আট বছরেই চলচ্চিত্র নির্মাতা!

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি ডেস্ক
মাত্র
আট বছর বয়সেই একটি ছবি নির্মাণ করলেন নেপালের সুগাত বিসতা নামের এক ছেলে।
কেবল ছবি নির্মাণ নয়, স্টুডিওর ভেতরে এবং বাইরের নানা কর্মকা- বেশ দক্ষতার
সঙ্গে সামলেছে এই ক্ষুদে পরিচালক।






এছাড়া সুগাত শুধু ছবি বানিয়েই ক্ষান্ত হয়নি। নিজের ছবিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয়ও করেছে সে। এতে নাকি খুব আনন্দ পেয়েছে সে।





ছবিটি মুক্তি পেলে বিশ্বের সবচেয়ে কমবয়সী চলচ্চিত্র নির্মাতা হিসেবে
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম উঠবে সুগাতের। সুগাত কাঠমা-ুর সুরিয়োদায়া
স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার পরিচালিত ‘লাভ ইউ বাবা’ ডিসেম্বরে
নেপালের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।







এর আগে বিশ্বের সবচেয়ে কমবয়সী পরিচালক হিসেবে গিনেস বুকে নাম
লিখিয়েছিল ভারতের কৃষ্ণা শ্রীকান্ত। ২০০৬ সালে সে ‘ফুটপাত’ চলচ্চিত্রটি
পরিচালনা করেছিল।






মাত্র নয় বছর বয়সে এক ঠিকানাহীন পথশিশুর স্কুলে যাওয়ার স্বপ্ন নিয়ে তৈরি
হয়েছিল এই ছবি। অন্যদিকে এক বাবা আর তার ১০ বছরের এক মেয়ের জীবনের নানা
টানাপোড়ন নিয়ে ‘লাভ ইউ বাবা’ বানিয়েছে নেপালের সুগাত।






গত মাসে ছবির প্রচারণায় অংশ নেয়ার সময় সে জানায়, ‘আমি যখন বাবাকে আমার
ছবি তৈরির কথা জানালাম, তিনি তখন ইন্টারনেট ঘেঁটে দেখলেন, নয় বছরের এক
ভারতীয় শিশু ইতিমধ্যে ছবি বানিয়ে ফেলেছে। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়
এবং আমি ছবি বানানো শুরু করি।


বিয়ের আগে মা হবেন শ্রুতি হাসান!

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি ডেস্ক
বিয়ের
আগেই সন্তানের মা হতে চান বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক টিভি
অনুষ্ঠানে অংশ নিয়ে প্রকাশ্যেই এমন কথা বলেছেন এ তারকা। তবে তার সন্তানের
বাবা কে হতে পারেন সে বিষয়ে কিছুই বলেননি।







অনুষ্ঠানে শ্রুতি হাসানকে প্রেমবিষয়ক প্রশ্ন করা হলে তিনি তার বাবা
কমল হাসান এবং মা সারিকাকে টেনে আনেন। যদিও এ দম্পতির ছাড়াছাড়ি হয়ে গেছে
বহু আগেই।






তারপরও তিনি তার দেখা সেরা জুটি হিসেবে মানেন নিজের বাবামাকে এবং তা
বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন। সেখানে তিনি বলেন, ‘জুটি হিসেবে আমার দেখা
সেরা দম্পত্তি আমার মা এবং বাবা।






তিনি আরো বলেন, ‘তাদের মধ্যে ভালোবাসা ছিল অনেক। তাদের মধ্যে সবসময়
উষ্ণতা দেখেছি আমি। যতদিন তারা একসঙ্গে থেকেছেন ততদিনই আমি দেখেছি তাদেরকে
সবসময় ভালোবাসা ঘিরে থাকত। এই শোতেই তিনি নিজের বিয়ে ও প্রেম বিষয়ে বলতে
গিয়ে বলেন, ‘আগে সন্তান তারপর বিয়ে। তিনি জানান প্রথম সন্তান নেওয়ার পর
বিয়ে করতে তার কোনো আপত্তি নেই।







উল্লেখ্য, শ্রুতি হাসানের বাবা উপমহাদেশের কিংবদন্তী শিল্পী কমল
হাসান। মূলত বাবার হাত ধরেই মিডিয়াতে পথ চলা শুরু হয় তার। মাত্র ছয় বছর
বয়সে তার বাবা'র অভিনীত সিনেমা “থেভার মাগান” এ গান করেন করে আলোচনায় আসেন
শ্রুতি।  শ্রুতি তার অভিনয়ের অভিষেক করেন তামিল-হিন্দি দ্বৈত ভাষার “হে
রাম” সিনেমার মাধ্যমে। এটি নির্মিত হয় মহাত্মা গান্ধীর উপর হত্যার চেষ্টার
কাহিনীর উপর ভিত্তি করে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কামাল হাসান।
এরপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী।


আবারও অধিনায়কত্ব পেলেন মাশরাফি

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪






এবি- ক্রীড়া প্রতিবেদক
টেস্ট
ও ওয়ানডে দলের জন্য আলাদা অধিনায়ক নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন দলের অন্যতম
অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।






তার সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। অন্যদিকে
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমই থাকছেন। সহ-অধিনায়কের
দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট
স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া
হয়। সভায় ক্রিকেটরে দুই ফরমেটের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক নির্বাচন করা হয়।






এর আগে দক্ষিণ কোরিয়ায় সফররত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব
অস্থায়ীভাবে পান মাশরাফি। তারপরই গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন ঈঙ্গিত দিয়েছিলেন ক্রিকেটের দুই ফরমেটে ভিন্ন অধিনায়ক
নির্বাচনের বিষয়ে।






তখন সম্ভাব্য অধিনায়ক হিসেবে মাশরাফি, তামিম ও সাকিবের কথা জানান তিনি।
আর অভিজ্ঞতার কারণে মাশরাফি এগিয়ে থাকবেন এমন ঈঙ্গিতও মিলেছিল তখন। অবশেষে
বোর্ড মিটিংয়ে ওয়ানডের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হলো মাশরাফিকেই।







প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন
মাশরাফি বিন মুর্তজা। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬.৩ ওভার বোলিং
করেই ইনজুরিতে পরেন তিনি। ২০১০ সালে আবারও ফিরে দলকে ওয়ানডেতে নেতৃত্ব দেন ৭
ম্যাচে। তারপর আবারও ইনজুরি কেড়ে নেয় তার অধিনায়কত্ব। তখন অধিনায়কের
দায়িত্ব নেন সাকিব আল হাসান।





মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




3

এবি প্রতিবেদক
ডাক
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা
থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।






নিউইয়র্কে পবিত্র হজ্ব, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ
জয়ের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা
গেছে, লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সিদ্ধান্ত দিয়েছেন।






এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যেমগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে
চলছে। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মন্ত্রিসভা থেকে
তাঁকে বহিষ্কার ও শাস্তির দাবি করেন।







