, , No Comments

সুপার টেন-এ যাদের সাথে লড়বে বাংলাদেশ

Logoআপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০১৬
এবি ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডস ও ওমানকে বড় ব্যবধানে হারিয়ে “টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬” এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

বাচাই পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৫৪ রানের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নিল টাইগাররা। আগামী ১৫ মার্চ মঙ্গলবার স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্বের। সুপারটেন এর প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ৩ এপিল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।


গ্রুপ দুই'য়ে পড়েছে বাংলাদেশ। মূল পর্বে গ্রুপ দুই'য়ে বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম খেলা ১৬ মার্চ বুধবার পাকিস্তানের সাথে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। তৃতীয় ম্যাচে ২৩ মার্চ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যু সেই ব্যাঙ্গালুরু। আর সবশেষ ম্যাচে ২৬ মার্চ কলকাতায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তামিম-সাকিবরা।


সুপার টেন পর্বে বাংলাদেশের ফিকশ্চার

তারিখ                     ম্যাচ                           ভেন্যু                                       সময়



১৬ মার্চ                বাংলাদেশ-পাকিস্তান                 কলকাতা                                  বিকেল সাড়ে তিনটা


২১ মার্চ                বাংলাদেশ-অস্ট্রেলিয়া                 ব্যাঙ্গালোর                                   রাত আটটা

 
২৩ মার্চ                বাংলাদেশ-ভারত                   ব্যাঙ্গালোর                                    রাত আটটা


২৬ মার্চ               বাংলাদেশ-নিউজিল্যান্ড                কলকাতা                                 বিকেল সাড়ে তিনটা

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন