সাব্বিরের পিতৃ বিয়োগ

Logoআপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

এবি প্রতিবেদক
বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি হাসপাতালে মীর সাব্বিরের বাবা মীর মাহবুবুল আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৯ জুলাই মীর সাব্বিরের বাবা স্ট্রোক করলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বাবার জন্য দোয়া চেয়ে মীর সাব্বির বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেস্ত নসীব করেন। বাদ জুম্মা রাজধানীর সাইন্সল্যাব মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বরগুনার উদ্দেশে। শনিবার সকালে বরগুনায় দ্বিতীয় নামাজে জানাজা ও বরিশালে বাদ যোহর তৃতীয় নামাজে জানাজার পর গোরস্থান রোডে পারিবারিক কবরস্থানে মীর সাব্বিরের দাদার কবরে তার বাবাকে দাফন করা হবে।

লেডি গাগার ৩ লাখ ডলারের জুতা!

Logoআপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
এবি ডেস্ক
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। তিন লাখ ডলারের জুতা পায়ে দেন এই গায়িকা!

সবাইকে চমকে দিয়ে তিনি ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার খরচে কিনলেন একজোড়া জুতা! সম্প্রতি প্রয়াত ডিজাইনার আলেক্জান্ডার ম্যাককুইনের সর্বশেষ কালেকশন 'আর্মাডিলো বুট' নিলামে তোলা হয়।

'ইউনিসেফ'র সহযোগিতার জন্য এ নিলামের আয়োজন করে 'ক্রিসটাই'। সেখানে নিলামে তোলা তিন জোড়া জুতাই কেনেন লেডি গাগা। জুতা তিনটির প্রতি জোড়ার মূল্য ধরা হয়েছিল ১০ হাজার ডলার। কিন্তু সব জুতা জোড়া নিজের করে নিতে চেয়েছিলেন গাগা। তাইতো ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার দিয়ে জুতা জোড়াগুলো কিনে নেন এ তারকা। জুতা জোড়াগুলো কাঠ এবং অজগরের চামড়া দিয়ে তৈরি। ইতালিতে তৈরি এ জুতাগুলো অবয়বের কারণে 'আর্মাডিলো' নামে পরিচিত।

বড়-সড় একটি আন্তর্জাতিক নাট্যোৎসব করার প্রস্তুতি চলছে

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

বিনোদন মিডিয়ার জনপ্রিয় অভিনেতা, নাট্যনির্দেশক এবং আদর্শিক একজন সংগঠক তিনি। ‘মঞ্চ-টেলিভিশন-চলচ্চিত্র’ তিনক্ষেত্রেই বীরদর্পে পথচললেও তার কাছে মঞ্চই সাচ্ছন্দের জায়গা। বলছি নাট্যজন তারিক আনাম খানের কথা।

দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামায় উচ্চ শিক্ষা নিয়ে পরবর্তীতে ১৯৯০ সালে তিনি থিয়েটার সংগঠন ‘নাট্যকেন্দ্র’ প্রতিষ্ঠা করেন।

আসছে অক্টোবরেই বর্ণাঢ্য আবহে পালিত হবে নাট্যদলটির ২৫তম বর্ষপূর্তি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাসঙ্গিক নানা বিষয়ে আজকের ‘হ্যালো শুনছেন?’ বিভাগে কথা বলেছেন তিনি। যার চুম্বক নির্যাস তুলে ধরছেন- ফারুক হোসেন শিহাব

নাট্যকেন্দ্রের ২৫তম বর্ষপূর্তিকে ঘিরে কি ধরণের আয়োজন থাকছে?
সপ্তাহব্যপী বড়-সড় একটি আন্তর্জাতিক নাট্যোৎসব করার প্রস্তুতি চলছে। যেখানে দেশীয় দলের পাশাপাশি একাধিক বিদেশী নাট্যদলকে রাখার পরিকল্পনা করছি। এজন্য কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। নাটক মঞ্চায়ন ছাড়াও নাট্যবিষয়ক আলোচনা-সেমিনার তো থাকবেই।