এদিকে আব্দুল লতিফ সিদ্দিকীর এমন কটুক্তি মন্তব্যের তীব্র
প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি
বলেছেন, মন্ত্রীর মতো দায়িত্বশীল পদে  থেকে এ ধরনের বক্তব্য দেয়া অনভিপ্রেত
অশোভন ও দু:খজনক। মন্ত্রীর এ বক্তব্য যুক্তরাজ্যে থাকা প্রধানমন্ত্রীর
গোচরে আনা হয়েছে। তিনি দেশে ফিরলেই দলীয় ও সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে।






মেঙ্গলবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার
বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে দ্বিতীয় ফুট ওভার ব্রিজের উদ্ধোধন
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দলের নিয়ম
মেনেই মন্তব্য করা উচিত। দায়িত্বশীল পদে থেকে সবারই দায়িত্বশীল হওয়া উচিত।
দায়িত্বশীল অবস্থানে থেকে অশোভন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এ ধরনের
মন্তব্য কিংবা আচরণ সমীচীন নয়।






মন্ত্রী আরও বলেন, সজীব ওয়াজেদ জয় সরকারে নেই বলে যে মন্তব্য করা হয়েছে
তা সঠিক নয়। জয় সরকারে রয়েছেন। তিনি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি
উপদেষ্টা। আওয়ামী লীগের ভবিষ্যত নেতা।







উল্লেখ্য,গত ২৮ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি
হোটেলে স্থানীয় টাঙ্গাইল জেলা সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে রাসুল সা.,
পবিত্র হজ, সজিব ওয়াজেদ জয় ও তাবলীগ জামায়াতের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য
করেন। পবিত্র হজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের
ঘোরতর বিরোধী।






আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি
বিরোধী। তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক
আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু
রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।






মন্ত্রী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের
পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। হজ কিভাবে এসেছে এর ব্যাখ্যা
দিয়ে মন্ত্রী বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল
আরবের লোকেরা কিভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে
আমার অনুসারীরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে।






এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলিগ জামাতের সমালোচনা করে
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত
করে।






নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়ি-ঘোড়া তারা বন্ধ করে দেয়। এমনকি
তিনি তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয়ের বিষয়েও
বিরূপ মন্তব্য করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, কথায় কথায়
আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে। জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি
কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।





এই প্রথম একসঙ্গে হায়াত দম্পতি

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
স্ত্রী
মাহফুজা খাতুন শিরিন হায়াতকে নিয়ে প্রথমবারের মতো কোন টিভি অনুষ্ঠানে অংশ
নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার আবুল হায়াত।






এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনে ‘ভালোবাসা কারে কয়’ নামের একটি অনুষ্ঠানে
অংশ নিবেন তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া আহমেদ। এ প্রসঙ্গে
মাছরাঙা টেলিভিশনের হেড অব ইভেন্টস কবির বকুল জানান, আবুল হায়াত ও শিরিন
হায়াত তাদের সংসার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য দিক নিয়ে কথা
বলবেন।






সঙ্গে থাকবে আতাউর রহমান, শর্মিলী আহমেদ, তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের মন্তব্য। ‘ভালোবাসা কারে কয়’ প্রযোজনা করছেন ফয়েজ রেজা।
প্রসঙ্গত, আবুল হায়াতের পরিচয় তিনি একাধারে অভিনেতা, নাট্যকার, নাট্যপরিচালক এবং প্রকৌশলী।






১৯৭০ সালে আবুল হায়াত বিয়ে করেন তার মেজ বোনের ননদ মাহফুজা খাতুন
শিরিনকে। নিজের পছন্দেই বিয়ে করেছিলেন তিনি। ১৯৭১ সালের ২৩ মার্চ
মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে জন্ম নেয় আবুল হায়াত ও শিরিন হায়াত দম্পতির
সন্তান বিপাশা হায়াত।






ছয় বছর পর জন্ম নেয় নাতাশা। তারা দু’জনেই জনপ্রিয় অভিনেত্রী। দুই মেয়ের
মতো বাবাকেও ছোট পর্দায় দেখেছে দর্শক। কিন্তু সহধর্মিণী শিরিন হায়াতকে নিয়ে
এখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেননি আবুল হায়াত। তাই এবারই প্রথম
স্ত্রীকে নিয়ে কোন টিভি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা।


পাকিস্তানে ম্যাডোনার স্কুল

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি ডেস্ক
পাকিস্তানের
করাচিতে একটি বিদ্যালয় স্থাপন করলেন আমেরিকার খ্যাতনামা কণ্ঠশিল্পী
ম্যাডোনা। বিদ্যালয়টির নাম ড্রিম মডেল স্ট্রিট স্কুল।  ইতিমধ্যে
শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এর দরজা।






এখন পর্যন্ত এখানে ১ হাজার ২০০ শিশু ভর্তি হয়েছে। ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খবরটি দিয়েছেন ম্যাডোনা নিজেই।





৫৬ বছর বয়সী বিশ্বখ্যাত মার্কিন এই পপসম্রাজ্ঞী বলেছেন, ‘পাকিস্তানের
ভালোবাসার বিপ্লব চলছে! ড্রিম স্কুল স্থাপনার কাজ অবশেষে সমাপ্ত হয়েছে।
১২০০ শিশু এখানে এখন পড়ছে।






শ্রেণীকক্ষে ল্যাপটপসহ মেয়েদের পড়াশোনার করার একটি স্থিরচিত্রও পোস্ট
করেছেন ম্যাডোনা। এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেয়েরা পড়ছে তাদের ড্রিম
স্কুলে। গত বছর ম্যাডোনা জানা, করাচির উপকণ্ঠে একটি বিদ্যালয় গড়ার জন্য
অর্থ তহবিল সংগ্রহ করছেন।



ছয় বছর পর জুটি বাঁধলেন রিয়াজ-পপি

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
দীর্ঘ
ছয় বছর আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পী রিয়াজ-পপি। ৬
বছর আগে ‘কি যাদু করিলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা।






ওই ছবির সুবাদে দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবার এই
তারকজুটিকে পাওয়া যাবে একটি টিভি নাটকে। নাটকের নাম ‘তবুও তুমি আমার’।
ফারুক হোসেনের লেখায় এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।






২৯ সেপ্টেম্বর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে। অনেক দিন পর পপির সঙ্গে
অভিনয় করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘প্রায় ছয় বছর পর পপির সঙ্গে কাজ করছি। ও
ভালো অভিনয় করে। নাটকটির গল্প প্রেমের। ‘তবুও তুমি আমার’ ঈদে বাংলাভিশনে
প্রচার হবে।

আশরাফুলের শাস্তি কমেছে

Logoআপডেট:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪




3

এবি- ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আবেদনে অবশেষে সাড়া দিয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেল।






আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। অথ্যাৎ
নিষেধাজ্ঞার মেয়াদ ৩ বছর কমানো হয়েছে। সোমবার বিকেলে এমন সিদ্ধান্ত আসে।





