন প্রতিভাদীপ্ত সাংবাদিক, নাট্যকার, নির্দেশক ও  অভিনেতা।

মঞ্চ নাটক নির্দেশনা ও অভিনয়ের পাশাপাশি টিভি নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। সাম্প্রতিক সময়ে ৬টি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

এর মধ্যে কবরি সারোয়ার রচিত ও পরিচালিত চ্যানেল আইয়ের ধারাবাহিক ‘আবার আসিব ফিরে’, জয় সরকারের ‘নগর জীবন’ ও ‘ইন্দুবালা’, সুমন রেজার ‘টিভি পরিবার’, ফিরোজ আহমেদের ‘রিফিউজি গ্রাম’ এবং আরও একটি নতুন চ্যানেলের জন্য একটি ধারাবাহিক নাটকে অভিনয় করবেন তিনি। এর মধ্যে ‘আবার আসিব ফিরে’ এবং ‘নগর জীবন’ নাটকের শূটিং ইতোমধ্যে শুরু হয়েছে। নিয়মিত অভিনয়ের ধারাবাহিকতায় ছয় ধারাবাহিক নাটকের মাধ্যমে আলোচনায় এসেছেন সাজু আহমেদ। সম্প্রতি দয়াল সাহা রচিত এবং ফিরোজ আহমেদ পরিচালিত ‘বাবার সাইকেল’ নাটকে অন্ধ বাউল চরিত্রে  অভিনয় করেন তিনি।

এছাড়া এর আগে সাজু আহমেদ বেশ কয়েকটি ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় কওে ব্যপক প্রশংসিত হন। এর মধ্যে তার অভিনয়ে মনির হোসেন জীবন পরিচালিত ধারাবাহিক ‘গুনীন’ একুশেটিভিতে এবং ‘নীলছায়া’ বিটিভিতে, জহিরুল ইসলামের ‘সীমাবদ্ধ মানুষেরা’ দিগন্ত টিভিতে এবং মিনহাজ অভি পরিচালিত ঈদের ধারাবাহিক ‘শেষ অধ্যায়’ একুশেটিভিতে প্রচার হয়। এছাড়া সম্প্রতি আরটিভিতে প্রচার হলো অভিনীত সুমন রেজার ‘দেব্বু’, জি এম সৈকতের ‘আগুনের আর্তনাদ’। কয়েক বছর আগে কাজী টিপুর খন্ড নাটক ‘শূন্যস্থান পূরণ’ নাটকে অভিনয় করেন ।

সাজু আহমেদ ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এ দলের চারটিসহ মোট ১৫টি নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। অন্তত ৩০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। দলের তৃতীয় প্রযোজনা ‘বিক্ষুব্ধ অতীত এবং নজরুল’ ও চতুর্থ প্রযোজনা ‘অপুর্ণতা’ নাটকের মহড়া করছেন। এছাড়া ‘ফেসবুক’ একটি শর্টফিল্ম নির্মাণ করেছেন। আরও একটি শর্টফিল্ম নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘টপ লিডার’ চলচ্চিত্রে অভিন করেছেন। এছাড়া তারেক মাহমুদের ‘চটপটি’ চলচ্চিত্রে অভিনয় করার কথা রয়েছে। সংস্কৃতির সব অঙ্গণে সমান তালে বিচরণ করার প্রত্যয়ে নিজেকে প্রতিনিয়ত তৈরি করছেন বলে জানিয়েছেন। মঞ্চে কাজের পাশাপাশি নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করতে চান স্বপ্রতীভ এই সংস্কৃতিজন।

পহেলা বৈশাখে ভক্তদের জন্য বাপ্পা মজুমদারের নতুন উপহার

Logoআপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
আসছে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার নতুন একক অ্যালবাম 'বোকাঘুড়ি'।

ছয়টি আধুনিক গান নিয়ে তৈরি হচ্ছে এই অ্যালবামটি। গানের কথা লিখেছেন- রাসেল, নীল, রানা, শাহান, ইব্রাহীম ফাতেমী ও রবিউল ইসলাম জীবন। নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার প্রকাশিত হবে অ্যালবামটি।

এ পর্যন্ত বাপ্পা মজুমদারের ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হতে যাচ্ছে তার ১১তম গানের অ্যালবাম। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৬ সালে।


তার প্রকাশিত অ্যালবামগুলো হলো- তখন ভোরবেলা (১৯৯৬), কোথাও কেউ নেই (১৯৯৮), রাতের ট্রেন (১৯৯৯), ধুলো-পড়া চিঠি (২০০১), কদিন পরেই ছুটি (২০০৩), রাত প্রহরী (২০০৪), দিন বাড়ি যায় (২০০৬), সূর্যস্নানে চল (২০০৮), বেঁচে থাক সবুজ (২০১২) ও জানি না কোন মন্তরে (২০১৫)।

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন হাসিন!

Logoআপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মডেল-অভিনেত্রী হাসিন রওশন। দীর্ঘ পাঁচ বছর শোবিজে কাজ করার পর আজ রাত ৮টা ৪০ মিনিটে নিজের ফেসবুকে মিডিয়ায় কাজ করবেন না বলে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসের সূত্র ধরে হাসিনকে ফোন দিলে তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যি সত্যিই আমি আর মিডিয়ায় কাজ করছি না। এবার নিজেকে একটু সময় দিব। পরিবারকে সময় দিব।’ মিডিয়া ছেড়ে দেওয়ার পেছনে আর কোন কারণ আছে কি না জানতে চাইলে হাসিন বলেন, ‘না, না। এটা একান্তই ব্যক্তিগত কারণ। নিজ ইচ্ছাতেই মিডিয়া ছেড়ে দিচ্ছি।’

ভক্ত ও সহকর্মীদের অনেক মিস করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভক্তদের ভালোবাসাতেই আমি হাসিন রওশন। তাঁদেরকে অনেক মিস করব। মিস করব আমার সহকর্মীদেরও।’ ভবিষ্যতে আবারও মিডিয়ায় ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে হাসিন বলেন, ‘না। আপাতত আর কোন ইচ্ছেই নেই আমার।’ সবাই আমরা জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।


উল্লেখ্য ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয় করার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে হাসিনের। তাঁর পুরো নাম হাসিন রওশন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সমাপ্ত করেন। তাঁর পৈতৃক বাড়ি রাজশাহীতে। সেখানেই বেড়ে হাসিনের। বাবা গোলাম নবী এবং মা মোস্তারী বেগম। স্বামী মারুফুল ইসলাম একজন ব্যবসায়ী। ‘আমাদের ছোট নদী’, ‘সখা হে’, ‘নো ম্যান্স ল্যান্ড’, ‘পুতুল মানুষ’ আর ‘ব্যাচেলর দ্য ফ্যামিলি’সহ অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে কাজ করেন তিনি। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেও সাড়া ফেলেন এই অভিনেত্রী।

কোহলির ঝড়ে সেমিফাইনালে ভারত!

Logoআপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি- ক্রীড়া ডেস্ক
ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলির অবিশ্বাস্য ব্যটিংয়ে উড়ে গেলো অস্ট্রেলিয়া। ৫১ বলে ৮২ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বিশ্ববিখ্যাত এই ক্রিকেট তারকা।

এর মধ্যে দিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করল স্বাগতিক ভারত। অন্যদিকে এই ম্যাচ হারের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া।


সোমবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও  ভারত। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে সেমিফাইনালের টিকিট হাতে পেতে ভারতীয়দের টার্গেট দাঁড়িয়েছিল ১৬১ রান।


১৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভাল হয়নি ভারতের। প্রথম জুটিতে ওঠে ২৩ রান। ১৩ রানে ধাওয়ান ও ১২ করে রোহিত শর্মা ফিরে যান। এরপর সুরেশ রায়না ফিরে যান ১০ রান করে। তবে কোহলি- যুবরাজ মিলে ভারতকে আশা দিচ্ছিলেন। এ জুটিতে আসে ৪৫ রান। ১৮ বলে ২১ করে ফিরেন যুবরাজ। কোহলির সঙ্গে যোগ দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এ জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত। বিশেষ করে ইনফর্ম ব্যাটসমান কোহলির দিকে। ১৮তম ওভারে ১৯ রান নিয়ে সমীকরণ কঠিন সমীকরণ অনেকটাই সহজ করে আনেন কোহলি। শেষ দুই ওভারে ভারতের দরকার পড়ে ২০ রান। উইকেটে কোহলি ধোনির মত ব্যাটসম্যান। কিন্তু জয়সূচক শটটা ছাড়া ধোনিকে কোন কিছুই করতে দিলেন না কোহলি। নেইল কাটারের ওভার থেকে ১৬ রান নিয়ে ফেললেন। শেষ ওভারে দরকার পড়ে মাত্র ৪ রান। প্রথম বলেই চার হাঁকিয়ে ৬ উইকেটের দারুণ জয় তুলে নেয় ভারত। কোহলিকে সঙ্গ দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধানি ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
শুরুতে মনে হয়েছিল দুইশ টুইশ করে ফেলবে অস্ট্রেলিয়া। কিন্তু মিডল অর্ডার ব্যাটসমানদের ব্যর্থতায় স্কোর খুব বড় হলো না। ৬ উইকেটে ১৬০ রান তুলতে পারে অজিরা। ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয় উড়ন্ত। রুদ্রমূর্তি ধারণ করেন অজি ওপেনারদ্বয়। উসমান খাজা ও অ্যারোন ফিঞ্চ ভারতীয় বোলিং উড়িয়ে দেন। মাত্র ৪ ওভারেই বিনা উইকেটে ৫৩ রান তুলে ফেলে অজিরা। নিজের প্রথম ওভার বল করতে এসে ২২ রান দিয়েছেন অশ্বিন। আগের ওভারে ১৭ রান দেন বুমরাহ। অবশ্য এর একটু পরেই ১৫ বলে ২৬ করে আউট হন ইসমান খাজা। রান তুলার গতি কমে যায় এরপরই। মাত্র ৩.৪ ওভারে ফিফটি পূরণ হলেও ১০০ রান তুলতে লেগে যায় ১২.৫ ওভার। ওয়ার্নার (৬), স্মিথ (২) দ্রুত আউট হন।ওপেনার ফিঞ্চ ৩৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ওয়াটসন ও ফকনারের মতো ব্যাটসম্যানরা উইকেট আসলেও দ্রুত রান করতে পারেননি। ১০ বলে ১০ করেন ফকনার। ১৬ বলে ১৮ করে নট আউট থানে ওয়াটসন। শেষ দিকে ২ বলে নেভিল ১০ রান করলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬০। ভারতের পক্ষে পান্ডে ২ উইকেট নেন।

