সঙ্গীতাঙ্গনের সুরক্ষায় বিএলসিপিএস'র আনুষ্ঠানিক যাত্রা

Logoআপডেট:
সোমবার, ২৫ আগস্ট, ২০১৪






এবি প্রতিবেদক
গীতিকার,
সুরকার ও শিল্পীদের অর্থনৈতিক ও নৈতিক স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ
লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফর্মার্স সোসাইটি (বিএলসিপিএস) এর
আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক জমকালো সাংবাদিক
সম্মেলনের আয়োজন করা হয়।






কপিরাইট ও মেধাস্বত্ব আইন অনুযায়ী বাংলাদেশের গীতিকার, সুরকার ও
শিল্পীরা কিভাবে সুবিধা বঞ্চিত হচ্ছেন এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে
অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএলসিপিএসের সভাপতি সংগীত
শিল্পী সাবিনা ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা, সাধারণ
সম্পাদক হামিম আহমেদ, সংগীত শিল্পী ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, আইয়ুব
বাচ্চু, শুভ্র দেব, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী
কর্মকর্তা ও বিএলসিপিএস এর আইনি পরামর্শক ব্যারিস্টার এবিএম হামিদুল
মিজবাহসহ দেশবরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পীবৃন্দ।





বিএলসিপিএসের সভাপতি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, সংগীত
স্রষ্টাদের অর্থনৈতিক ও নৈতিক তথা কপিরাইট অধিকার নিশ্চিত করার জন্য
আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘সিস্যাক’  ও ‘ওয়াইপো’  এর একাধিক কনভেনশন অনুযায়ী
পৃথিবীর বিভিন্ন দেশের অনুমোদিত কপিরাইট সোসাইটি সংগীত কর্মের স্রষ্টাদের
প্রাপ্য রয়্যালটি নিশ্চিত করার জন্য কাজ করছে।



দীর্ঘদিন ধরেই আমরা রেকর্ড কোম্পানি, টেলিফোন কোম্পানি, টিভি চ্যানেল ও
এফএম রেডিওসহ বিভিন্ন জায়গায় এবং ওয়েবসাইটে প্রচারিত আমাদের সৃষ্ট
সংগীতগুলো থেকে প্রাপ্য রয়্যালটি পাচ্ছি না। রয়্যালটি আদায়ের লক্ষ্যে
সম্প্রতি বিএলসিপিএস গঠন করা হয়েছে। যেখানে অসংখ্য কণ্ঠশিল্পী, গীতিকবি এবং
সুরস্রস্টা রয়েছেন। কপিরাইট অফিস, বাংলাদেশ থেকে এই সংগঠনের নিবন্ধন দেওয়া
হয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সংগীত
ব্যবহারের অনুমোদন এবং রয়্যালটি প্রদানের জন্য এই প্রতিষ্ঠানের কাছে
দায়বদ্ধ থাকবে।



যেহেতু এই প্রতিষ্ঠান শিল্পীদের প্রাপ্য টাকা সংগ্রহ এবং বিতরণের
দায়িত্ব নেবে সে জন্য আমরা সংগীত সংশ্লিষ্ট সকল শিল্পীদের এই সংগঠনের সঙ্গে
যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে বামবাসহ বাংলাদেশের বিভিন্ন ধারার
সংগীত কর্মীরা যুক্ত হয়েছেন।

বিএলসিপিএস এর কর্মপরিকল্পনা নিয়ে তিনি
বলেন, এই সংগঠন অত্যন্ত স্বচ্ছতার সাথে ‘সিস্যাক’ নির্ধারিত ফরম্যাট
অনুসরণে পরিচালিত হবে। শিল্পীদের প্রাপ্য রয়্যালটি অর্জনে আমরা যে বঞ্চনার
শিকার হয়েছি তা থেকে মুক্ত হয়ে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য
অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিএলসিপিএস পুরো
উদ্যোমে কাজ শুরু করলে বাংলাদেশের শিল্পী সমাজ আর দারিদ্র, অসহায়ত্বের
মুখোমুখি হবে না।

ফেসবুকের ওই একটা স্ট্যাটাসই আমার কাল হয়েছে : ন্যান্সি

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
গত
১৬ আগস্ট অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কণ্ঠশিল্পী
নাজমুন মুনিরা ন্যান্সি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে নেত্রকোনা সদর
হাসপাতালে ভর্তি করা হয় তাকে।





এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ,  সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা
হয়। পরে নেয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাসায়
ফিরেন। ২০১১ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।






সঙ্গীত জগতের জনপ্রিয় এই শিল্পীর ঘুমের ওষুধ খাওয়া নিয়ে তার ভক্তদের
মধ্যে নানা কৌতূহল জন্ম হয়েছে। ভক্তরা এ সম্পর্কে জানতে গভীর আগ্রহী।
ঘটনাটি নিয়ে সম্প্রতি বিভিন্ন গুজব রটে। ঘুমের ওষুধ খেয়ে নাকি ন্যান্সি আত্মহত্যার চেষ্টা করেছে।





এ বিষয়ে জানতে চাইলে ন্যান্সি বলেন। দেখুন, আত্মহত্যা চেষ্টার খবরটাই
মিথ্যা। ফেসবুকে আমার রাজনৈতিক অবস্থান তুলে ধরার পর থেকে একের পর এক আমার
স্টেজ শো বাতিল হচ্ছিল। রিহ্যাব ফেয়ার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শো,
হোটেল প্যালেসিয়া থেকে শুরু করে বেশ কয়েকটি বড় বড় শোতে আমন্ত্রণ জানানোর
পরও শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে আমার মধ্যে
ছিল প্রচ- হতাশা। ওই দিন রাতে কোনোভাবেই আমার ঘুম আসছিল না। আমি বোকামি করে
একের পর এক ৮-১০টি ঘুমের ওষুধ জিয়োনিল ট্যাবলেট খাই। এরপর আর কিছুই মনে
নেই।

হিল্লোল-নওশীনের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড়!