আয়োজনকে ঘিরে দল থেকে নতুন কোন প্রযোজনা মঞ্চে আনছেন কি?
উৎসবে দলের ব্যানারে ছোট দুটি নাটক আনা হবে। মিসরীয় একজন নাট্যকারের লেখা থেকে নাটক দুটির নাট্যরুপ ও নির্দেশনা দিচ্ছি আমি নিজেই। সমসাময়িক প্রেক্ষাপটে গড়ে ওঠা দুটি নাম ‘মিসরের বন্দুকযুদ্ধ’ ও ‘গাদার হাট’। আসছে ঈদুল আযহার পরপরই মঞ্চে আসবে বলে প্রত্যাশা করছি।

যে ধরণের আগ্রহ ও বিশ্বাস নিয়ে নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠা, বাস্তবতায় তার কতটা প্রতিফলিত হয়েছে বলে মনে করেন?
অদর্শিক এবং শিল্পের ভিন্নতর একটা ভাবনা ও প্রয়োগের প্রয়াসে আমাদের যাত্রাশুরু। আমরা সবসময় চেয়েছি নতুন নাট্যকর্মীদের নিয়ে কাজ করবো। চেয়েছি নাটকের একটা তারুণ্যদীপ্ত প্রজন্ম গড়ে উঠবে। তা আমরা করেছিও। আমাদের অনেক নাট্যকর্মীই এখন বিভিন্ন পর্যায়ে সুপ্রতিষ্ঠিত।

আমাদের নাট্যাঙ্গনের বর্তমান অবস্থাকে কিভাবে দেখছেন? 
বিষয় বৈচিত্রতা ও উপস্থাপনার দিক থেকে আমাদের থিয়েটার ভালোই এগিয়েছে। তবে নিরিক্ষার প্রশ্নে আমরা অনেকটা পিছিয়ে আছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে। বিশেষ করে দর্শকদের হৃদয়গ্রাহী হওয়ার মতো প্রযোজনার মধ্য দিয়ে তাদেরকে আরও উৎসাহী করে তুলতে হবে।

আপনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক। সংগঠনটির কার্যক্রমে স্থবিরতার কারণ কি? 
সত্যিকার অর্থে সংশ্লিষ্ট সবার নানাবিদ ব্যস্ততা এবং চলমান নানান সমস্যার কারণে আমাদের সাংগঠনিক কাজে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। একটি বড় কারণ হলো আমাদের বিনোদন মিডিয়ায় এক ধরণের গোলমাল চলছে। এটি যদিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বস।

এরই মধ্যে আপনি বিকল্পধারার বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাণিজ্যিকধারার চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ক্ষেত্রে আগ্রহ কেমন?
চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে আমি খুবই আগ্রহী। এরই মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে সর্বমহলে ব্যপক সাড়াও পেয়েছি। অশ্লীলতাসহ নানা কারণে এর আগে বাণিজ্যিকধারার চলচ্চিত্রে সেভাবে কাজ করিনি। কেননা, আমি সবসময় অপসংস্কৃতি ও অশ্লীলতাবিরোধী। কিন্তু ভালো চলচ্চিত্রেতো অবশ্যই কাজ করবো।

বিনোদন মিডিয়ার সংকটগুলোকে কিভাবে দেখছেন?
আমাদের মঞ্চে দর্শক না বাড়ার মূল কারণই হলো নগরীর অস্বাভাবিক জ্যাম। গুলশান, বনানী কিংবা উত্তরা থেকে একজন দর্শক জ্যামের ভয়েই মানুষ নাটক দেখতে আসেন না। এসব এলাকায় স্থায়ীমঞ্চ নির্মিত হলে সেই সংকট থাকবেনা। পাশাপাশি টিভি মিডিয়ায় অনেকগুলো চ্যনেল হয়ে যাওয়ায় কাজে ও মানে একধরণের বিশৃংখলা দেখা দিয়েছে। অপরদিকে, এটি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রধান সেলুলয়েড হলো চলচ্চিত্র। এ মাধ্যমটি এখন নানা সংকট-সীমাবদ্ধতায় জর্জরীত। এসব বিষয়ে সরকার এবং এর সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভাবতে হবে। প্রতিবেশী দেশ ভারতে একটি চলচ্চিত্রের আয়কে প্রযোজক, পরিবেশক এবং সরকার তিনভাগ করে সমানভাবে নিয়ে থাকে। এর কারণ হলো সরকার সেখানে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিয়ে সেই পরিবেশ তৈরি করেছে। আমাদের সরকারকেও প্রেক্ষাগৃহ সংস্কারসহ পরিকল্পিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে চলচ্চিত্রশিল্পকে সেই জায়গায় নিয়ে যেতে হবে।

          কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

এবি প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের ধারাবাহিকতায় ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার বিকেল ৫ টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান।

একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আসরে অংশনেন দেশবরেণ্য কবিগণ।

অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন শিল্পী ইয়াসমীন আলী-একি রিম ঝিম রিম ঝিম ও বর্ণে গন্ধে ছন্দে আনন্দে ২টি সঙ্গীত ও রোকসানা আক্তার রূপসা- খাঁচার ভিতর অচিন পাঁখি ও কে যাসরে ভাটির গাঙ্গে ২টি সঙ্গীত পরিবেশন করেন।

কবিতা পাঠ করেন- কবি সৈয়দ শামসুল হক-বঙ্গবন্ধুর সমাধীতে, নির্মলেন্দু গুণ, মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ সামাদ-আমি স্বপ্ন দেখলেই তুমি, কেন তোমাকে নেবোনা, তবে কি পূর্বজন্মে রাধা ছিলো, তোমার অরুনা, শান্তিনিকেতনে ও ধর্ম, ভূঁইয়া সফিকুল ইসলাম-এসা বীনাপানি, দুঃসহ ও কালবেলা, শফিক আলম মেহেদী-, আলম তালুকদার, রবীন্দ্র গোপ-কাঁদো বাঙ্গালি কাঁদো ও পুরনো পোশাকের জীবন যাপন, রোকেয়া খাতুন রুবী-কবিতার স্কেচ ও যে নদী নদীর মত ও শাহজাদী আনজুমান আরা-অন্যরকম কথা ও দূরত্ব। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আবৃত্তি শিল্পী শাহাদাৎ হোসেন নিপু।

আসছে মারুফ-তানিনের ‘বারুদ’

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক 
প্রথমবারের মতো নবাগতা তানিন সুবহার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক কাজী মারুফ।

সম্প্রতি ‘বারুদ’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। নির্মাতা রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট এফডিসিতে।

কাজী হায়াতের গল্পে ছবিটিতে দেখা যাবে, একজন পুলিশ এবং একজন গুন্ডার বিভিন্ন কর্মকান্ড। মহরতের পর ১ অক্টোবর থেকে টানা শুটিং করে শেষ করা হবে ছবিটির শুটিং। ছবিটির শুটিং করা হবে ঢাকা, সাভার, কক্সবাজার এবং রাঙ্গামাটির বিভিন্ন লোকেশনে। ছবিটির পরিচালক রকিব বলেন, ‘কয়েকদিন হলো বেশ কিছু চলচ্চিত্রের কাজ শেষ করলাম। এখন আবার ‘বারুদে’র শুটিং শুরু করতে যাচ্ছি। কাজী হায়াতের গল্পে ছবিটিতে কয়েকজন নতুন শিল্পীকে দেখতে পাবে দর্শক।

টানা শুটিং শেষ করার ইচ্ছা রয়েছে। এ বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।’ ছবিটিতে থাকা ছয়টি গানের মধ্যে ৪ আগস্ট একটি গানে কন্ঠ দেবেন কিশোর ও নাওমী। সবগুলো গানের কম্পোজিশন করবেন ইমন সাহ ও শওকত আলী ইমন। গানগুলো লিখেছেন কবির বকুল। ড্রীম বার্ডের ব্যনারে ছবিটিতে কাজী মারুফ ও তানিন সুবহা ছাড়া আরো অভিনয় করবেন মিজু আহমেদ, প্রীতিসহ আরো অনেকে।

সংসার ভাঙল ব্রিটনির

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
এবি ডেস্ক
সন্তানের কারণে শেষপর্যন্ত বিচ্ছেদের মত কঠিন সিদ্ধান্ত নিল ব্রিটনি-চার্লি দম্পতি। জানা গিয়েছে, ব্রিটনি ফের মা হতে চেয়েছিলেন। কিন্তু ব্রিটনির সেই প্রস্তাবে রাজি হয়নি তার স্বামী চার্লি।