তবে দুই বছরের ক্ষমাযোগ্য শাস্তির বিধান রেখে রায় ঘোষণা করা হয়।
এরফলে ২০১৬ সালের আগস্ট থেকেই মাঠে দেখা যেতে পারে জনপ্রিয় ব্যাটসম্যান
আশরাফুলকে।






অন্যদিকে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজিং ডিরেক্টর শিহাব চৌধুরীর ১০
বছরের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ট্রাইব্যুনাল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ আগস্ট বা তারপর ক্রিকেটে ফিরতে
পারেন আশরাফুল। গত বছরের ১৩ আগস্ট থেকে কার্যকর রয়েছে আশরাফুলের
নিষেধাজ্ঞা।







তাই ২০১৬ পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতেই হচ্ছে তাকে। এর মধ্যে
বিসিবি বা আইসিসির কোনো শিক্ষা বা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে সাবেক
এই অধিনায়ককে। সেক্ষেত্রে তিন বছর পর বাতিল হতে পারে বাকি দুই বছরের
নিষেধাজ্ঞা। তবে জরিমানার ১০ লাখ টাকা দিতেই হচ্ছে আশরাফুলকে।






এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাচ
ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের
জন্য যেকোনো ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে।






গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে
আশরাফুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা
করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়। আপিল করার
সুযোগ থাকায় গত জুলাইয়ে আশরাফুল বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান
বিচারপতি আব্দুল রশিদ বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতেই আশারাফুলের
শাস্তি কমনো হল।


চলচ্চিত্রে দুই যুগ পার করলেন মৌসুমি

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
বাংলা
চলচ্চিত্র জগতে ক্যারিয়ারের দুই যুগ অতিক্রম করলেন চিত্রনায়িকা মৌসুমি।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন
তিনি।






এতে তাঁর বিপরীতে ছিলেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা সালমান শাহ্। ছবিটিতে
নৈপুন্য অভিনয়ের মাধ্যেমে দেশব্যাপী ব্যাপক আলোচিত ও জনপ্রিয় হন মৌসুমি।
তারপর একে একে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।






মূলত মৌসুমি বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল অভিনেত্রী। যিনি অভিনয় শৈলী
দিয়ে জয় করেছেন হাজারো ভক্তের হৃদয়। এদিকে তার সমসাময়িক নায়িকা শাবনাজ,
শাবনূর, পূর্ণিমা ও পপি সময়ের পালাবদলে হারিয়ে গেছেন। তারা চলচ্চিত্র থেকে
বিদায় নিয়েছেন। কিন্তু মৌসুমী এখনো দাপটের সঙ্গে মিডিয়া অঙ্গনে টিকে
রয়েছেন।






শুধু তাই নয়; দিনকে দিন তার ব্যস্ততা ক্রমে বেড়েই চলছে। চলচ্চিত্রে
অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায়ও সরব রয়েছেন। গত কয়েকমাস ধরে তিনি নিয়মিতই
নাটক ও টেলিফিল্মে অভিনয় করে যাচ্ছেন।







বর্তমানে তিন সিনেমার কাজ নিয়ে বান্দরবানে রয়েছেন তিনি। সিনেমা
তিনটি হচ্ছে 'শূন্য হৃদয়', 'ভালবাসবে তো' ও 'মন জানে না মনের ঠিকানা'। এর
মধ্যে 'শূন্য হৃদয়' সিনেমা র পরিচালক মৌসুমী নিজেই। 'ভালবাসবে তো' সদ্য
প্রয়াত পরিচালক বেলাল আহমেদের অসমাপ্ত সিনেমা। সিনেমাটি শেষ করার দায়িত্ব
নিয়েছেন মৌসুমী।






তৃতীয় সিনেমা 'মন জানে না মনের ঠিকানা' পরিচালনা করেছেন মুশফিকুর রহমান
গুলজার। তিনটি সিনেমাই ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। 'শূন্য
হৃদয়' সিনেমাতে মৌসুমীর সঙ্গে রয়েছেন ফেরদৌস। 'ভালবাসবে তো' সিনেমাতে
মৌসুমীর নায়ক নিলয়। আর 'মন জানে না মনের ঠিকানা'য় তার সহশিল্পী হিসেবে
রয়েছেন ফেরদৌস ও সাজ্জাদ।






এছাড়া মৌসুমীর হাতে আরো ৮-১০টি সিনেমা রয়েছে। এর অধিকাংশই মুক্তি
প্রতীক্ষায়। সিনেমাগুলো হলো- 'এক কাপ চা', 'লিডার', 'সৌভাগ্য', 'মায়ের মতো
ভাবী', 'লীলামন্থন', 'উপমা' প্রভৃতি। তবে দুঃখের বিষয়, আসন্ন ঈদে মৌসুমীর
কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। কিন্তু তারপরও ঈদে দর্শকরা তাকে দেখতে
পাবেন।






কারণ ঈদ উপলক্ষে ছোটপর্দার জন্য 'চাঁদমুখ' নামে একটি টেলিছবিতে অভিনয়
করেছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় এবার
আর সেভাবে নাটক-টেলিছবিতে অভিনয় করতে পারিনি। তবে বেশ কিছুদিন আগে
'চাঁদমুখ' টেলিছবির কাজটি করে রেখেছিলাম। আসন্ন ঈদের অনুষ্ঠানমালাতে এটি
প্রচার হবে। তাই ঈদে এই একটি মাত্র টেলিছবিতেই দর্শকরা আমাকে দেখতে পাবেন।

ঈদে জাহিদ হাসানের দুই নাটক

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
আসছে
ঈদে দুটি নাটক নিয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এর
মধ্যে একটি ‘অবজেকসন ইউর অনার’ ও অপরটি ‘একটুকু ছোঁয়া লাগে’।






দুটি নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান এবং নির্দেশনা
দিয়েছেন মজিবুল হক খোকন। ‘একটুকু ছোঁয়ালাগে’ নাটকে জাহিদ হাসানের বিপরীতে
অভিনয় করেছেন তার সহধর্মিনী সাদিয়া ইসলাম মৌ এবং ‘অবজেকসন ইউর অনার’ নাটকে
তার বিপরীতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।






ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘কিছু গল্প থাকে যা মনের
মাঝে গেঁথে যায়। অবজেকসন ইউর অনার কিংবা একটুকু ছোঁয়া লাগে- এই দুটি
নাটকেরই গল্প অসাধারণ লেগেছে আমার কাছে। দর্শকের প্রতি নাটক দুটি দেখার
জন্য বিশেষ অনুরোধ রইল।‘অবজেকসন ইউর অনার’ প্রচার হবে এটিএন বাংলায় ঈদের
তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে অপরদিকে ‘একটুকু ছোঁয়ালাগে’ প্রচার হবে
চ্যানেল আইতে ঈদের পঞ্চমদিন রাত ৯টা ৩৫ মিনিটে।