এপ্রিলে বড় পর্দায় অভিষেক অপ্সরার

Logoআপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
আগামী ২২ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী অপ্সরা অভিনীত প্রথম চলচ্চিত্র ''পরবাসিনী''।

স্বপন আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রটিতে অপ্সরা ছাড়া আরও অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা ইমন,রিত মজুমদার,সোহেল খান,সব্যসাচী চক্রবর্তী, দাউদ হোসাইন রনি, জুন মালিয়া প্রমুখ।

জানা গেছে, সায়েন্স ফিকশন ছবি ''পরবাসিনী'' পর্যায়ক্রমে মুক্তি পাবে পৃথিবীর বিভিন্ন দেশে। ছবিটি প্রসঙ্গে অপ্সরা বললেন,''আমার অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই আমি আনন্দিত। আশা করছি এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে দর্শকদের মন জয় করতে পারবো।''
উল্লেখ্য,২০১২ সালে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। তিন বছর ধরে চলচ্চিত্রটির কাজ চলে। অবশেষে গত বছর অক্টোবরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ''পরবাসিনী''। এর আগে মার্চে প্রাথমিকভাবে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হলেও পরবর্তীতে তা পেছানো হয়। মুক্তি পেতে যাচ্ছে এপ্রিলে।



মনীষ-পরিণীতির ব্রেকআপ

Logoআপডেট: শনিবার, ২৬ মার্চ, ২০১৬
এবি ডেস্ক
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছিল প্রযোজক ও পরিচালক মনীষ শর্মার।

তবে সেটা অনেকেরই জানা ছিল না। পরিণীতির ঘনিষ্ঠজনরা ছাড়া সবার আড়ালেই ছিল এই প্রেমের গল্প। সম্পর্ক গড়ে ওঠা ও প্রেম চলাকালে গোপন থাকলেও বিচ্ছেদের সময় কিন্তু ঠিকই জানাজানি হয়ে গেল। সম্প্রতি বলিউড লাইফ সূত্রে এমনটাই জানা গেছে।

গত তিন বছর ধরে মনীষের সঙ্গে পরিণীতির প্রেম। প্রকাশ্যে টুইটার কিংবা অন্য সামাজিক মাধ্যমে কেউ কারও নাম উল্লেখ করলেও ইঙ্গিত দিতেন প্রায়ই। শুধু তাই নয় পরিণীতি একবার তার টুইটে বলেছেন, আমি তাকে ভালোবাসি। তাকে আমি অ্যাঞ্জেল বলে ডাকি।


বিষয়টি তখন সবাই জানতে চাইলেও পরে ধামাচাপা দিয়ে দেন এ নায়িকা। এমনকি কোনো সংবাদ মাধ্যমে বিষয়টি সেভাবে প্রকাশও হয়নি। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘটনাটি উঠে আসে গণমাধ্যমে। জানা যায়, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই পরিনীতি-মনীষ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর কারণ এখনও নিশ্চিত করেননি কেউই। এদিকে প্রেমের সম্পর্ক ইতি টানলেও এখন তারা বন্ধু হিসেবেই থাকবেন বলে জানিয়েছেন। শিগগিরই মনীষের প্রযোজনায় ‘মেরি পেয়ারি বন্ধু’ নামের একটি ছবিতে অভিনয় করবেন পরিণীতি। তবে ব্যক্তিগত সমস্যার প্রভাব নিশ্চয়ই ছবির ওপর পড়বে না!

চ্যানেল ২৬-এর যাত্রা শুরু

Logoআপডেট: শনিবার, ২৬ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
‘তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ২৬ শে মার্চের চেতনায় বাঙালি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে গতকাল থেকে পথচলা শুরু করল চ্যানেল ২৬।

আইএসও ৯০০১ : ২০১৫ সনদপ্রাপ্ত ‘চ্যানেল ২৬’ বাংলাদেশের প্রথম মুঠোটিভি হিসেবে আত্মপ্রকাশ করল। এরই মাঝে তরুণ শিল্পী, কলা-কুশলী ও পরিচালকদের সমন্বয়ে অনুষ্ঠান নির্মাণ করছে চ্যানেলটি। নির্মাণের স্বকীয়তায় মানুষের ভালোবাসা, আনন্দ, বিনোদন এবং বিশ্বাসের অসীম ক্ষমতায় সকল শ্রেণির দর্শকদের এক কাতারে নিয়ে আসার জন্য কাজ করছে চ্যানেলটি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন জানান, ‘চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবে চ্যানেল ২৬।’

বিশ্বদরবারে বাংলাদেশকে ছড়িয়ে দিতে অ্যাপস-এর মাধ্যমে মুঠোটিভি হিসেবে কাজ করে ডিজিটাল বাংলাদেশের স্বর্ণমুকুটে আরেকটি পালক যোগ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মুমতাহিন জিয়ন আরও জানান, খুব শিগগির প্রযুক্তিনির্ভর এ চ্যানেলটি  স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বদরবারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে। ‘চ্যানেল ২৬’-এর সম্প্রচারে আগমন নিয়ে তিনি বলেন, ‘টেলিভিশন আজ আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ব্যস্ত এই নাগরিক জীবনে টেলিভিশনের সামনে বসে বিশ্বের সংবাদ তথ্য ও বিনোদন উপভোগ করার মতো সময় সব সময় হয়ে ওঠে না। ব্যস্ততার ফাঁকে এগুলো জানতে হলে আমাদের অন্য কোনো মাধ্যমের সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে স্মার্ট মোবাইল ফোন আমাদের একটা পথ দেখিয়েছে। স্মার্ট মোবাইল ফোন থাকলেই বিশ্বের যেকোনো খবর মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে ওঠে। আর, এই প্রযুক্তিকে সঙ্গে রেখে চ্যানেল ২৬ সব সময় চায় ২৪ ঘণ্টা দর্শকদের সঙ্গে থাকতে।’ জিয়ন জানান, দর্শকদের চাহিদা পূরণের জন্য বস্তুনিষ্ঠ তথ্য ও নির্মল বিনোদনের চাহিদাকে প্রাধ্যান্য দিয়ে  সংবাদ ও অনুষ্ঠান নির্মাণ করবে চ্যানেল ২৬।

আমি সাংবাদিককে চড় মারিনি: সানি

Logoআপডেট: শনিবার, ২৬ মার্চ, ২০১৬
এবি ডেস্ক
সাংবাদিকের 'অশ্লীল’ প্রশ্নের জবাবে সানি লিওন তাকে চড় মারেন বলে যে খবর রটেছিল তা অস্বীকার করেছেন আলোচিত এই পর্নোতারকা। তিনি দাবি করেছেন, তার সম্পর্কে ভুল খবর ছড়িয়েছে মিডিয়া।


খবর রটেছিল, গুজরাটের সুরাটে একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফরম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাঁকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, “আগে আপনি পর্ন স্টার ছিলেন, এখন ফিল্ম স্টার।

সুতরাং "নাইট প্রোগ্রামে" এখন কত এখন আপনি কত টাকা নেন?” এই চরম অভদ্রতা আর সহ্য করেননি সানি। সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে। কিন্তু এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি সানির। আর সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘ওই খবর সম্পূর্ণ মিথ্যা। খবরের কোন সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়। এটা লজ্জার। এমনকি সানির কোটটাও ভুল। মিডিয়া যে মিথ্যে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।’

স্বাধীনতা দিবসে শখ-নিশোর ‘যোগ বিয়োগ’

Logoআপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
ঢাকায় নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত দুই ভাই রাশেদ আর কবির। হঠাৎই তাদের বাবার মৃত্যুসংবাদ পেয়ে স্ত্রী, পরিবার নিয়ে হাজির হয় তারা জেলা শহরের বাড়িটিতে।

তাদের বাবা মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান এই শহরেই সফল ব্যবসায়ী হিসেবে সম্মানের জীবন কাটিয়ে সদ্য প্রয়াত হয়েছেন। তার আকস্মিক মৃত্যু এই পরিবারের কর্ত্রী জেবুন্নেছা আর তার দুই পুত্র-পুত্রবধূ-নাতনীর জন্য যেন এক পুনর্মিলনীর উপলক্ষ হয়ে উঠে। কিন্তু এই পারিবারিক পুনর্মিলনীতে সহসাই নিদারুণ আঘাত হয়ে আসে একটি সংবাদ।

পারিবারিক উকিল জানান, আকতারুজ্জামান তার সম্পত্তির একটি বড় অংশ উইল করে লিখে দিয়ে গেছেন এক নারীকে, যাকে এই পরিবারের কেউ চেনেনা। বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের জীবনভর অর্জিত মর্যাদা প্রশ্নের মুখে পড়ে যায়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘যোগ বিয়োগ’।


সরওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। আর এতে জুটি বেঁধেছেন ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী আনিকা কবির শখ ও অভিনেতা আফরান নিশো। এছাড়াও রয়েছেন মিতা চৌধুরী, সুষমা সরকারসহ অরো অনেকে। নাটকটি আগামী শনিবার, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।


এক রানের হারের ম্যাচে মাশরাফিদের জরিমানা

Logoআপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
এবি ক্রীড়া ডেস্ক
স্লো ওভার রেটের কারণে জরিমানার শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশারফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের সদস্যরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ধীর গতির ওভার রেটের কারণে এই জরিমানা করেছে আইসিসি।

শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। তাই নিয়ম অনুযায়ী আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং মাশরাফিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন। মাশরাফি এ বিষয়ে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।