ব্রিটনির দুই সন্তান রয়েছে। যাদের বাবা ব্রিটনির প্রাক্তন স্বামী কেভিন ফেডেরলাইন। তবে বর্তমান সঙ্গী, চার্লির সঙ্গেও সন্তানসুখ ভাগ করে নিতে চেয়েছিলেন ব্রিটনি।

চেয়েছিলেন বড় এবং সুখী পরিবার। কিন্তু চার্লি অগ্রাধিকার দিয়েছেন কেরিয়ারকে। তাঁর বক্তব্য, তিনি এবং ব্রিটনিÍ দু’জনই এখন কেরিয়ারের মধ্যগগনে। এমনকী, তিনি ব্রিটনিকে এ-ও জানিয়ে দেন, সন্তানগ্রহণের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁদের সম্পর্কে আদৌ কখনও আসবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দু’জনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এর পর আর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাননি ব্রিটনি।

ফের চলচ্চিত্রে নাঈম-শাবনাজ

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫


এবি প্রতিবেদক

দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রে ফিরছেন নব্বয়ের দশকে ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ।

জানা গেছে, তারা আবারো চলচ্চিত্রাঙ্গনে নিয়মিত হচ্ছেন। তবে এবার পর্দায় নয় বরং অন্তরালে থেকে কাজ করতে চান। চিত্রনায়ক নাঈম চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।


প্রয়াত বরেণ্য পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনী (১৯৯১) চলচ্চিত্রটি পূর্ণনির্মাণ করবেন নাঈম। নাঈম-শাবনাজ জুটির চলচ্চিত্রে অভিষেক হয় এ সিনেমাটির মাধ্যমে। সে সময় চলচ্চিত্রটি দারুণ ব্যবসায়িক সফলতা পায়। এর পর এ জুটি বহু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। জানা যায়, এহতেশাম ১৯৬৭ সালে নাদিম-শাবানাকে নিয়ে নির্মাণ করেছিলেন চকোরি। এটি নির্মাণের দুই যুগ পর তিনি নির্মাণ করেছিলেন চাঁদনী। এবারে সেই সিনেমাটির দুই যুগ পর এবার চিত্রনায়ক নাঈম নিজেই নির্মাণ করতে যাচ্ছেন ছবিটি।


বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং নাঈম। তিনি মিডিয়াকে জানিয়েছেন, ‘সময়োপযোগী গল্প নিয়েই ১৯৯১ সালের চাঁদনীর আধুনিক রূপ দিয়ে নির্মাণ হবে। এর গল্পের বিন্যাস, চিত্রনাট্য এবং নির্দেশনা আমারই থাকবে।’ এদিকে সিনেমাটির জন্য প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন এক জোড়া নতুন মুখ। এ জন্য শুরু হয়েছে নতুন মুখ খোঁজার পালা। নাঈম জানান, যদি এর মধ্যে যোগ্য নতুন এক জোড়া মুখ পাওয়া যায় তবে আসছে অক্টোবর মাস থেকেই চাঁদনী চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

নাঈম আরও জানান, তার নির্দেশনায় নির্মাণ পরিকল্পিত চাঁদনীতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করবেন। তবে শাবনাজ অভিনয় করবেন কিনা তা নিশ্চিত নয় এখনও। রিমেক চাঁদনী প্রযোজনা করবেন নাঈম নিজেই। এ জুটি অভিনীত বহু দর্শকপ্রিয় চলচ্চিত্র রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোনিয়া, জিদ, লাভ, দিল ইত্যাদি। দর্শকপ্রিয় এ জুটিকে সর্বশেষ গত ঈদে মাছরাঙা টিভির একটি অনুষ্ঠানে দেখা গেছে। সুখী দম্পতি নাঈম-শাবনাজ দুই কন্যাসন্তানের পিতা-মাতা।

আসছে মারুফ- তানিনের ‘বারুদ’

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
 2
এবি প্রতিবেদক 
প্রথমবারের মতো নবাগতা তানিন সুবহার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক কাজী মারুফ।