মুক্তির আগেই আলোচনায় 'কিস্তিমাত'

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
আসছে
ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও আঁচল অভিনীত ছবি 'কিস্তিমাত'। কিন্তু
মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে ছবিটি। ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশ পেয়েছে
ছবির ট্রেলার।






এর পরপরই সবার মুখে মুখে 'কিস্তিমাত'র প্রশংসা। ছবিটি নিয়ে আশাবাদী
চলচ্চিত্রপ্রেমীরা। আর চলচ্চিত্রপাড়ার মানুষের ধারণা, ছবিটি বাংলাদেশি
চলচ্চিত্রের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ছবিটি এরই মাঝে ঈদের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন চলছে প্রচারণার কাজ।






ছবিটি প্রসঙ্গে নির্মাতা আশিকুর রহমান বলেন, 'অনেক শ্রম দিয়ে
স্বপ্নের এই ছবিটি নির্মাণ করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা
করেছেন। তাই ভালোলাগা আরও বেড়ে গেছে। ছবিটির গল্প থেকে শুরু করে সবকিছুতে
নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দর্শক ছবিটি দেখে হতাশ হবেন না।
আঁচল, শুভ ছাড়া এতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।






শুভ বলেন, 'দর্শক এখন নতুন স্বাদের ছবি দেখতে চায়। আমি এ ছবিতে অভিনয়
করে বুঝেছি, দর্শকের বিনোদন পাওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে ছবিতে। ছবিতে
শুভ একজন পুলিশ অফিসার। আর আঁচল একজন মডেল। 'কিস্তিমাত' ছবিতে গান মোট
পাঁচটি। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, ইমরান, নাভেদ ও সচি শামস।
গান গেয়েছেন ইমরান, পড়শী, পূজা, কণা প্রমুখ।

ঈদে একুশে টেলিভিশনের বিশেষ নাটক ‘চাইনিজ ডিগ্রি’

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
আসন্ন
পবিত্র ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ
অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘চাইনিজ ডিগ্রি’। নাটকটি রচনা ও
পরিচালনা করেছেন জীবন শাহদাৎ।






এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, কচি খন্দকার, আরিফ
মাহবুব তমাল, রাখি খন্দকার, রুপক সহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে-
পুরাতন ঢাকার চাউল ব্যাবসায়ী মৃত হাজী আজমল বেপারীর ছোট ছেলে সেলিম ব্যাপরী
ওরফে সেলিম খান (শারুখ খানের অন্ধ ভক্ত) সারা দিন বন্ধুদেন সাথে আড্ডা ও
শারুখখানকে অনুকরন করা নিয়ে ব্যাস্ত থাকে সে।






সেলিম খানের সাথে প্রেম থাকে একই পাড়ায় সদ্য এইচ.এস.সি পাস করা মেয়ে
রিনির সাথে। কমশিক্ষিত সেলিম খানের সাথে রিনির বড় ভাই তাদের বিয়ে মেনে
নিবেনা জেনে রিনি সেলিম খানকে পড়াশুনার জন্য চাপ দেয় অন্যথায় তার ভাই সেলিম
খানের সাথে বিয়ে দিবে না বলে জানিয়ে দেয়। এতে সেলিম খান অপমান বোধ করে।






রাতে ঘুমাতে গেলে সেলিম খানের মনে পড়ে এ্কই সাথে রিনি আর তার সম্পর্কের
ব্যাপরে রিনির বড় ভাইয়ের সিদ্ধান্তের কথা মনে হওয়ায় সে বিচলিত হয়ে পড়ে।
ডিগ্রি নেওয়ার ব্যাপরে সে বন্ধু রুপক ও এস এম এস ভাইয়ের শরনাপন্ন হয়। সদ্য
সৌদি আরব ফেরৎ এস এম এস ভাইয়ের দুষ্ট বুদ্দিতে সেলিম খান ‘চীনে’গিয়ে চাইনিজ
ডিগ্রি আনার সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় চিনে গিয়ে এডজাষ্ট হবার
লক্ষে চায়না সংস্কৃতির সাথে সামঞ্জস্য রাখার জন্য বেশ ব্যাস্ত হয়ে পড়ে।






অতপর সেলিম খান চাইনিজ পোশাক, চাইনিজ খাবার ও চায়না ভাষাসহ চায়নার
বিভিন্ন সংস্কৃতি আয়ত্বে আনার চেষ্টা করতে থাকে। এতে এলাকায় একে একে
হাস্যকর ঘটনা সৃষ্টি হতে থাকে। এক সময়ে এসে ঘটনাটি একেটি অন্য নাটকীয়তার
মোড় নেয়। ঈদের দিন রাত ৯টা ২০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

'শুধু তোমারই জন্য' নাটকে দিতি

Logoআপডেট:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪




2

এবি প্রতিবেদক
ঈদের
একটি বিশেষ নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা দিতি। নাটকের নাম 'শুধু তোমারই
জন্য'। আশিস রায়ের রচনায় এটি পরিচালনা করেছেন বাবুল আহমেদ।






নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন বাবুল আহমেদ। দিতি ছাড়া এতে আরও
অভিনয় করেছেন সাজু খাদেম ও অহনা। গল্পে দেখা যাবে- শিল্পপতি সাজ্জাদ আহমেদ
নিঃসঙ্গ জীবন কাটান তার আলিশান বাড়িতে।






কর্ম আর কর্মচারীদের নিয়েই তার জীবন, মনেপ্রাণে প্রচ- নারীবিদ্বেষী।
কোনো মহিলা কর্মী নিয়োগের সুযোগ নেই তার প্রতিষ্ঠানে। এক রাতে ফেসবুকে কোনো
একটা স্ট্যাটাসে এক বৃদ্ধাশ্রমের কোনো এক বৃদ্ধা মায়ের একটা খোলা চিঠি
তাকে আবেগতাড়িত করে। প্রিয় কর্মচারী রিয়াজকে ডেকে সিদ্ধান্ত নেন একটা
চ্যারিটেবল বৃদ্ধাশ্রম করার। যার নামকরণ হয় ইসাবেলা চ্যারিটেবল বৃদ্ধাশ্রম।
'শুধু তোমারই জন্য' নাটকটি ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

১২ রকমের জর্দা দিয়ে দশ মিনিট পর পর পান খায় মোশাররফ করিম

Logoআপডেট:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪




3

এবি প্রতিবেদক
ঈদের
বিশেষ একটি নাটকে অভিনয় করতে গিয়ে টানা দুই দিন ১২ রকমের জর্দা দিয়ে দশ
মিনিট পর পর পান খেতে হয়েছে মোশাররফ করিমকে। নাটকের নাম ‘সেই রকম পানখোর’।






আশরাফুল চনচলের লেখায় এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। বাস্তব জীবনে পান
খাওয়ার অভ্যাস না থাকলেও নাটকে বাধ্য হয়ে পান খেতে হয়েছে তাকে। তাও আবার
টানা দুই দিন দশ মিনিট পরপর পান চিবাতে হয় তাকে।