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক

ছোট
পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী হিল্লোল ও নওশীনের একটি ভিডিও ফুটেজ নিয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি ট্রেলার অব দ্য
ফেক শিরোনামের একটি চলচ্চিত্রের অভিনয় করেছেন তারা।






ধরণা করা হচ্ছে এই ভিডিওটি ঐ ছবিটি থেকে ধারণ করা হয়েছে। ভিডিওটিতে বেশ
ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ মুহূর্তের বিছানা দৃশ্যে দেখা গেছে হিল্লোল এবং নওশীনকে।


জানা গেছে দ্য ফেক শিরোনামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির ট্রেলার
এটি। অন্যদিকে হিল্লোল- নওশীনের শুভাকাঙ্খিরা বলছেন, কাহিনীর প্রয়োজনে অনেক
কিছুই করতে হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, এটি একটি স্বল্পদর্ঘ্য
চলচিত্র । কোনো বড় পর্দার বাণিজ্যিক ছবি নয়। কিন্তু কেউ কেউ বলছেন, ছবিটিতে
অন্তরঙ্গ মুহূর্তে হিল্লোল-নওশীনের এই দৃশ্যটি ফেক।






আবার ফেসবুকে কেউ কেউ লিখেছেন এটা কাটপেস্ট করে বসানো। ভিডিওটি নিয়ে
নানা ধরণের মন্তব্য করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সময়ের সঙ্গে
পাল্লা দিয়ে বেগবান হচ্ছে এই বিতর্ক। এ বিষয়ে হিল্লোল-নওশীনের সঙ্গে কথা
বলার চেষ্টা করেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র
জানিয়েছে, একটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য এটি
নির্মাণ করা হয়েছে। অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্যগুলোর সঙ্গে নওশীনের কোন
সম্পৃক্ততা নেই।

ভিডিওটি দেখতে ফেসবুক সূত্রের লিংক :



https://www.facebook.com/photo.php?v=358935317592328&set=vb.248087228677138&type=2&theater )


ইউটিউব সূত্র লিংক: http://www.youtube.com/watch?v=4ieikWF8Vyw


অন্তঃসত্ত্বা হলেও অভিনয় চালিয়ে যাবেন রানী মুখার্জি

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
অন্তঃসত্ত্বা
হলে অভিনয় থেকে বিরতি নেতে দেখা যায় অভিনেত্রীদের। কিন্তু রানী মুখার্জি
ঐসব অভিনেত্রীদের থেকে আলাদা। তার মতে অন্তঃসত্ত্বা অবস্থায়ও অভিনয় করা
যায়। আর তাই অন্তঃসত্ত্বা হলেও অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রানী।






এ বিষয়ে তার স্বামী প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ারও সর্বাত্মক সহযোগিতা
থাকবে। বিয়ের পর রুপালি পর্দার অধিকাংশ তারকারা হারিয়ে যান। সংসার সামলানো,
সন্তান লালন-পালন করা ইত্যাদি নিয়েই তাদের ব্যস্ত থাকতে হয়। তবে রানী
মুখার্জি এসব তোয়াক্কা করবেন না বলে জানিয়েছেন। তিনি মনে করেন বিয়ে তার
অভিনয় ক্যারিয়ারের কোনো রকম বাধা নয়।






শুধু তাই নয়, আদি (আদিত্য চোপড়া) খুবই সহযোগিতা পরায়ণ একজন মানুষ। তিনি
চান রানী অভিনয় করুক। তাই সন্তান ধারণের পরও চলচ্চিত্রে নিয়মিত কাজ করার
কথা জানিয়েছেন রানী।






শুধু তাই নয়; চরিত্রের প্রয়োজনে কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতেও তার
কোনো আপত্তি থাকবে না। এ প্রসঙ্গে ৩৬ বছর বয়সী রানী বলেন, 'আদি নিজেও একজন
চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা। তার মন-মানসিকতা অনেক আধুনিক। তাই আমি মনে
করি, আমার কোনো সিদ্ধান্তে সে হস্তক্ষেপ করবে না। আর আমি অভিনেেয়ক অনেক
ভালোবাসি।






সেই কারণেই মা হওয়ার পরও চলচ্চিত্র জগতে আমার যাত্রা অব্যাহত থাকবে।
সূত্রটি আরো জানিয়েছে, রানী অন্তঃসত্ত্বা কিংবা মা হওয়ার পর কি করবেন বা না
করবেন তা নিয়ে খোলামেলা কথা বলায় কেউ কেউ বলছেন, তবে কি মা হতে যাওয়ার
ইঙ্গিত দিচ্ছেন রানী। এর আগেও রানীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। এবার
সেই গুঞ্জন সত্য হয় কিনা সেটাই দেখার বিষয়। বর্তমানে রানী 'মারদানী' ছবির
প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। তথ্যসুত্র- ওয়ান ইন্ডিয়া।

প্রেমিকার মন পেতে প্রেমিকদের টিপস দিলেন নার্গিস ফাকরি

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
কয়েকদিন
আগেই প্রেম বিষয়ক টিপস দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যা পুরো বলিউডে
আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর ইমরান হাশমিও হেঁটেছেন একই পথে।






এরই ধারাবহিকতায় এবার নারীদের মন জয় করার জন্য টিপস দিলেন বলিউডের
আবেদনময়ী অভিনেত্রী নার্গিস ফাকরি। ডেটিং কী করে করতে হয়- তা ভারতীয়
ছেলেদের শেখা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।






৩৪ বছর বয়সী এ তারকা আরও বললেন, “গুজব রটেছে আমি নাকি কার সঙ্গে রাতভর
নাচানাচি করেছি। অথচ আমি তাকে চিনিই না। লোকে তো লিখেই সারা! ভালো ডেটিংয়ের
বিষয়ে জানতে চাইলে নার্গিস বলেন, “ভারতীয় ছেলেদের ডেট করা শেখা উচিৎ। খুব
একটা খরুচে হওয়ার দরকার নেই, তবে সৃজনশীলতা থাকা চাই। মেয়েটাকে ডেট এর জন্য
বলুন।






মজার একটা কিছু করুন। তবে ভুলেও কিছু আশা করা যাবে না। এটাই আসল কথা।
কখনই কিছু আশা করবেন না। একটা ভালো সময় কাটান। সুন্দর করে কথা বলুন।
নার্গিস এও স্বীকার করলেন, তিনি নিজেও এই ফর্মুলা অনুসরণ করেন এবং একটা
‘আদর্শ মান’ বজায় রেখেই ডেট করেন। এর নিচে নামেন
না!

কুমারী মা রুপে কঙ্গনা

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
এবার
কুমারী মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের 'গ্যাংস্টার' খ্যাত
অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি ‘কাট্টি বাট্টি’ শিরোনামের একটি ছবিতে
চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে কুমারী মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে।






ছবিটিতে কঙ্গনার সহশিল্পী আমির খানের ভাগ্নে ইমরান খান। এবারই প্রখম
জুটি বাঁধছেন তারা। পর্দায় ইমরানের সঙ্গে প্রেমের সময় সন্তানসম্ভবা হবেন
বলিউডের এই অভিনেত্রী।






বিয়ে এবং গর্ভধারণ এ দুই বিষয়কে মুখ্য রেখে ছবিটি পরিচালনা করবেন নিখিল
আদভানি। কুমারী মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কঙ্গনা মনে করছেন, বিয়ে না
করে মা হওয়াটা দোষের কিছু না।