উল্লেখ্য, ম্যাচটিতে ভারতের বিপক্ষে ১ রানে হারে বাংলাদেশ। এছাড়া টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে একই রকম ঘটনার পুনরাবৃত্তি করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন মাশরাফি। এদিকে বেঙ্গালুরুতে ম্যাচ শেষে গতকাল কলকাতায় ফিরেছে বাংলাদেশ দল। আগামীকাল ইডেন গার্ডেনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের কাছে হারের ফলে সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় কিউইদের বিপক্ষে ম্যাচটি মাশরাফি বহিনীর জন্য কেবলই আনুষ্ঠানিকতা।


বন্যার স্বাধীনতা পদক জয়ে সংবর্ধনা

Logoআপডেট:
শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬




1
এবি প্রতিবেদক
বাংলাদেশের
সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন দেশ বরেণ্য
রবীন্দ্রসংগীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা।





২৪ মার্চ (বৃহস্পতিবার) তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। শিল্পীর এই অর্জনে তাকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ
রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা।





আজ শুক্রবার, ২৫ মার্চ এ অনুষ্ঠানটি হবে শাহবাগের গণগ্রন্থাগারের
সেমিনার হলে। বিকাল সাড়ে পাঁচটার এ আয়োজনে উপস্থিত থাকবে দেশের প্রায় সব
কয়টি রবীন্দ্রসংগীতবিষয়ক সংগঠন। জানিয়েছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী
সংস্থার সভাপতি ও শিল্পী তপন মাহমুদ। এবারের স্বাধীনতা পদক পাচ্ছেন বিনোদন
অঙ্গনের দুই গুণী শিল্পী। বন্যা ছাড়াও অপরজন হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব
হাসান ইমাম।


তিন ফরমেটে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান কারা?

Logoআপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০১৬
এবি ক্রীড়া প্রতিবেদক
অনেক ক্রিকেটপ্রেমীদের মনে একটি প্রশ্ন জাগে; টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার কৃর্তিত্ব গড়লেন কারা। তবে চলুন জেনে নেওয়া যাক, সেই সফল ক্রিকেট তারকাদের নাম।


২৫ মার্চ, ১৯৯৯ সাল। ইতিহাসে প্রথমবারের মত কোন বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনার মেহরাব হোসেন অপি। ওয়ানডে ক্রিকেটে সেটাই বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। ঠিক এর পরের বছরেই নিজেদের প্রথম টেস্টেই প্রথম টেস্ট সেঞ্চুরিরও দেখা পেয়ে যায় বাংলাদেশ। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সেই ১৪৫ রানের ইনিংসটা রীতিমত ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে।


বাকি ছিল কেবল ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেটের সেঞ্চুরি। তবে, এবার হল সেই অপেক্ষার অবসান। নিজেদের ৫৮ তম টি-টোয়েন্টিতে এসে অপেক্ষার অবসান ঘটালেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তিনি ছিলেন দারুণ ফর্মে। ওমানের বিপক্ষে ধর্মশালাতে যেন তার ব্যাট আরও খানিকটা চড়াও হল। তাতে জ্বলে-পুড়ে ছাড়খাড় হল নবাগত ওমান। ওপেনিং পজিশনে নেমে খেললেন ইনিংসের শেষ বল অবধি। তাতে, ৬৩ বল খেলে করলেন ১০৩ রান। ইনিংসে ছিল ১০ টি চার ও ৫ টি ছক্কা।


সেঞ্চুরি করার পর তামিম জানালেন কোচ চান্দিকা হাতুরুসিংহেকে আগেই বলে রেখেছিলেন, এবারই হবে সেঞ্চুরি। বললেন, ‘আমি কোচকে (চান্দিকা হাতুরুসিংহে) কথা দিয়ে রেখেছিলাম সেঞ্চুরি করবো। আমাদের বলা ছিল, প্রথম তিন জন ব্যাটসম্যানকে লম্বা সময় ধরে ব্যাট করতে। সেটা আমি করতে পেরেছি। তার জন্য অবশ্যই ভাল লাগছে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের ইতিহাসে এটি ২৫তম সেঞ্চুরির রেকর্ড।


মজার ব্যপার হল এই সেঞ্চুরির সুবাদে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। এছাড়া চলতি বিশ্বকাপে এখন অব্দি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানটিও তামিম ইকবাল। গত তিনটি ম্যাচের একটিতে মাত্র আউট হয়েছেন বাংলাদেশের এই বিধ্বংসী ব্যাটসম্যান। তাও ২৬ বলে ৪৭ রান করে আউট হয়েছেন। বাকি দুটি ম্যাচের একটিতেও তামিম ইকবালকে সাজঘরের পথ দেখাতে পারেননি প্রতিপক্ষ দলের বোলাররা। বরং প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ছড়ি ঘুড়িয়েছেন তামিমই। অবিশ্বাস্য ভাবে ৩ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ২৩৩ রান। যা এবারের আসরের এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোর। তামিমের সর্বোচ্চ সংগ্রহ ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ব্যাটসম্যান আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। তিনি ৩ ম্যাচে এক হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ১৪২ রান। তার সর্বোচ্চ স্কোর ৬১; ব্যাটিং গড় ৪৭.৩৩।


এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ছক্কা মারার দিক থেকে রিয়াদকে ছাড়িয়ে গেলেন তামিম। রবিবার ধর্মশালা স্টেডিয়ামে ওমানের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের ছক্কা ছিলো ২০টি। অন্যদিকে রিয়াদের ছক্কা ছিলো ২৪টি। এইদিন মোট ৫টি ছক্কা মেরে রিয়াদকে পেছনে ফেলেছেন বাঁহাতি এই ওপেনার। টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল ৪৯টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৫টি ছক্কা মেরেছেন। এই ফরমেটে বাংলাদেশের হয়ে ছক্কা মারাতে তৃতীয় অবস্থানে আছেন সাকিব। তিনি ৫০ ম্যাচ খেলে ২৩ ছক্কা মারেন। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হাকিয়েছেন ২১টি ছক্কা!