নাটকটিতে তার চরিত্রটি ছিল সারাক্ষণ পান চিবানো। এতে দেখা যাবে ১২ রকমের
জর্দা না হলে সে পান খায় না। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,
‘কয়েকটা পান চিবালেই মুখ ব্যথা হয়ে যায়। একদিন কাজ করার পরই আমার মুখে
প্রচন্ড ব্যথা। মুখের ভেতরের বিভিন্ন জায়গা ছিঁলে গেলো। যা খাই, কিছুরই
স্বাদ পাই না।







শেষমেষ একটা বুদ্ধি করলেন ‘সেই রকম পানখোর’ নাটকের পরিচালক মারুফ
মিঠু। কী সেটা? ‘পান-সুপারি একসঙ্গে বেঁটে প্রস্তুত করে রাখা হতো। দরকার
হলেই হাজির হয়ে যাচ্ছে। চিবানোর ঝামেলা নেই। কিন্তু এত পান খেলে আসলেই
অন্যকিছু খাওয়ার রুচি কমে যায়। মাশাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন
নাদিয়া, রোবেনা রেজা জুঁই প্রমুখ। নাটকের দৃশ্যধারণ হয়েছে পুবাইলে।
বাংলাভিশনে ঈদের পরদিন রাত ৮টায় প্রচার হবে এটি।

সড়ক দুর্ঘটনায় শিল্পা শেঠি

Logoআপডেট:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪




2

এবি ডেস্ক
সড়ক
দুর্ঘটনার কবলে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। গত ২৫
সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী রাজ কুন্দ্রকে নিয়ে ভারতের অমৃতসার থেকে
জলানধারের একটি দোকান উদ্বোধন করতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।






জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঞ্জাবের কাপুরথালায় ধিলওয়ান টোল
প্লাজার সামনে অন্য একটি গাড়ির সঙ্গে শিল্পার গাড়ির সংঘর্ষ হয়।






তবে গাড়ির গতি কম থাকায় বিপদ এড়াতে পেরেছেন দুই গাড়ির চালকরা। এজন্য
শিল্পা তার সৃষ্টিকর্তা ও দেবী দুর্গাকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন,
কিছুদিন পরেই নবরাত্রি। এই শুভক্ষণে দুর্গাই তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে
এনেছেন।

সিলেটের 'তাপমাত্রা' বাড়াবেন নায়লা!

Logoআপডেট:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪




2

এবি প্রতিবেদক
খোলামেলা
হয়ে পোশাক পড়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন বাংলাদেশের বিতর্কিত র‌্যাম্প
মডেল নায়লা নাঈম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অর্ধনগ্ন হয়ে ফটো তোলা তার কাছে
সাধারণ ব্যাপার।






কিছুদিন আগে সম্পূর্ণ নগ্ন হয়ে প্লেবয় ম্যাগাজিনে ছবি তুলে বর্হিবিশ্বেও
আলোচিত হয়েছিলেন বাংলাদেশী এ তারকা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক
স্ট্যাটাস দিয়ে আবার সমালোচনার মুখে পড়েছেন নায়লা। টিভি বিজ্ঞাপনের একটি
শুটিংয়ে অংশ নিতে গতকাল শুক্রবার সিলেটে যান নায়লা। এয়ারপোর্টে পৌঁছানোর পর
তিনি এ স্ট্যাটাস দেন।




নায়লা তার ফেসবুকে লিখেছেন, 'শুনেছি বাংলাদেশের মধ্যে সিলেটের
আবহাওয়া ঠান্ডা থাকে বেশিরভাগ সময়। প্রথমবারের মত সিলেটে আসলাম সিলেটের
তাপমাত্রা বাড়াতে। ফেসবুকে এ স্ট্যাটাসটির নিচে স্থান দেখানো হয়েছে ওসমানি
আন্তর্জাতিক বিমানবন্দর। এ স্ট্যাটাস দেওয়ার পর তার ফেসবুক পেজে শুরু হয়
লাইক, কমেন্টসের ঝড়। ২৩ ঘন্টায় তার এ স্ট্যাটাসে লাইক দেন তিন হাজার ৬৮ জন।
তার সিলেট যাত্রাকে কেউ কেউ স্বাগত জানালেও কটুক্তি করতে ভুলেননি অনেকেই।




আসিফ জোবায়ের নামের এক ফেসবুক ব্যবহারকারি মন্তব্য করেছেন, 'বাড়িয়ে দেন আপুৃঅলরেডি ফিলিং দ্য হিট।'
জি এম সাইফুল ইসলাম লিখেছেন, 'ফায়ার সার্ভিস খবর দিব নাইলা?'
প্রিতম আহমেদ নামের একজন লিখেছেন, 'সাবধানে থাইকো। সিলেটের মানুষ কিন্তু পুরি খায়!'
সাইফুল্লাহ অন্তু লিখেছেন, 'ডায়লগ অব দ্য ইয়ার ডার্লিং'।
হোসাইন হৃদয় লিখেছেন,  'জোশ... সিলেটের তাপমাত্রা একদম তামাতামা করে দিন।'
এমন একের পর এক কমেন্টে ভরে গেছে নায়লার ফেসবুক ওয়াল।




নায়লা নাঈমের ফেসবুক লিংক : https://www.facebook.com/nailanayembd


কারিনা কাপুরের ২২টি অজানা তথ্য

Logoআপডেট:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪




2

এবি ডেস্ক
বলিউড সেক্স সিম্বল ও পাতৌদীর নবাব বাড়ীর বৌ কারিনা কাপুর খান ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন।


বাবা বলিউড অভিনেতা রনধীর কাপুর, মা ববিতা এবং ছোটবোন অভিনেত্রী কারিশমা
কাপুর। অভিষেক বচ্চনের বিপরীতে রিফিউজি সিনেমা দিয়ে প্রথম বলিউড যাত্রা
শুরু করেন কারিনা।






তারপর অশোকা, ওমকারা, কাভি খুশি কাভি গাম, হিরোইন, তালাশ, থ্রি ইডিয়ট,
বডিগার্ড , রা-ওয়ান, গোলমাল এসব সিনেমায় নৈপুন্য অভিনয়ের মাধ্যেমে দর্শকে
দৃষ্টি কাড়েন লাস্যময়ী এ অভিনেত্রী। কারিনা কাপুরের ২২টি অজানা তথ্য
আপনাদের জন্য তুলে ধরা হল।





(১) ববিতা যখন দ্বিতীয়বারের মত গর্ভবতী হন সেই সময় ‘অহহধ
কধৎবহরহধ’ শিরোনামের একটি বই পড়তেন আর মজার তথ্যটি হল এই বইটির কারিনা
নামটি তাকে এতোটাই প্রভাবিত করে যে তিনি বইয়ের নামেই বেবোর নাম রাখেন
কারিনা।