ছবিতে কঙ্গনাকে দিল্লির ধনী পরিবারের মেয়ে পায়েল আর ইমরানকে দেখা যাবে
পুনের মধ্যবিত্ত ছেলে ম্যাডির ভূমিকায়। প্রেমের সময় প্রেমিকা অন্তসঃত্ত্বা
হয়ে পড়লে ম্যাডি বিয়ে করে থিতু হতে চায়। কিন্তু পায়েল বিয়ের মতো প্রাচীন
রীতিতে বিশ্বাসী না। নিখিল জানান, শুরুতে ছবিটির নাম ছিল ‘শালি কুত্তিয়া :
অ্যা লাভ স্টোরি’। কিন্তু সেন্সর বোর্ড নামের জন্য ছবিটি ছাড়ছিলো না বলে
বাধ্য হয়ে নাম পরিবর্তন করতে হয়েছে।

আমিরের মুখোমুখি হবেন দীপিকা, কঙ্গনা ও পরিনীতি

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
বলিউডের
জনপ্রিয় তিন অভিনেত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন পারফেকসনিস্ট খ্যাত অভিনেতা
আমির খান। জনপ্রিয়তার পাশাপাশি টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’ সমাজে
প্রভাববিস্তার করছে আমির খান।






সম্প্রতি শুরু হচ্ছে অনুষ্ঠানের নতুন মৌসুম। এই সুযোগে আসরটির বিস্তৃতির
জন্য অভিনব কৌশল নিয়ে হাজির হচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ‘সত্যমেভ
জয়তে’র আগের আসরগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণই বেশি ছিল।






কিন্তু এবার তারকাদেরও যুক্ত করা হচ্ছে এতে। অনুষ্ঠানের একটি পর্বে
একসঙ্গে হাজির হওয়ার জন্য আমিরের আমন্ত্রণ পেয়েছেন দীপিকা পাড়ুকোন, কঙ্গনা
রনৌত এবং পরিনীতি চোপড়া।







পিঙ্কভিলা ওয়েবসাইটের দেওয়া তথ্যানুযায়ী, ২৮ বছর বয়সী দীপিকা, ২৭
বছর বয়সী কঙ্গনা ও ২৫ বছর বয়সী পরিণীতির সঙ্গে নারীর ক্ষমতায়ন বিষয়ে আড্ডা
দেবেন আমির। টানা চারটি হিট ছবির সুবাদে গত বছরের সবচেয়ে সফল তারকা দীপিকা।
অন্যদিকে ‘কুইন’ ছবির সুবাদে বলিউডের কুইন বনে গেছেন কঙ্গনা। আর পরিণীতি
‘ইশাকজাদে’ ও ‘শুধ্ দেশি রোমান্স’-এর মতো ছবির মাধ্যমে বলিউডে ক্রমেই জায়গা
শক্ত করছেন। পর্দায় তিনজনেরই ভালো সময় যাচ্ছে এখন।

অপ্রাপ্ত বয়স্কদের জন্য রানীর ছবি নিষিদ্ধ!

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
বলিউড
তারকা রানী মুখার্জি অভিনীত যশ-রাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘মারদানি’র
জন্য বলিউড পাড়ায় যেন গুঞ্জনের শেষ নেই। এবার এলো নতুন খবর। এ সিনেমা নাকি
তারাই দেখতে পারবেন, যাদের বয়স আঠারো বছর পার হয়েছে।






এমনই নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সিনেমা বোর্ড। চলচ্চিত্রটিতে বেশ
কিছু রগরগে দৃশ্যে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এ
ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে ধর্ষণের পর সম্পূর্ণ নগ্ন ও রক্তাক্ত
অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে।






আর ছবিটির খলনায়ক ছুরি দিয়ে নগ্ন মেয়েটির শরীরে নির্যাতন করছে।
সিনেমাটিতে রানী মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের একজন কর্মকর্তার চরিত্রে
অভিনয় করেছেন, একটি জটিল মামলার তদন্তভার হাতে নেওয়ার পর জীবনের অনেক কিছুই
বদলে যায় তার। এমন চরিত্রে রানীকে এর আগে দেখা যায়নি।




নগ্ন ছবি প্রকাশের ঘটনা মিথ্যা বলে দাবি করলেন ইমনের পরিবার

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
ষড়যন্ত্রের
শিকার বলে দাবি করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। সোমবার
সংবাদমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি কওে একটি বিবৃতি পাঠিয়েছেন কারাবন্দি এ
সংগীত পরিচালকের পরিবার।






বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইমনের বোন রেবেকা সুলতানা, সালমা সুলতানা,
রেহানা সুলতানা, আবিদা সুলতানা, চিত্রা সুলতানা ও ভাই মোহাম্মদ আলি সুমন।
বিবৃতিতে বলা হয়, ‘শওকত আলী ইমন একই সঙ্গে ১৬টি চলচ্চিত্রের সংগীত
পরিচালনার কাজে ব্যস্ত আছেন।






কিন্তু দুঃখজনক হলেও সত্যি তার এই কর্মব্যস্ত সময়ে তাকে হেয় এবং
সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছে। যার
প্রেক্ষিতে সম্প্রতি মিথ্যা ও বানোয়াট মামলা সাজিয়ে ইমনকে তার বাড়ির দরজা
ভেঙে গ্রেপ্তার করা হয়। ইমনকে থানায় হাজির করার আগেই অসংখ্য টিভি চ্যানেলের
ক্যামেরা ও পত্রিকার সাংবাদিকরা থানায় উপস্থিত ছিলেন।






এতে আমাদের স্পষ্ট ধারণা এবং এটি একটি সাজানো ঘটনা’ বলেও দাবি করেন
তারা। উল্লেখ্য, স্ত্রী জিনাত কবির তিথির নগ্ন ছবি প্রকাশের অভিযোগে ২১শে
আগস্ট রাতে শওকত আলী ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তিথি ১৮ই আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে
(আইসিটি অ্যাক্ট) রমনা থানায় ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।






এজাহারে তিনি অভিযোগ করেন, এক বছর ধরে ইমন কৌশলে তার আপত্তিকর ছবি
তোলেন। পরে তার কাছে পাঁচ কোটি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায়
সেসব ছবি প্রকাশ করার হুমকি দেয় ইমন। বিবৃতিতে ইমনের পরিবার আরও বলেন,
‘একজন মানুষ দোষী কি নির্দোষ আদালতেই তা প্রমাণ হবে। কিন্তু আমরা অত্যন্ত
দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, অভিযোগ প্রমাণের আগেই ইমনকে দোষী সাব্যস্ত করে
তোলার চেষ্টা চলছে। এ কারণে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

দুঃস্মৃতি মুছে নতুন জীবন শুরু করতে চান আরফিন রুমি

Logoআপডেট:
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪




2

এবি প্রতিবেদক
অনাকাঙ্খিত
অতীত ভুলে জীবনকে নতুন করে সাজাতে চান বহু আলোচিত-সমালোচিত সঙ্গীততারকা
আরেফিন রুমী। তার মতে, ‘অনেক সময় নষ্ট হয়েছে। এবার ফেলা আসা দুঃস্মৃতি মুছে
নতুন করে সবকিছু শুরু করতে চাই।