উল্লেখ্য,  টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে ১৩ মার্চ ওমানের বিপক্ষে দুই উইকেট হারিয়ে ১৮০ রান করে সাকিব-তামিমরা। ১৮০/২ রানের এই ইনিংসটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে করা ১৭৫/৬ রানই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। আজ সেটা চলে গেল দ্বিতীয় অবস্থানে। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সেরা ইনিংস হচ্ছে ১৬৫/৪ (২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে করা।)। এর পরেই আছে ২০০৯ সালে ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে করা ১৫৫/৮ রানের ইনিংসটি।

সুপার টেন-এ যাদের সাথে লড়বে বাংলাদেশ

Logoআপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০১৬
এবি ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডস ও ওমানকে বড় ব্যবধানে হারিয়ে “টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬” এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

বাচাই পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৫৪ রানের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নিল টাইগাররা। আগামী ১৫ মার্চ মঙ্গলবার স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্বের। সুপারটেন এর প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ৩ এপিল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।


গ্রুপ দুই'য়ে পড়েছে বাংলাদেশ। মূল পর্বে গ্রুপ দুই'য়ে বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম খেলা ১৬ মার্চ বুধবার পাকিস্তানের সাথে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। তৃতীয় ম্যাচে ২৩ মার্চ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যু সেই ব্যাঙ্গালুরু। আর সবশেষ ম্যাচে ২৬ মার্চ কলকাতায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তামিম-সাকিবরা।


সুপার টেন পর্বে বাংলাদেশের ফিকশ্চার

তারিখ                     ম্যাচ                           ভেন্যু                                       সময়



১৬ মার্চ                বাংলাদেশ-পাকিস্তান                 কলকাতা                                  বিকেল সাড়ে তিনটা


২১ মার্চ                বাংলাদেশ-অস্ট্রেলিয়া                 ব্যাঙ্গালোর                                   রাত আটটা

 
২৩ মার্চ                বাংলাদেশ-ভারত                   ব্যাঙ্গালোর                                    রাত আটটা


২৬ মার্চ               বাংলাদেশ-নিউজিল্যান্ড                কলকাতা                                 বিকেল সাড়ে তিনটা

হৃতিকের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া

Logoআপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০১৬
এবি ডেস্ক
প্রথমবারের মতো হৃতিক রৌশনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের হার্টথ্রুব নায়িকা আলিয়া ভাট।

জানা গেছে, ‘আশিকি-থ্রি'তে হৃতিকের নায়িকা হচ্ছেন আলিয়া। প্রথমে নাকি এই ছবির অফার পেয়েছিলেন সোনম কাপুর। কিন্তু সময় সমস্যায় পিছিয়ে যান নায়িকা।

পরিচালকের দ্বিতীয় পছন্দ ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু হৃতিক নাকি কঙ্গনার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ নন। তাদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল বলিউডে। সে কারণে কঙ্গনাও বাদ পড়েন এই ছবি থেকে। এরপর অফার আসে আলিয়ার কাছে। আর তাতে নাকি একবারেই রাজি হয়েছেন মহেশ-কন্যা। সত্যিই যদি এই ছবিতে আলিয়া অভিনয় করেন তবে নতুন এক জুটিকে দর্শকরা পর্দায় পাবেন।

কলকাতায় শাকিব, ঢাকায় জিৎ

Logoআপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
‘শিকারী’ ছবির শুটিংয়ে আংশ নিতে ভারতে গেলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

শুক্রবার রাতে প্রায় এক মাসের জন্য দেশ ছেড়েছেন ঢালিউউ কিং। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘শিকারী’ ছবির শুটিং।

প্রথম দফায় টানা কয়েক সপ্তাহ কলকাতায় ছবির দৃশ্য ধারণের কাজ চলবে। তারপর পুরো ইউনিট যাবে ইউরোপে। সঙ্গে থাকছেন শাকিব খানও। তবে মাঝে দুই দিনের বিরতি দেশে আসার কথা রয়েছে তার। কলকাতা যাওয়া প্রাক্কালে শাকিব জানান, এক মাসের জন্য ঢাকা ছাড়ছেন তিনি। মূলত বড় বাজেট ও যৌথ প্রযোজনা হওয়ার কারণেই সময় নিয়ে কাজটি করতে যাওয়া। ‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। ছবিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, মনজুরুল আলম এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, লিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।