সম্প্রতি ‘বারুদ’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। নির্মাতা রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট এফডিসিতে।

কাজী হায়াতের গল্পে ছবিটিতে দেখা যাবে, একজন পুলিশ এবং একজন গুন্ডার বিভিন্ন কর্মকান্ড। মহরতের পর ১ অক্টোবর থেকে টানা শুটিং করে শেষ করা হবে ছবিটির শুটিং। ছবিটির শুটিং করা হবে ঢাকা, সাভার, কক্সবাজার এবং রাঙ্গামাটির বিভিন্ন লোকেশনে। ছবিটির পরিচালক রকিব বলেন, ‘কয়েকদিন হলো বেশ কিছু চলচ্চিত্রের কাজ শেষ করলাম। এখন আবার ‘বারুদে’র শুটিং শুরু করতে যাচ্ছি। কাজী হায়াতের গল্পে ছবিটিতে কয়েকজন নতুন শিল্পীকে দেখতে পাবে দর্শক।

টানা শুটিং শেষ করার ইচ্ছা রয়েছে। এ বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।’ ছবিটিতে থাকা ছয়টি গানের মধ্যে ৪ আগস্ট একটি গানে কন্ঠ দেবেন কিশোর ও নাওমী। সবগুলো গানের কম্পোজিশন করবেন ইমন সাহ ও শওকত আলী ইমন। গানগুলো লিখেছেন কবির বকুল। ড্রীম বার্ডের ব্যনারে ছবিটিতে কাজী মারুফ ও তানিন সুবহা ছাড়া আরো অভিনয় করবেন মিজু আহমেদ, প্রীতিসহ আরো অনেকে।

সংসার ভাঙল ব্রিটনির

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
 1
এবি ডেস্ক
সন্তানের কারণে শেষপর্যন্ত বিচ্ছেদের মত কঠিন সিদ্ধান্ত নিল ব্রিটনি-চার্লি দম্পতি। জানা গিয়েছে, ব্রিটনি ফের মা হতে চেয়েছিলেন। কিন্তু ব্রিটনির সেই প্রস্তাবে রাজি হয়নি তার স্বামী চার্লি।


ব্রিটনির দুই সন্তান রয়েছে। যাদের বাবা ব্রিটনির প্রাক্তন স্বামী কেভিন ফেডেরলাইন। তবে বর্তমান সঙ্গী, চার্লির সঙ্গেও সন্তানসুখ ভাগ করে নিতে চেয়েছিলেন ব্রিটনি।

চেয়েছিলেন বড় এবং সুখী পরিবার। কিন্তু চার্লি অগ্রাধিকার দিয়েছেন কেরিয়ারকে। তাঁর বক্তব্য, তিনি এবং ব্রিটনিÍ দু’জনই এখন কেরিয়ারের মধ্যগগনে। এমনকী, তিনি ব্রিটনিকে এ-ও জানিয়ে দেন, সন্তানগ্রহণের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁদের সম্পর্কে আদৌ কখনও আসবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দু’জনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এর পর আর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাননি ব্রিটনি।

সড়ক দুর্ঘটনার কবলে শুভ

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
 1
এবি প্রতিবেদক 
সড়ক দুর্ঘটনায় পড়লেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আজ বেলা সাড়ে এগারোটার দিকে পল্টন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুভর প্রাইভেট কারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি বাস। গাড়িতে ছিলেন শুভ। তবে তার শরীরের তেমন কোনও ক্ষতি হয়নি।

শুভ জানান, মৈত্রী নামের একটি বাস (মেট্রো-ব ১৭০৫) পেছন থেকে তার প্রাইভেট কারে সজোরে ধাক্কা দেয়। ফলে প্রাইভেট কারের পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার দায়িত্বরত পুলিশ অফিসারও। এমন ঘটনার পর পুলিশের সহায়তায় বাসটির চালককে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছ।