অপেক্ষা শুধু এক মাসের।’ রুমির এই অস্থির অপেক্ষা মামলা-মোকদ্দমা থেকে
মুক্ত হওয়া নয়, এই অধির অপেক্ষা অনাগত সন্তান ইউসুফের জন্য। তার জন্যই যত
দ্রুত সম্ভব সব জটিলতা সমাধান করার আপ্রাণ চেষ্টা করছেন রুমী।






রুমি বলেন, পৃথিবীতে আসতে যাওয়া আমার অনাগত সন্তানের পুরো নাম শাহ
মোহাম্মদ আইয়ান ইউসুফ। সবার দোয়ায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহের অর্ধাঙ্গিনী
কামরুন নেসার গর্ভে থাকা নতুন অতিথি পৃথিবীতে আসছে।






তিনি বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহটি আমার জীবনের জন্য অনেক অনেক
গুরুত্বপূর্ণ। কারণ, আল্লাহর রহমতে ইউসুফের মধ্যদিয়েই আমারও নতুন জন্ম হবে-
এটাই আমার বিশ্বাস। জানা যায়, অনাগত ইউসুফের কথা ভেবে রুমির পরামর্শে বেশ
ক’মাস আগেই কামরুন নেসা উড়াল দিয়েছেন আমেরিকায় বাবা-মা’র কাছে উন্নত পরিবেশ
আর সু-চিকিৎসার জন্য।




প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে বেশ ঘটনা করে বিয়েবন্ধনে আবদ্ধ হন
রুমি-কামরুন। প্রথম স্ত্রী অনন্যা ও ২য় স্ত্রী কামরুনকে নিয়ে চলছিল রুমির
অভিনব সংসার। তবে বেশি দিন গড়ালো না। সংসারে ফাটল। প্রথম স্ত্রীর মামলায়
ব্যক্তি জীবন ও সংগীত ক্যারিয়ারে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হন রুমি। চলতে থাকে
মামলার দীর্ঘসূত্রতা। বন্ধ হয় বিদেশে উড়াল দেয়ার অনুমোদন। গেল প্রায় এক
বছর ধরে মামলা-মোকদ্দমায় বিধ্বস্ত রুমির পাশে শতভাগ ছায়া হিসেবে ছিলেন ২য়
স্ত্রী কামরুন নেসা। জানা গেছে, কিছুদিনের মধ্যেরুমি তার অনাগত পুত্র
ইউসুফের আগমনের কথা বিবেচনা করে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদসহ অমীমাংসিত
সব সমস্যা সমাধান করবেন। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ উড়াল দেবেন
আমেরিকায়। যেখানে অধীর অপেক্ষায় একইভাবে দিন গুজরাচ্ছেন স্ত্রী কামরুন
নেসা।

উশৃঙ্খল অঙ্গভঙ্গির জন্য নিষিদ্ধ মাইলি

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
'অশ্লীল অঙ্গভঙ্গি' কারণে নিষিদ্ধ হল হলিউড অভিনেত্রী ও কন্ঠশিল্পী মাইলি সাইরাসের কনসার্ট। ডমিনিকান রিপাবলি দেশটির সান্তো ডোমিঙ্গোর কুইসকেইয়া স্টেডিয়ামে মাইলির উপস্থিতিতে কনসার্টটি হওয়ার কথা ছিল।

ইতোমধ্যেই কনসার্টটির অগ্রীম টিকিটও বুকিং হয়ে গেছে। কিন্তু গানের মাধ্যমে মাইলির বিরুদ্ধে যৌনতা, অপরাধমূলক প্রবণতা ও নিষ্ঠুরতাকে উস্কে দেয়ার অভিযোগ এনে ওই দেশের সরকার কনসার্টটি নিষিদ্ধ করেছে।

মাইলির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এসডি কনসার্ট লাইভ নেশন কম্পানিজকে পাঠানো এক নোটিশে জানানো হয়, বিভিন্ন কনসার্টে মাইলির উশৃঙ্খল অঙ্গভঙ্গিসমন্বিত নৃত্য তাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী।

শটির রেডিও কমিশনের পাঠানো ওই চিঠিতে বলা হয়, অদ্ভুদ আচরণ ছাড়াও মঞ্চে সংক্ষিপ্ত পোশাক পরেন মাইলি। এছাড়া এমন ভাষায় কথা বলেন ও এমন সব আচরণ করেন যা যৌনতা ও অপরাধমূলক কর্মকা-কে উৎসাহিত করে। তাই মাইলিকে তাদের দেশে প্রবেশের জন্য আজীবন নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, ডিজনিগার্ল খ্যাত মাইলি সঙ্গীতশিল্পী হিসেবে নিজের আলাদা ধরন তৈরির চেষ্টা করতে গিয়ে বারবার নানা বিতর্কে জড়িয়েছেন। গত বছরের আগস্টে রবিন থিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস আসরে পারফর্ম করার সময় 'অশ্লীল অঙ্গভঙ্গি' করে সমালোচিত হয়েছিলেন তিনি। এর দুই মাস পর এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে গাঁজা সেবন করে তুমুল সমালোচনার মুখে পড়েন মাইলি। সুত্রসূত্র- ডেইলি মেইল।

মেসির জোড়া গোলে বার্সার জয়

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি- ক্রীড়া ডেস্ক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও দামি ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট স্প্যানিশ লিগ বা লা লিগার নতুন মৌসুমে দারুন সূচনা করেছে বার্সেলোনা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে দীর্ঘ ২৪ বছর পর লা-লিগায় সুযোগ পাওয় এলচেকে ৩-০ গোলে হরিয়েছে কাতালানরা।


রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে উঠে নতুন কোচ লুইস এনরিকের শীষ্যরা। পুরো মাঠেই আধিপত্য বজায় রেখে খেলা শেষ করেছে তারা। অবশ্য খেলার শুরু থেকেই প্রথমার্ধেও বেশ কয়েকটি জোড়ালো আক্রমন করেও কোন সফলাতা পাননি মেসি। ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি পান তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। 

অবশ্য খেলার প্রথমার্ধে এবং মৌসুমের শুরুতেই লাল কার্ড খেয়েছেন মাসচেরানো। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দালের নতুন রিক্রুট  মুনির গোল করে ব্যবধান বাড়ান। তিনি খেলার ৪৬ মিনিজে ২য় গোলটি করেন। এর পর আবার আক্রমনে যান মেসি। ম্যাচের ৬৩ মিনিটে আবার প্রতিপক্ষের জালে বল পাঠিতে সক্ষম হয় মেসি।

অবশ্য খেলার শেষ বাশি বাজার আগে আর কোন গোল হয়নি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন এনরিক বাহিনী। এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। এছাড়া উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ নিষেধাজ্ঞা থাকায় নামতে পারেন নি।

ফের উপস্থাপনায় মুনমুন

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক

আবারও উপস্থাপনায় ফিরলেন অভিনেত্রী উপস্থাপক রুমানা মালিক মুনমুন। পাঁচটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার উপস্থাপনা করে মুনমুন বেশ প্রশংসিত হন।