অন্যদিকে টালিগঞ্জের সুপারহিট নায়ক জিৎ এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন।  শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। রোববার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর বাদশা ছবির শুটিংয়ে অংশ নেন টালিউডের এই জনপ্রিয় নায়ক। ছবিটিতে জিৎ এর নায়িকা হিসেবে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশ থেকে আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব। জিৎ-ফারিয়ার ‘বাদশা’ চলচ্চিত্রের শুটিং হবে নারায়াণগঞ্জের পানাম সিটি ও গাজীপুরের হোতপাড়ায়। প্রথম দফায় এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন জিৎ।

‘মধ্য রাতে সাত মাইল’

Logoআপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
নতুন বিয়ে করেছে ইমরান,  স্ত্রী সন্তান সম্ভাবা,  যুদ্ধ শুরু হয়েছে,  শহর থেকে সবাই প্রায় গ্রামমুখী।

ইমরানের যুদ্ধে যাওয়ার ইচ্ছে কিন্তু মা’র কথা স্ত্রীর এই অবস্থায় স্ত্রীকে ফেলে যুদ্ধ যাওয়া যাবে না। এর মধ্যেই খবর আসে আজ রাতেই পাক সেনারা হানা দেবে। বাধ্য হয়ে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে পা বাড়ায়।

রাতের আঁধারে নৌকা করে পরে সাত মাইল হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে। কিন্তু শেষ পর্যন্ত ইমরানের স্ত্রী ও নবজাতক সন্তান স্বাধীন দেশের মুক্ত আলো দেখতে পাবে তো? রাবেয়া খাতুনের এমন একটি গল্প নিয়েই নির্মিত হলো স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘মধ্য রাতে সাত মাইল’। এতে জুটিবদ্ধ হয়েছেন তৌকির আহমেদ ও জেনি। চ্যানেল আই এর জন্য নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম।


‘মধ্য রাতে সাত মাইল’ নাটকটি প্রচার হবে আগামী ২৬ মার্চ রাত ৭টা ৫০ মিনিটে ‘চ্যানেল আই’তে। এ নাটকে আরো অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, রজত, শফিক খান দিলু প্রমুখ।

নওশাবার ‘বৃত্তে বিষবৃক্ষ’

Logoআপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
এবার ‘বৃত্তে বিষবৃক্ষ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী কাজী নওশাবা।

এ বিষয়ে নওশাবা বলেন, ‘সবাই স্বল্পদৈর্ঘ্য এর পরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে। আমি করছি উল্টোটা। এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের অফার পেয়েছি। গল্প ভালো লাগেনি বলে করা হয়নি। কিন্তু শ্যামল শিশিরের গল্পটি এত ভালো লেগেছে যে না করতে পারিনি।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৃত্তে বিষবৃক্ষ’ এর চিত্রনাট্য লিখেছেন শ্যামল শিশির। শিশির বলেন, ‘আমার বিগত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর মতো এবারও নিরীক্ষা ধর্মী কাজ করব। তবে এবারের চিত্রনাট্য গল্পকেন্দ্রিক হবে। এখানে দর্শক সরল একটি গল্প দেখবে। কিন্তু পুরো চলচ্চিত্রটি দেখার পর গল্পটি আর গল্প না থেকে দর্শকের জীবন বাস্তবতা এবং ভবিষ্যৎ ভাবনার অংশ হয়ে দাঁড়াবে।’ নির্মাতা জানান, চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্র রুদ্র ও নীলা। নীলা চরিত্রে অভিনয় করবেন নওশাবা। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর থিয়েটার এবং নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র-ছাত্রীরা।


প্রসঙ্গত, কাজী নওশাবা বর্তমানে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা এ্যাটাক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রুপালী পর্দায় তার অভিষেক হয় তিন বছর আগে আশরাফ পরিচালিত ‘উধাও’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে। মুক্তির অপেক্ষায় আছে খিজির হায়াৎ খানের ‘প্রতিরুদ্ধ’ আর ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’।

থাইল্যান্ডের হাসপাতালে সুজানা

Logoআপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
অবসর পেলেই দেশের বাইরে ঘুরতে যান জনপ্রিয় মডেল অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা।

এবারও তিনি দেশের বাইরেই আছেন, তবে ঘুরতে নয়। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই অভিনেত্রী। এন্ডোসকপি ও পাকস্থলী পরীক্ষা করাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

তবে এখনো পরীক্ষার রিপোর্ট আসেনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।  এ বিষয়ে সুজানা বলেন, ‘এখনো চিকিৎসকরা কিছু বলেননি। আশা করছি, সিরিয়াস কিছু ঘটবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার ভালোবাসা নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চাই।’ সুজানা আরো যোগ করেন, ‘এ মুহূর্তে আমার আব্বুকে খুব মিস করছি। আব্বু না-ফেরার দেশে চলে না গেলে হয়তো তিনি আমার এখন পাশে থাকতেন।’ এদিকে, চিকিৎসা শেষে ২২ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান সুজানা।