পাশাপাশি শুভর ক্ষতিগ্রস্ত গাড়িটিও থানায় নেওয়া হয়। পরে বেলা দেড়টার দিকে মৈত্রী বাসটির মালিক পক্ষ থানায় এসে শুভ’র সঙ্গে বিষয়টি সুরাহা করেন। শুভ বলেন, ‘বাস মালিক পক্ষ আমার কাছে ক্ষমা চেয়েছেন। গাড়ীর ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আর মামলা মকদ্দমায় জড়াইনি। তাছাড়া উপরওয়ালার কাছে কৃতজ্ঞ- দুর্ঘটনাটি জীবনের উপর দিয়ে যায়নি বলে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

ববিতার শুভ জন্মদিন

Logoআপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক 
সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতার জন্মদিন আজ। কিন্তু এবারের জন্মদিনটি তার কাছে অন্যরকম।

কারণ একমাত্র পুত্র অনিক ইসলামের সঙ্গে কানাডায় জন্মদিন উদযাপন করছেন তিনি। চিত্রনায়িকা ববিতার একমাত্র পুত্র অনিক ইসলাম কানাডার ওয়াটার লু বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করছেন।

তাই যখনই সুযোগ পান পুত্রের সঙ্গে সময় কাটাতে কানাডায় পাড়ি জমান দর্শকনন্দিত এই তারকা। সেই ধারাবাহিকতায় গেল মাসের শুরুর দিকে কানাডায় চলে যান ববিতা। সন্তানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর, এবার জন্মদিনও উদযাপন করছেন তিনি। এদিকে ববিতার জন্মদিন উপলক্ষে কানাডায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ববিতার নিকটজনরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এদিকে ঢাকা থেকে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার বড় বোন কোহিনূর আক্তার সুচন্দা, ছোট বোন চম্পাসহ তার ভাইয়েরাও।


উল্লেখ্য, চিত্রনায়িকা ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি। ১৯৫৩ সালে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা নিজামুদ্দীন আতাউর একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বি. জে. আরা ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরি সূত্রে তার শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে। চলচ্চিত্রাঙ্গনে প্রবেশের পর সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা। তিনি ২৫০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। তবে গেল বছর আনুষ্ঠানকি ভাবে অভিনয়কে বিদায় জানান ববিতা।

কাল মাঠে নামছে টাইগাররা

Logoআপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০১৫
 1
এবি ক্রীড়া প্রতিবেদক
২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে কাল রাজধানী ঢাকার মাঠে নামবে দু’দল । মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।


চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের ১ম টেস্টের তৃতীয় দিন পর্যন্ত বাংলাদেশ লিড ধরে রাখার পরও ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হওয়ায় ড্র হয় ম্যাচটি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের অলআউট করতে পারায় আত্মবিশ্বাসী টাইগাররা।


তাই বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক বলেন, ‘প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং- ফিল্ডিং আমাদের খুব ভালো হয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা মাঠে নামব। পরিকল্পনাগুলো মাঠে প্রয়োগ করতে পারলে সিরিজটা আমাদেরও হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এই বছরটা আমাদের ভালো গেছে। বিশেষ করে ওয়ানডেতে। চট্টগ্রাম টেস্টে ব্যাটিং-বোলিংয়ে আমরা দক্ষিণ আফ্রিকাকে ডমিনেট করেছি। ওদের অলআউট করেছি। আমরা এখন বিশ্বাস করতে শিখেছি, বিশ্বের এক নম্বর দলেরও ২০ উইকেট তুলে নিতে পারি। আশা করি, মিরপুর টেস্টে ভালো করে ভালোভাবেই সিরিজটা শেষ করতে পারব।’

তিনি বিশ্বের এক নম্বর টেস্ট দলকে নিয়ে সর্তক করে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বিশ্বের এক নম্বর দলের সঙ্গে আমরা খেলছি। ওরা ভালো জায়গায় বল করে। এটা ৫ দিনের খেলা। প্রতিটা সেশনেই ভালো করার তাগিদ থাকতে হবে। কোনো সেশনে ভালো করলাম, পরের সেশনে খারাপ করলাম- এমন যেন না হয়।’ এদিকে টাইগারদের জয় নিয়ে অনেকটা আশাবাদী হলেও টাইগারপ্রেমিদের এখন একটাই আশা যাতে চট্টগ্রাম টেস্টের মত বৃষ্টির জন্য ঢাকা টেস্টও যাতে ড্র না হয়ে যায়।