সেই থেকে এখন পর্যন্ত তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’র উপস্থাপনা করে আসছেন। চলতি বছরেও মুনমুনই উপস্থাপনা করছেন চ্যানেল আইতে প্রচার চলতি সেরা সুন্দরী খোঁজার এই অনুষ্ঠানটির।

গত শুক্রবার থেকে সেরা ১৮ জনকে নিয়ে এবার শুরু হয়েছে মুনমুনের উপস্থাপনায় ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪’। ষষ্ঠবারের মতো মুনমুন এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। শুধু এই অনুষ্ঠানেই নয় আরো তিনটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানগুলো হচ্ছে ‘আমার আমি’ , ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’, ‘স্পেলিং বি’, ও ‘চার দেয়ালের কাব্য’। ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ অনুষ্ঠানটি অক্টোবর মাস থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। 

‘স্পেলিং বি’ অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। অন্য দিকে এটিএন বাংলায় নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান হিসেবে প্রচার হচ্ছে মুনমুনেরই উপস্থাপনায় ‘চার দেয়ালের কাব্য’ এবং বাংলাভিশনে ‘আমার আমি’ অনুষ্ঠানটি।
উপস্থাপনা করার অনুভূতি নিয়ে জানতে চাইলে মুনমুন বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রত্যেকটি অনুষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি। কারণ তাদের আগ্রহ না থাকলে আমার উপস্থাপনা করা হয়ে উঠত না।

তবে বিশেষভাবে ভালোলাগে আমার ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে। কারণ আমি নিজেও এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা চারজনের মধ্যে ছিলাম। সত্যি বলতে কী একেকটি অনুষ্ঠানের উপস্থাপনার অভিজ্ঞতা একেকরকম। যা আমার জীবন চলার পথে অনেক কাজে লাগছে।

 উল্লেখ্য, মুনমুন এখন আসছে ঈদ উপলক্ষে রাশেদ রাহার পরিচালনায় ‘তেঁতুল তলার পরী’ নাটকে একজন উপন্যাসিকের চরিত্রে অভিনয় করেছেন। খুব ছোটবেলায় চ্যানেল আইতে প্রচারিত ‘ট্রালেভলার্স ট্রাভেল শো’ অনুষ্ঠানে মুনমুন প্রথম উপস্থাপনা করেন। ছোটবেলায় তার অভিনীত প্রথম নাটক ছিল মোস্তাফিজুর রহমানের ‘কেউ কথা রাখেনি’। মরহুম বাদল রহমানের নির্দেশনায় সেই বয়সেই অভিনয় করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছানা ও মুক্তিযুদ্ধ’তে। নিম্মি, শাম্মী ও মুনমুন তিন বোনের মধ্যে মুনমুনই ছোট। তৌফিক হোসেনের সাথে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মুনমুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুনমুন অভিনীত একমাত্র চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’।

চলে গেলেন হলিউড পরিচালক রিচার্ড অ্যাটেনবরো

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
অস্কার জয়ী হলিউড অভিনেতা ও পরিচালক রিচার্ড অ্যাটেনবরো আর নেই। রোববার দুপুরে মধ্যাহ্নভোজের সময়ে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ফিল্মের সঙ্গে অ্যাটেনবরোর সম্পর্ক প্রায় ছয় দশকের। ক্যামেরার সামনে এবং পিছনে- দুই ভূমিকাতেই সমান সাবলীল ছিলেন তিনি।

অভিনেতা হিসেবে ব্রাইটন রকের পিঙ্কি ব্রাউন, দ্য গ্রেট এসকেপের স্কোয়াড্রেন লিডার রজার বার্টলেট থেকে হালের জুরাসিক পার্কের বৃদ্ধ জন হ্যামন্ড দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন। তবে পরিচালক-প্রযোজক অ্যাটেনবরোকে মানুষ মনে রাখবে ‘গান্ধী’ ছবিটির জন্য। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির জন্য অ্যাটেনবরো দু’টি অ্যাকাডেমি, দু’টি বাফটা এবং দু’টি গোল্ডেন গ্লোব পুরস্কার পান।

প্রতিক্ষেত্রেই সেরা পরিচালক এবং বছরের সেরা ফিল্মের সম্মান পায় সিনেমাটি। আটটি অস্কার জিতে সর্বকালের অন্যতম সেরা ছবিগুলোর তালিকায় ঢুকে পড়ে সিনেমাটি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অভিনেতা বেন কিংগসলে বলেছেন, “‘গান্ধী’-র মতো সিনেমায় মুখ্য চরিত্রে আমাকে মনোনীত করার জন্য চিরকৃতজ্ঞ থাকব।

সব সময়েই তার অভাব অনুভব করব আমরা। ১৯২৩ সালে জন্ম রিচার্ড অ্যাটেনবরোর। মাত্র ১২ বছর বয়সে ‘দা মাউসট্র্যাপ’ নাটক দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ। এর ছ’বছর পর শুরু করেন পেশাদার নাট্যজীবন। ১৯৪২ সালে ‘ইন হুইচ উই সার্ভ’ দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ। বৃটিশ অ্যকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের সভাপতি ছিলেন তিনি, এছাড়া প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব চেলসির আজীবন প্রেসিডেন্ট ছিলেন তিনি।

তবে-কি ভিরাট-আনুশকার বিয়ের খবরটি গুজব?

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি- ক্রীড়া ডেস্ক
বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা খুব শিগগিরই তারকা ক্রিকেটার ভিরাট কোহলিকে বিয়ে করতে যাচ্ছেন। এ খবরে এখন নানা মন্তব্য চলছে মিডিয়া জুড়ে।
 
ভারত ক্রিকেট দলের সহ-অধিনায়ক ভিরাট কোহলির খারাপ খেলা এবং ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের পরাজয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় ভিরাটের সঙ্গে হোটেলে আনুশকার অবস্থানের কথা।

স্ত্রী ছাড়া অন্য কাউকে নিয়ে হোটেলে থাকার অনুমতি না থাকায় বিষয়টি নিয়ে শুরু হয় নানা বিতর্ক। কোহলি ও আনুশকা শর্মার ব্যাপারে কথা বলতে গিয়ে এক মেইল বার্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এমন কথাই জানিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু ক্রিকেটার ভিরাট কোহলির সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা আনুশকা শর্মা- মিডিয়ায় প্রকাশিত এমন খবরকে 'অসত্য ও ভিত্তিহীন' বলে জানিয়েছেন আনুশকার মুখপাত্র।

শুধু তাই নয়, ভিরাট ও আনুশকা কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন- এমন যুক্তি দেখিয়ে একসঙ্গে থাকার অনুমতি নেওয়া হয়েছে বলে দাবিও করা হয়, যার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছেন আনুশকার মুখপাত্র। বিবৃতিতে বলা হয়েছে, 'আনুশকা ও ভিরাটের বিয়ে নিয়ে কিছু খবর প্রকাশিত হয়েছে লেখা হয়েছে শুধুই গুজবের ওপর ভিত্তি করে। এর কোন সত্যতা নেই। তবে ভিরাট ও আনুশকা কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন- এমন যুক্তি দেখিয়ে একসঙ্গে থাকার অনুমতি নেওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