(৩) আপনি কি জানেন, এই কাপুর কন্যা বাণিজ্যের উপর ডিগ্রী অর্জন করতে
মিথিবাই কলেজে ভর্তি হন? তবে কিছুদিন পরেই এই বিষয়ে অনীহা চলে এলে আইন
বিষয়ে স্থানান্তরিত হন। শুধু তাই নয়, তিন মাসের গ্রীষ্মকালীন
মাইক্রোকম্পিউটার কোর্সে হাভারড বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন যদিও তিনি এই
কোর্সটিও শেষ করেননি।




(৪) ২০১২ সালে বলিউডে সাইফ-কারিনার বিয়েটি সবচাইতে আলোচিত ঘটনার একটি।

(৫)
ঋত্বিকের বিপরীতে ‘কাহোনা পেয়ার হ্যা’ সিনেমাতে কারিনা অভিনয় করতে
অস্বীকার করেন। তবে এই সুদর্শন নায়কের সাথে ‘ম্যা প্রেম কি দিওয়ানি হু’
সিনেমায় কাজ করার খাতিরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

(৬) সবার চোখে ফাঁকি দিয়ে শহীদ কাপুরের সাথে বিচ্ছেদের পর থেকেই সাইফের সাথে এক বাড়িতেই একই সাথে থাকা শুরু করেন।

(৭)
কারিনা কাপুর আদর্শ পাঞ্জাবি। আর পাঞ্জাবিদের মতই তিনি খেতে খুব ভালবাসেন।
ঘিয়ে ভাজা পরোটার সাথে দই এই অভিনেত্রীর প্রিয় খাবার। তবে কারিনা পাঞ্জাবি
খাবারের সাথে সাথে চাইনিজ,মোমো, পাস্তাও খেতে ভালোবাসেন। তবে খাওয়ার
পাশাপাশি যোগ ব্যায়াম করতে কখনোই ভুলেন না তিনি।

(৮)জানলে অবাক
হবেন, কাপুর পরিবারের কোন মেয়েই বিনোদন জগতের সাথে সম্পৃক্ত ছিলেন না। তবে
কারিশমা এবং কারিনা এই দুই বোন বংশের এই নিয়মটি চিরতরে ভেঙে ফেলেন।

(৯)
আরও একটি অদ্ভুত ব্যাপার হল, কারিনা এক সময় সাইফ আলী খানকে আংকেল বলে
সম্বধন করতেন এবং সাইফ-অমৃতার বিয়েতে কারিনাও উপস্থিত ছিলেন। সেই সময়
কারিনা টিনএজ বয়সের কোটাও পার করেন নি।

(১০) ববিতা কারিনার প্রথম
সিনেমা হিসেবে ‘রিফিউজি’কে বেছেনে য়ার পেছনে মুল কারণ ছিল কারিনার বিপরীতে
নায়কের চরিত্রে কাজ করবেন অভিষেক বচ্চন আর যে কিনা কারিনার বড় বোনের হবু
স্বামী।

(১১) কারিনা যে কখনোই বিপাশা বসুকে সহ্য করতে পারেন না তা
পুরো বলিউড জানলেও আপনি কি জানেন সাইফ যখন ‘রেস’ সিনেমায় বিপাশার বিপরীতে
অভিনয়ের প্রস্তাব পান তখন থেকেই কারিনার সাথে সাইফের দূরত্ব তৈরি হয়? যদিও
পরবর্তীতে সাইফ কারিনাকে বোঝাতে সক্ষম হন।

(১২) কারিনা কাপুরের
সোজাসাপ্টা কোথায় অনেক অভিনেত্রী মনঃক্ষুণ্ণ হলেও প্রিয়াংকার সাথে ‘হিরোইন’
সিনেমা নিয়ে বাকবিত-া একেবারে হট টপিকে পরিণত হয়।

(১৩) পুরো কাপুর
পরিবারে কারিনা কাপুরই একমাত্র সন্তান যিনি পুরো পরিবার থেকে দূরে
দেহরাদুনের স্কুলে পড়তেন এবং সেখানেই একটি গার্লস হোস্টেলে থাকতেন।

(১৪)আপনি কি জানেন দেভ সিনেমায় কারিনা প্লেব্যাক করেছিলেন? গানটি ছিল ‘যাব নেহি আয়ে’।

(১৫)
অনেকেই মনে করেন কারিনার ভেজিটারিয়ানে পরিণত হওয়ার পেছনে প্রেমিক শহীদ
কাপুরের অনেক বড় হাত রয়েছে। কিন্ত্য আসল ঘটনা হল ওজন কমাতে এবং সব ধরণের
পোশাকে নিজেকে মানিয়ে নিতেই এমন পদক্ষেপ নেন কারিনা।

(১৬) কারিনা মনে করেন দুই সফল নায়িকা কখনোই ভালো বন্ধু হতে পারেন না। আর তাই কি অমৃতা আরোরার সাথে কারিনার বন্ধুত্ব এতো গভীর?

(১৭) কারিনাই বলিউডে এমন একজন অভিনেত্রী যিনি একটি সিনেমাতেই ১৩৪ টি পোশাক পরার ইতিহাস গড়েন।
(১৮) কারিনা যখনই সময় পান ইউরোপের দেশ গুলোতে ঘুরতে বেরিয়ে পড়েন। কারণ ইউরোপীইয়ান ল্যান্ডের প্রতি কারিনার বিশেষ দুর্বলতা রয়েছে।

(১৯)কারিনা কাপুর কাফতান পরতে খুব ভালোবাসেন।

(২০)
মার সাথে কাপুর পরিবারের জটিলতার একপর্যায়ে কারিনা-কারিশমা দুই বোনই মার
পক্ষ নেন। এবং এরপর থেকে মার সাথেই থাকতে শুরু করেন। পারিবারিক এই ক্লেশের
দরুণ ঋষি কাপুরের বড় মেয়ে রিধিমা কাপুরের বিয়েতে উপস্থিত হননি
কারিনা-কারিশমা।

(২১) কারিনা ভক্তরা হয়তোবা জানেন না যে কারিনা নিজ হাতে রান্না করতে খুব ভালোবাসেন।

(২২) কারিনা কাপুর অনলিনে শপিং করতে ভীষণ পছন্দ করেন। আর মজার ব্যাপার হল কারিনার বেশিরভাগ ব্যাগ এবং পোশাক অনলাইনেই কেনা।

নয় বছর পর একসঙ্গে রিয়াজ-লাভলু

Logoআপডেট:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক

সর্বশেষ ২০০৫ সালে সালাউদ্দিন লাভলুর নির্দেশনায় 'মোল্লা বাড়ির বউ' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।





এরপর একই পরিচালকের নির্দেশনায় আর কখনোই রিয়াজের কাজ করা হয়ে ওঠেনি। তবে
দীর্ঘ নয় বছর পর আবারও সালাউদ্দিন লাভলুর নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকে
অভিনয় করেছেন রিয়াজ। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে নির্মিত নাটকটির নাম
'লাঠিপাগল'। মাসুম রেজার রচনায় এটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু।






নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ। গতকাল রাজধানীর অদূরে পুবাইলে
নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন, 'রিয়াজ
অনেক ভালো একজন মানুষ।






একজন শিল্পীর সবচেয়ে বড় গুণ এটা। তিনি ভালো অভিনয় তো করেনই, সেই সঙ্গে
ইউনিটের সবাইকে সহযোগিতা করেন। শুটিং চলাকালীন কোনো রকম বিরক্তিকর
পরিবেশেরও সৃষ্টি করেন না।






রিয়াজ বলেন, 'লাভলু ভাইয়ের নির্দেশনায় একটি চলচ্চিত্রে কাজ করেছি।
লাঠিপাগল তার সঙ্গে আমার প্রথম নাটক। এত গুণধ একজন নির্মাতা চমৎকারভাবে
ভালোবাসা দিয়ে কাজ আদায় করে নেন, যে কাজে কোনো অনীহাই থাকে না। বরং কাজের
প্রতি ভালোবাসা, দায়িত্ব চলে আসে নিজে থেকেই। অনেক ভালো একটি কাজ করেছি।
'লাঠিপাগল' নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৯টায় আরটিভিতে প্রচার হবে।


কুনালের সঙ্গে লিভিং টুগেদার নিয়ে মুখ খুললেন সোহা

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি ডেস্ক
সিনেমায়
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, প্রেম ও বিকিনি ফটোশুট নিয়ে বিভিন্ন সময় আলোচনায়
এসেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোহা আলি খান। দীর্ঘদিন থেকে বলিউড
অভিনেতা কুনাল খেমুর সাথে প্রেম করে যাচ্ছেন তিনি৷






সম্পর্কটি নতুন কিছু না হলেও সম্প্রতি কুনালের সঙ্গে লিভিং টুগেদার নিয়ে
মুখ খুললেন সোহা। তার মতে, বিয়ের পরে স্বামী-স্ত্রীর প্রেম কমে যায়, একজন
আরেকজনকে তোয়াক্কা না করা মূল কথা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেই একে অপরের প্রতি
ভালো লাগাও কমতে থাকে।






আর এ কারণেই সোহা এখন পর্যন্ত বিয়ে করতে রাজি হয়নি।  তিনি বলেন, বিয়ের
আগেই লিভিং টুগেদার আমার কাছে অধিক প্রিয়। এছাড়া সন্তান নেয়ার ব্যাপারে
সোহা জানান- বিয়ের আগে ‘মা’ হওয়া আমার পক্ষে সম্ভব না।






সোহার ভাষ্যমতে,‘মা’ হওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে৷ সোহার মতে এই
মুহুর্তে ইচ্ছা হলেই ব্যাগ গুছিয়ে ছুটি কাটানোর উদ্দেশ্যে বেড়িয়ে পড়া যায়৷
আর একটা বাচ্চা সামলানো মানে অনেক গুরুদায়িত্ব পালন করা৷






কিন্তু যখন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই এই বিষয়ে
ভাবনাচিন্তা করবেন৷ ২০০৬ সালে ‘রং দে বসন্তী’-তে সোনিয়ার চরিত্রে জনপ্রিয়
হন সোহা আলি খান৷ এরপর আরও অনেক ছবিতে তাঁর অভিনয় প্রশংসীত হয়৷






২০১৪ সালে ‘মিস্টার জো ভি করভ্যালো’-র পর আগামী ছবি ‘চারফুটিয়া
চোকারে’-তে একজন এনআরআই-র চরিত্রে দেখা যাবে তাঁকে৷ এছাড়াও জাতীয়
পুরষ্কারপ্রাপ্ত পরিচালক শিবাজী লোটান পাতিলের পরিচালনায় ১৯৮৪ সালের শিখ
বিরোধী দাঙ্গাঁর প্রেক্ষাপটের একটি ছবিতে কাজ করতে পারেন সোহা আলি
খান৷

সেন্সরে জমা পড়ল নিরব-অমৃতার ‘গেইম’

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
দীর্ঘদিন
ধরে নিরব-অমৃতার ‘গেইম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে শোনা গেলেও এতোদিন
সেন্সরেই জমা দেয়া হয়নি। অবশেষে সেন্সরে জমা পড়ল তাদের কাক্সিক্ষত সেই
ছবিটি।






এবার ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন
সিনেমাটির প্রযোজক। ছবিটি নিয়ে নিরব বলেন,‘গেইম’ চলচ্চিত্রটি একটি নতুন
ধারা তৈরি করবে বলে আমি মনে করি।






গল্প ও লোকেশনে ভিন্নতাই সিনেমাটির মূল শক্তি। অমৃতা বলেন,’ সিনেমাটিতে
অভিনয়ে অনেক শ্রম দিয়েছি। আশা করছি এটি দর্শকদেরও ভালো লাগবে।‘ ‘গেইম’
সিনেমাটির মূল চমক এতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন প্রমিথিউস ব্যান্ডের
ভোকাল বিপ্লব। রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমা ‘গেইম’ যৌথভাবে পরিচালনা
করেছেন রয়েল ও অনিক।



ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ মিছিলে স্বস্তিকা

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি ডেস্ক
পশ্চিমবঙ্গের
যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সদস্য টালিউড অভিনেত্রী স্বস্তিকা
মুখোপাধ্যায় ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন।






গতকাল শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিপীড়ন ও ছাত্রীদের
শ্লীলতাহানির মামলায় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে
যোগ দেন আলোচিত এই অভিনেত্রী।






এ প্রসঙ্গে স্বস্তিকা জানান, একজন অশিক্ষিত নারী হলেও তিনি এ মিছিলে যোগ
দিতেন। শুধু ফেসবুক, ট্যুইটারে জ্বালাময়ী বক্তব্য দিলেই তো দায়িত্ব শেষ
হয়ে যায় না। যেখানে জাতি-ধর্ম-সামাজিক ভেদাভেদ ভুলে সকলেই মিছিলে যোগ
দিয়েছেন সেখানে মানুষ হিসেবে, একজন নারী হিসেবে নিজস্ব দায়িত্ববোধ থেকেই
তিনি এ মিছিলে যোগ দেন।






আর এ নিয়ে নানা সমালোচনার মুখেও পড়েছেন এ তারকা। কিন্তু কারো কথার পরোয়া
না করে সামনে এগিয়ে যাবেন বলেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে
বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কয়েকজন ছাত্র তাদেরই এক সহপাঠিনীর শ্লীলতাহানি
করে বলে অভিযোগ ওঠে।






অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তী এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন
করেন। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ ওই কমিটি নিরপেক্ষ্য নয়। তাই এর
বিরুদ্ধে প্রতিবাদ জানালে উপাচার্য তাদের দেখে নেওয়ার হুমকি দেন।