ব্যাংককে যাওয়ার আগে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ চলছিল তার। এগুলোর মধ্যে রয়েছে ‘নন স্টপ’‘এই শহরে’ ও ‘রোড নম্বর ৭ বাড়ি নম্বর ১৩’। ফিরে এসে আবারও নিয়মিত হবে সুজানা। এদিকে নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত এ অভিনেত্রী। সম্প্রতি একটি বৈদ্যুতিক পণ্যের মডেল হিসেবে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সুজানা। বিজ্ঞাপনচিত্রটি ভারতে নির্মাণ হবে। এ প্রসঙ্গে সুজানা বলেন, অনেক দিন হয়েছে নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করি না। তবে আমি তো এভাবেই চলে আসছি। ভালো কাজ না হলে করি না। যেমন ভালো পণ্য, নির্মাতা, বাজেট এর সব সমন্বয় না হলে বিজ্ঞাপনে কাজ করাটা হয়ে ওঠে না। কারণ, এটা দিয়ে আমি ক্যারিয়ার শুরু করেছি। তাই মানের দিকে শতভাগ খেয়াল রাখি। শুধু বিজ্ঞাপনে নয়, নাটক কিংবা টেলিছবি যেকোনো কাজের ক্ষেত্রেই আমি অনেক বেশি চুজি। নতুন এ বিজ্ঞাপনটি কাজের ধরন আমার বেশ ভালো লেগেছে। সবকিছু মনের মতো হয়েছে। আশা করছি ভালো কিছু নিয়ে দর্শকের মাঝে উপস্থিত হতে পারবো।

গীতিকার মাসুদ করিম স্মরণে বর্ণাঢ্য আয়োজন

Logoআপডেট: শনিবার, ১২ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
আজ ১২ মার্চ ২০১৬ বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশের বিশিষ্ট গীতিকার প্রয়াত মাসুদ করিম স্মরণে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মাসুদ করিম এর স্ত্রী এবং মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি দিলারা আলো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট, গীতিকার, সুরকার ও শিল্পীবৃন্দ।

এবারে মাসুদ করিম সম্মাননা পেলেন ২৫জন গুণী শিল্পী। যথাক্রমে- শিল্পী ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফৌজিয়া খান, ফরিদা পারভীন, শাহীন সামাদ, আবিদা সুলতানা,রুমানা ইসলাম শ্রাবনী, ডলি ইকবাল, সৈয়দ আব্দুল হাদী, আব্দুল জব্বার, খুরশিদ আলম, শ্রীকান্ত আচার্য্য, কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, তিমীর নন্দী, শুভ্র দেব, কাদেরী কিবরীয়া, মাকসুদ, এম এ শোয়েব, আলম খান, শেখ সাদী খান, গাজী মাজহার, শাফাৎ খৈয়াম এবং কাজী আনোয়ার হোসেন।

সম্মাননা প্রদান শেষে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রীনাত ফৌজিয়ার পরিবেশনায় সেতার বাদন এবং সংগীত পরিবেশন করেন মাসুদ করিমের কন্যা সিনথিয়া ও কন্ঠ শিল্পী সূচিত্রা সুত্রধর, রুখসানা আক্তার রূপসা, শুভ্রদেব, এম এ মোমেন, শাহীন, জাহাঙ্গীর সাঈদ এবং শিশুশিল্পী সিনথি।

শুভ-জন্মদিন ঝুনা চৌধুরী

Logoআপডেট: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
এবি ডেস্ক
নাট্যাঙ্গনের অনন‌্য এক উজ্জ্বল নক্ষত্রের নাম ঝুনা চৌধুরী। একজন দক্ষ সংগঠক, অভিনেতা, সুবক্তা সর্বপরি সুহাসি-সুভাষীর অধিকারী একজন বিচক্ষণ নাট্য অবিভাবক তিনি।

১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালীন প্রথম নাটকের দল থিয়েটারের হয়ে কাজ শুরু করেন।

সে বছরই প্রথম আবদুল্লাহ আল-মামুনের রচনা ও নির্দেশনায় 'এখনই সময়' নাটকে অভিনয়ে তার অভিষেক ঘটে। এ নাটকে ঝুনা চৌধুরী'র চরিত্রটি ছিল একজন শ্রমিকের। এরপর সৈয়দ শামসুল হকের "পায়ের আওয়াজ পাওয়া যায়" এবং আবদুল্লাহ আল-মামুনের "এখনো ক্রীতদাস" ছাড়া থিয়েটারের হয়ে আরও একাধিক নাটকে কাজ করেন।

১৯৮৯ সালে থিয়েটার থেকে বেরিয়ে গঠন করনে নাট্যকেন্দ্র। এই দলের হয়ে ১৯৯২ সালে প্রথম বিচ্ছু নাটকে অভিনয় করনে স্বপ্রতীভ ঝুনা চৌধুরী। নাটকটি এবং তার অভনিয় সে সময় মঞ্চে ব্যাপক সাড়া জাগিয়েছিল। একে একে নাট্যকেন্দ্রের ক্রসিবল, প্রতিসরণ, আরজ চরিতামৃত, ডালিম কুমার -এ অসাধারণ অভিনয়ে মঞ্চ মাতান। শুধু মঞ্চেই নয়, শিল্প-সংস্কৃতির যৌক্তিক অধকিার আদায়ে রাজপথেও তার বিরল নেতৃত্ব জাতিকে হৃদ্ধ করছে। তিনি আইটিআই বাংলাদেশ কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জাতিয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।