অদ্ভুত এক পারফিউমের খোঁজে নিশো

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
রওনক ইকরামের রচনায় ‘পারফিউম’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন পরিচালক সাজ্জাদ সুমন। ব্যাতিক্রমী গল্পে মোড়ানো এ নাটকে চাকরির ইন্টারভিউ দিতে দিতে হাঁফিয়ে ওঠে সাকিব।

অনিশ্চিৎ আর অভিশপ্ত এই জীবন থেকে সে মুক্তি চায়। এরই মধ্যে তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। গভীর রাতে ঘটনাচক্রে বোরখা পরা মহিলার কাছ থেকে একটা পারফিউম পায় সাকিব। আর এই অদ্ভুত পারফিউম সাকিবের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

তর তর করে সাফল্য আসতে থাকে। এত সহজে সাফল্য সাকিবকে ধরা দেবে কেউই ভাবেনি। ভাবেনি সাকিব নিজেও। এক সময় আবিষ্কার করে এসবের পেছনে একটা পারফিউমের সংশ্লিষ্টতা।

সাকিব প্রবলভাবে বিশ্বাস করতে থাকে পারফিউমের প্রভাবেই তার সব সাফল্য। আর পারফিউম না মাখলেই কোনো না কোনো একটা বিপদে পড়ে যায় সাকিব। তাহলে কী সব পারফিউমটার ম্যাজিক?


এক সময় পারফিউমটা শেষ হয়ে আসে। আর সাকিব পাগলের মতো রাস্তায়, ফুটপাতে... দোকানে পারফিউম খুঁজতে থাকে। কিন্তু সেই সুবাস আর খুঁজে পায় না। পারলে গাছ থেকেও সুবাস নিতে চায় সাকিব।

এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। এতে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। নাটকটি প্রসঙ্গে মেহজাবীন বলেন, গল্পে দারুণ চমক আছে। অনেকদিন পর অন্য ধরনের একটা গল্পের নাটকে অভিনয় করলাম। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নাটকটি ঈদুল আজহায় যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

আরও খোলামেলা হবেন নার্গিস ফাখরি

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি বর্তমানে ব্যস্ত রয়েছেন রনবীর কাপুরের বিপরীতে একটি ছবির কাজ নিয়ে। ‘কিক’ ছবিতে ‘মুঝে ইয়ার না মিলে তো মারজাবা’ কথার গানটিতে সর্বশেষ খোলামেলা হয়ে হাজির হয়েছিলেন নার্গিস ফকরি।
 
গানটির মাধ্যমে দর্শকদের আবেগ নাড়িয়ে দিয়েছিলেন তিনি। গানটির জন্য দীপিকাকে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু দীপিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। গানটির এমন সফলতার পর এখন হয়তো দীপিকা আফসোসই করছেন!

‘কিক’-এর জন্য নার্গিসকে নির্বাচন করেছেন খোদ সালমান। তাই সাল্লুর প্রতি তিনি কৃতজ্ঞ। নতুন খবর হচ্ছে এবার আরও একটি আইটেম গানে কাজ করার বিষয় পাকাপাকি হয়েছে তার। সাজিদ খানের নতুন একটি ছবিতে আইটেম গানে কোমর দোলাতে দেখা যাবে তাকে।


শুধু তাই নয়, এই গানটির জন্য পোশাক পরিকল্পনা করছেন নার্গিস নিজেই। ‘কিক’-এর আইটেম গানে নার্গিসের পারফরমেন্স সাজিদের নজর কাড়ে। সে কারণেই তাকে নিজের ছবির আইটেম গানের জন্য ৫০ লাখ রুপির আঁকাশছোয়া সম্মানিতে চুক্তিবদ্ধ করেন এই পরিচালক। এ আইটেম গানে আগেরটির চেয়েও বেশি খোলামেলা হয়ে দর্শকদের সামনে হাজির হবেন নার্গিস।

আগামী কিছুদিনের মধ্যেই গনেশের কোরিওগ্রাফিতে এর দৃশ্য ধারণের কাজ হবে। এবারের আইটেম গানে পারফরমেন্স বিষয়ে নার্গিস ফকরি বলেন, আইটেম গার্ল হিসেবে ‘কিক’ এ কাজ করে বেশ মজা পেয়েছি। দর্শকদের প্রচুর রেসপন্স পাওয়ায় এর প্রতি আরও আগ্রহ বেড়ে গেছে। এ কারণেই সাজিদ খান যখন প্রস্তাবটি করলেন তখন রাজি হয়ে গেলাম। এটা অনেক বড় আয়োজনের একটি আইটেম গান। আশা করছি ভালভাবে এর শুটিংটা সম্পন্ন করতে পারবো।

'ধলেশ্বরী’ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন তানভীর মোকাম্মেল

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
ধলেশ্বরী নদীর নাব্যতা নিয়ে 'ধলেশ্বরী কথা' নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা তানভীর মোকাম্মেল। ঢাকা বলয়ে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্মার মতো অধিকাংশ নদীই চরমভাবে দূষিত হয়ে উঠেছে। একমাত্র ব্যতিক্রম ধলেশ্বরী। ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদীটি আজও নাব্য রয়েছে। কিন্তু ক্ষমতাশালীদের কারণে নদীদখল ও যত্রতত্র নদীর বালু ও মাটি উত্তোলনের ফলে ধলেশ্বরী নদী আজ হুমকির সম্মুখীন।

এর দুই পাড়ে যেভাবে কলকারখানা, ইঁটের ভাঁটা ও আবাসিক এলাকা গড়ে উঠছে তাতে ধলেশ্বরী নদীও যে আর কতদিন দূষণমুক্ত থাকবে তা ভাবার বিষয়। এ ভাবনা থেকেই গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন তানভীর মোকাম্মেল। তিনি বলেছেন, 'আমি সাধারণত একটি কাহিনীছবির পরে একটি প্রামাণ্যচিত্র তৈরির চেষ্টা করি।

'ধলেশ্বরী কথা' এক ঘণ্টা ব্যাপ্তি একটি প্রামাণ্যচিত্র। তবে এটা গতানুগতিক প্রামাণ্যচিত্র হবে না। ধলেশ্বরী নদীর নাব্যতা ধরে রাখার জন্য নদী-তীরবর্তী জেলে, মাঝি, কৃষক, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকার জনগণ এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলনের মতো গড়ে তুলতে চাই।

'ধলেশ্বরী কথা' প্রামাণ্যচিত্রটি ওই কাজেরই অংশ।' ছবিটির গবেষণার কাজ শেষ হয়েছে এবং শিগগিরই এর দৃশ্যায়নের কাজ শুরু হবে বলে জানা গেছে। উল্লেখ্য সম্প্রতি তানভীর মোকাম্মেল নির্মিত কাহিনীচিত্র 'জীবনঢুলী' ব্যপক দর্শকপ্রিয়োতা পেয়েছে।

অপু-রাজিবের প্রেম নিয়ে আলোচনার ঝড়!

Logoআপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এতদিনে খুঁজে পেয়েছেন তার মনের মানুষ। জানা গেছে, অপুর এই নতুন পুরুষটি আর অন্য কেউ নন। তিনি টলিউডের পরিচালক রাজিব বিশ্বাস। জনপ্রিয় এ পরিচালক এরই মধ্যে খোকাবাবু, বিন্দাসসহ বেশ কিছু হিট ছবি করে টলিউডে আলোচনায় এসেছেন।


শোনা যাচ্ছে, এই পরিচালকের সঙ্গে ইদানীং অপুর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। সম্প্রতি রাজিব ঢাকায় এসে দীর্ঘক্ষণ অপুকে সময় দিয়েছেন। অপ্ওু সময় করে তার সঙ্গে যোগাযোগ রাখছেন।

যদিও অপু দাবি করেছেন, তাদের মধ্যকার সম্পর্ক শুধুই সিনেমা নিয়ে। কিন্তু অপু যাই বলুন না কেন, ঢালিউডের বাতাসে উড়ছে ‘নতুন খবর। অনেকে বলছেন, ঢালিউডের সফল এ অভিনেত্রী কলকাতার ছবিতে অভিনয় করার জন্যই রাজিবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। আবার কেউ কেউ বলছেন, অপু এতদিনে মনের মানুষ পেয়ে বেজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

‘রাত্রির যাত্রী’তে মৌসুমী

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
ঢালিউডের
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চূড়ান্ত হয়েছেন ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের
জন্য নায়িকা হিসেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা হাবিবুল ইসলাম
হাবিব।



এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটির গল্প আর চরিত্রের সঙ্গে মিলে- অনেকদিন
থেকে এমন মেয়ে খুঁজেছি। অবশেষে পেলাম। চিত্রনায়িকা মৌসুমীকে নায়িকা হিসেবে
শনিবার চূড়ান্ত করেছি।




ছবির কাহিনীতে দেখা যাবে, এক মেয়ে ও এক ছেলের মধ্যে প্রেম হয়। বাধাপ্রাপ্ত হয়ে মেয়েটিকে গ্রাম থেকে শহরে চলে আসতে হয়।



শহরে এসে রাতে ট্রেন থেকে নামার পর শুরু হয় গল্প। ভোরে গিয়ে গল্পটি শেষ
হয়। এক কথায় প্রেম-ভালবাসা-জীবন সংগ্রামে প্রতিষ্ঠা পাওয়ার গল্প ‘রাত্রির
যাত্রী’। আশির দশকে হাবিবুল ইসলাম হাবিবের লেখা মঞ্চনাটক ‘উল্টো রাত পাল্টা
দিন’-এর ছায়া অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হবে বলে জানা গেছে।




পরিচালক বলেন, একজন মেয়ের জার্নির গল্প ‘রাত্রির যাত্রী’। অন্ধকার
বা অনিশ্চিতের পথে যাত্রা। মেয়েটি স্বপ্নের সন্ধানে সারারাত জার্নি করে।
দোদুল্যমানতায় ভর করে তার মন। যা চায় তা পাবে কি পাবে না? ভোর হবে কি হবে
না? তার ফেলে আসা জীবন, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা- শৈল্পিকভাবে উঠে আসে
গল্পে।


ফেসবুকে এবার ভেরিফাইড হলেন চিত্রনায়িকা মাহি

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
আনুষ্ঠানিকভাবে
এবার স্বীকৃতি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের ক্রেজি অভিনেত্রী মাহিয়া
মাহির ফেসবুক ফ্যান পেইজ। ফেসবুক ১৬ আগস্ট রাত ২টায় পেইজটি ভেরিফাইড করে।



মাহির ফেসবুক পেইজে এখন পর্যন্ত লাইক দিয়েছেন ১,০৪,৪০৬ এরও বেশি ফ্যান।
এই নিয়ে মাহি খুবই উচ্ছসিত। পর্দা কাঁপানো এ নায়িকা ফেসবুকের এই স্বীকৃতি
ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।






তিনি বলেন, ফেসবুকে আমার নামে অনেকগুলো ভুয়া পেইজ ছিল। যার ফলে অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো।
এই
স্বীকৃতির ফলে নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে। এখন আর এই ধরনের অনাকাঙ্খিত
বিড়ম্বনায় পড়তে হবে না। ভক্তদের ভালবাসায় আমি আজকের এই মাহি। এই স্বীকৃতি
আমি তাদেরকে উৎসর্গ করলাম।






মাহির জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহীন সুমনের ‘ভালবাসার রং’ ছবির
মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয়। আগামী মাস থেকে মাহি তার নিজের প্রযোজিত
ছবির শুটিং শুরু করবেন। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিতে মাহির বিপরীতে
সম্পূর্ণ নতুন নায়ক থাকবেন।
এ ছাড়া মাহি আগামী বছর থেকে ‘অগ্নি-২’ ও
সালাউদ্দিন লাভলুর ‘ওয়ারিশ’ ছবিতে কাজ করবেন। কাজ শেষ করেছেন সাফি উদ্দিন
সাফির ‘বিগ ব্রাদার’ ও সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’। ‘দেশা-দ্য লিডার’
আগামী কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে। সাধারণত ফেসবুক কর্তৃপক্ষ নিজেরা যাচাই
বাচাই করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্যক্তি,
প্রতিষ্ঠান ইত্যাদির ফেসবুক পেইজের স্বীকৃতি দেয়।




এর ফলে পেইজের নামের ডান পাশে নীল রঙের টিক চিহ্ন দেখা যায় স্বীকৃতি
স্বরূপ। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম তারকা হিসেবে পড়শির ফেসবুক পেইজ
ভেরিফাইড হয়। বর্তমানে আশিটির অধিক বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের
ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে।


নগ্ন পোস্টার আমরাও বানাচ্ছি : শাহরুখ

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
নতুন
সিনেমা ‘পিকে’র পোস্টারে নগ্ন আমির খানের ছবি নিয়ে আলোচনায় মুখর এখন গোটা
বলিউড। এমনি সরগোলের মধ্যে ১৪ অগাস্ট মুম্বাইয়ে নিজের নতুন সিনেমা ‘হ্যাপি
নিউ ইয়ার’ সিনেমার ট্রেইলার প্রকাশ করলেন বলিইড কিং শাহরুখ খান।



‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ট্রেইলার উদ্বোধনের অনুষ্ঠানে কিং খান বললেন,
এবার তারাও তৈরি করবেন ‘পিকে’র মতো পোস্টার। ‘হ্যাপি নিউ ইয়ার’- এ বছরের
সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি।






সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টার এবং ট্রেইলার। শাহরুখ ছাড়াও
এতে দেখা যাবে দিপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, ভিভান
শাহ এবং জ্যাকি শ্রফকে। ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে ২৪ অক্টোবর।
শাহরুখ
খানসহ ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কলাকুশলীরা সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’
সিনেমার ট্রেইলার উদ্বোধন করেন । অনুষ্ঠানে ‘পিকে’র পোস্টারের ব্যাপারে
শাহরুখ বলেন, ‘আমরাও কাপড় ছাড়া পোস্টার বানাচ্ছি, তবে সবাই একসঙ্গে!’