তবে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যায়। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করে
পুলিশ এসে ক্যাম্পাসের সব আলো নিভিয়ে দিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মারধর
করে এবং ছাত্রীদের শ্লীলতাহানি করে। আর এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের
বুদ্ধিজীবী মহলে আলোড়ন উঠে। এবার সেই ধারাবাহিকতায় সকলের সঙ্গে স্বস্তিকাও
আন্দোলনে নেমে পড়েছেন।

  


‘প্রায় রকস্টার’ নাটকে মোশাররফ করিম

Logoআপডেট:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪




1

এবি প্রতিবেদক
এবার
রকস্টার চরিত্রে অভিনয় করলেন মোশাররফ করিম। ঈদে ‘প্রায় রকস্টার’ নামের
একটি নাটকে মাথাভর্তি ঝাঁকড়া চুল নিয়ে গলায় মালা ও হাতে ব্রেসলেট পড়ে গান
গাইতে দেখা যাবে তাকে।






 নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। তবে পুরো নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে একজন সেলসম্যান হিসেবে।





চরিত্রের প্রয়োজনেই একসময় হয়ে যান দেশসেরা রকস্টার। নাটকটিতে আরও অভিনয়
করেছেন প্রভা, নিয়াজ মোর্শেদ, আদনান প্রমুখ। নাটকটি ঈদুল আজহার তৃতীয় দিনে
বাংলাভিশনে প্রচারের কথা রয়েছে।




গলা ফাটিয়ে কাঁদলেই মিলবে পুরস্কার!

Logoআপডেট:
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪






এবি প্রতিবেদক
যে
সবছেয়ে বেশি গলা ফাটিয়ে কাঁদতে পারবে সেই জয়ী হবে। আর এই জন্য পাবে
পুরস্কার। বাচ্চাদের কান্নার এমন লড়াইয়ে অংশ নিয়েছে ৬-১৮ মাস বয়সী শতাধিক
শিশু।






এই ‘কান্না উৎসবে’ সন্তানকে কাঁদাতে সাজিয়ে-গুজিয়ে নিয়ে গেলেন তদের
মা-বাবা। শুধু তাই নয়, শিশু সন্তান যত কাঁদছে মা-বাবার আনন্দ যেন তত বাড়ছে।
আসনে বসে উপভোগ করছেন তারা। এমন বিস্ময় ঘটনা ঘটল জাপানের রাজধানী
টোকিও-তে।





সকাল সকাল এই ‘কান্না উৎসবে’ সেজে উঠল টোকিও। কান্না দৌড়ে
সন্তানদের শামিল করার একটাই কারণ। জাপানের নিয়ম অনুযায়ী শিশু সন্তান যত
কাঁদবে তত নাকি তার শরীর ভালো হবে। শুধু তাই নয় বেশি কাঁদলে সন্তানের জীবন
হবে সুখের এমনই ধারণা জাপানিদের। আর সন্তানের সুস্বাস্থ্য আর সুখ কামনা তো
করেন সব মা-বাবাই।

তাই টোকিওবাসী শিশু সন্তানদের কোলে নিয় দল বেঁধে
হাজির হন এলাকারই একটি ফাঁকা মাঠে। লাইন দিয়ে মা-বাবা কোলে রয়েছে ৬ থেকে ১৮
মাসের ফুটফুটে শিশুরা। তাদের সাজানো হয়েছে একেবারে রাজবেশে।






প্রত্যেক শিশুর নাম লেখানো ছিল আগে থেকেই। একে এক নাম ধরে ডাকা হল
শিশুদের। কিন্তু তাদের কাঁদাবে কে? মঞ্চে দাঁড়িয়ে আছেন সারি দিয়ে সুমোর দল।
এক এক নিজেদের সন্তানকে সুমোদের হাতে তুলে দিলেন অভিভাবকেরা। ছোট্ট
ক্ষুদেরা বৃহদাকার মানুষ দেখেই তো ঠোঁট ফোলাতে শুরু করেছে। আর যারা একটু
বিচ্চু, মানে সহজে কাঁদে না তারা হাত নেড়ে বার বার নাক-চোখে হাত দিচ্ছে
সুমোদের। আর হাঁসছে খিল খিল। নানা কায়দায় হাঁসিমুখো শিশুদেরও কাঁদাল
সুমোরা। যদিও তাদের কাঁদানোর জন্য একটু বেশি খাটতে হলো।  যেমনই তাদের গলা
ছেড়ে কাঁদা তেমনই করতালির ঝড়। সন্তানের গলা চিরে কান্নায় ব্যাপক মজা লুটলেন
মা-বাবারা।

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব-অপুর ‘হিটম্যান’

Logoআপডেট:
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪






এবি প্রতিবেদক
ঈদে
ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘হিটম্যান’। এতে শাকিবের
সহশিল্পী অপু বিশ্বাস। ছবিটির একটি গানের স্যুটিং করতে বর্তমানে ব্যাংককে
অবস্থান করেছেন তারা।






বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।  এ প্রসঙ্গে তিনি বলেন,
‘ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকায় ফিরে এটি ছাড়পত্রের জন্য
সেন্সরে জমা দেবো। প্রায় দেড়শ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।






এক সপ্তাহের মধ্যে ‘হিটম্যান’-এর ট্রেলার ও গান উন্মুক্ত হবে
ইন্টারনেটে। দেড় কোটি টাকা বাজেটের ছবিটি প্রযোজনা করেছেন মো. জাহাঙ্গীর
আলম। পরিবেশনায় সজিব ফিল্মস। এদিকে শাকিব অভিনীত ‘শোধ’-এর নাম পাল্টে রাখা
হয়েছে ‘সেরা নায়ক’। ওয়াকিল আহমেদ পরিচালিত এ ছবিটিও ঈদে মুক্তি দেওয়ার
প্রস্তুতি চলছে। ‘সেরা নায়ক’ ছবিতেও শাকিবের সহশিল্পী অপু বিশ্বাস ।




মা হলেন ছবি

Logoআপডেট:
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪






এবি প্রতিবেদক
ছোট
পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি পুত্রসন্তানের মা হয়েছেন। সোমবার
বেলা একটা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন
হয়।






বিষয়টি নিশ্চিত করেছেন ছবির স্বামী তন্ময় সরকার। এ প্রসঙ্গে তিনি
সাংবাদিকদের জানান, দুপুর একটা ৫৫ মিনিটে ছবি মা হয়েছেন। বর্তমানে
মা-সন্তান দুজনই সুস্থ আছেন। রোববার দিবাগত রাত দুইটা নাগাদ ছবিকে
হাসপাতালে ভর্তি করা হয়েছিল।





উল্লেখ্য, ১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের
মাধ্যমে ফারজানা ছবির অভিনয়ে অভিষেক হয়। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবার
অভিনয়ে নিয়মিত হন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে পারিবারিকভাবে ঢাকা কমার্স
কলেজের শিক্ষক তন্ময় সরকারকে বিয়ে করেন ফারজানা ছবি। আগামী নভেম্বর মাসে
ছবির মা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই মা হলেন তিনি।