এর আগেও রসিকতাতেই ‘পিকে’ সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন শাহরুখ।
একটি ট্যালেন্ট শোর প্রচার বিষয়ক অনুষ্ঠানে আমির খানের পোস্টারটি নিয়ে
প্রশ্ন করা হলে শাহরুখের জবাব ছিল, নগ্ন হওয়াকে প্রতিভা বলবেন না।
তিনি
আরও বলেন, খানদেও মধ্যে তুলনা হয় কাজের সঙ্গে, আগের কাজগুলো থেকেও যেনো
ভালো হয় আমাদের ভবিষ্যতের কাজ। কিন্তু যদি আপনি অন্যের সঙ্গে তুলনা করা
শুরু করেন, তবে আপনি কখনোই সফল হবেন না। এসব তারাই করে যাদের মধ্যে
আত্মবিশ্বাস নেই। শাহরুখের মতে, ‘পিকে’, ‘কিক’ কিংবা ‘হ্যাপি নিউ ইয়ার’ এর
মতো সিনেমা তৈরি হয় সবাইকে আনন্দ দেওয়ার জন্য।

শ্যুটিং-এ চুমুর দৃশ্য করতে গিয়ে পরি-শাকিব হট!

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
ঢাকাই
সিনেমার হালের আলোচিত নাম পরি মনি। ছবির শ্যুটিং-এ চুমুর দৃশ্য করার সময়
পরি ও শাকিব দুজনেই নাকি হট হয়ে গিয়েছিলেন, এমনটা নিজেই জানিয়েছে পরি মনি!
‘ধূমকেতু’ শিরোনামে একটি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পরি।






আর সেই ছবিতে সম্প্রতি একটি চুমুর দৃশ্য করার সময় পরি ও শাকিব দুজনেই
নাকি হট হয়ে গিয়েছিলেন। এমনটাই দাবি পরির! এ নিয়ে মিডিয়া জুড়ে এখন
সমালোচনার ঝড় বইছে।




এযাবৎ প্রায় এক ডজন ছবিতে অভিনয়ও করে বেশ তুঙ্গে রয়েছন তিনি। যদিও
তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি। তবে নানা কারণে এরই মাঝে
আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। এই যেমন এক পরিচালকের সিনেমাতে কাজের কথা
দিয়েও পরে তা করতে নারাজ হন।




নিজের নগ্ন ছবি প্রকাশ পাওয়ায় দারুণ খুশি শারলিন!

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি ডেস্ক
প্লে-বয়
সাময়িকীর জন্য আলোকচিত্রীর সামনে দাঁড়ালে গায়ে সুতাও রাখলেন না ভারতীয়
মডেল-অভিনেত্রী শারলিন চোপড়া। দুই বছর আগে প্লে-বয়ের জন্য লজ্জা না ঢেকেই
ফটোসেশন করেছিলেন তিনি।



অবশেষে প্রকাশ হলো সেসব ছবিগুলো। প্লে-বয় সাময়িকীতে শারলিনের আবেদনময় আর
মাথা ঘুরিয়ে দেওয়া ছবিগুলো ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ হতেই পড়ে গেছে
সোরগোল।




কারণ প্রথম ভারতীয় মডেল হিসেবে প্লে-বয়ে স্থান পেয়েছিলেন তিনি।
অনলাইনকে দেওয়া এক সাক্ষাত্কারে শারলিন বলেছেন, প্লে-বয়ের ফটোসেশনে অংশ
নেওয়ার অভিজ্ঞতা সবচেয়ে স্বাধীন বিষয় মনে হয়েছে আমার।



তাই ভারতের স্বাধীনতা দিবসে ছবিগুলো প্রকাশ হওয়ায় আমি খুশি। এর চেয়ে
ভালো সময় আর হতে পারতো না।’ নগ্ন ছবিগুলো তোলার খবর জানাতে ২০১২ সালে
প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগের
মাধ্যম টুইটারে পোস্ট করেছিলেন শেরলিন।






দীর্ঘ ২ বছর পরে মুক্তি পেল শারলিন চোপড়ার প্লে বয় ম্যাগাজিন টি। এতে
সারলিন অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শারলিন এর মতে প্লে বয় এর মুক্তির জন্য
এর থেকে ভালো সময় আর হতে ই পারত না।

প্রথমবারের মতো প্লে-ব্যাকে শাফিন আহমেদ

Logoআপডেট:
রবিবার, ১৭ আগস্ট, ২০১৪




1

এবি প্রতিবেদক
জনপ্রিয়
ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ চলচ্চিত্রে গান গাওয়ার জন্য বহুবার প্রস্তাব
পেয়েও নানা কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে এবার চলচ্চিত্রের
জন্য গাইলেন এই কন্ঠতারকা।



কবির বকুলের লেখা 'শোন তুমি' শিরোনামের গানটিতে কণ্ঠ দিলেন মাইলস
ব্যান্ডের এ ভোকাল। শওকত আলী ইমনের সুর-সঙ্গীতে গতকাল তার নিজস্ব স্টুডিওতে
গানটি রেকর্ডিং সম্পন্ন হয়।






'পাগলের মতো ভালোবাসি তোমায়/ভেব না তো পাগল' কথার গানটি থাকছে শাফিউদ্দিন শাফি পরিচালিত 'ওয়ার্নিং' ছবিতে।


এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, 'এবারই প্রথম প্লে-ব্যাক করলাম। যদিও এর
আগে চলচ্চিত্রে গান গাওয়ার জন্য বহুবার প্রস্তাব পেয়েছিলাম। তবে কাজগুলো
নিজের কাছে পছন্দ না হওয়ায় প্রস্তাবগুলো ফিরিয়ে দিতে হয়েছে।






এ গানটির কথা, সুর চমৎকার। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, সবার কাছেই
গানটি ভালো লাগবে।' এছাড়া 'ওয়ার্নিং' ছবিতে শাফিন আহমেদ ছাড়াও কণ্ঠ
দিয়েছেন 'নগর বাউল'খ্যাত জেমস।



কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর-সঙ্গীত সম্প্রতি 'এতো কষ্ট কষ্ট
লাগে এ অন্তরে' শিরোনামে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এদিকে 'শোন তুমি'
গানটির মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন শাফিন আহমেদ ও শওকত আলী
ইমন।