এবার বাংলাদেশের ছবিতে দেব!
এবি ডেস্ক
টালিগঞ্জের
জনপ্রিয় হিরো জিৎ, সোহম, প্রসেনজিৎ, ওম, ইন্দ্রনীল, পরমব্রত ও অঙ্কুশ
ইতোমধ্যে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। এবার তাদের
পথে হাঁটছেন ওপার বাংলার আরেক সুপারস্টার দেব।
কলকাতার চলচ্চিত্রে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। একইসঙ্গে বাংলাদেশে
তার জনপ্রিয়তাও কম নয়। অনেকদিন ধরেই খবর উড়ে বেড়াচ্ছিল দেব বাংলাদেশ-ভারত
যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন। কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে
এবার সেই খবরের সঙ্গে শোনা গেল ঢাকাই ছবিতে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়ার নাম।
শোনা গেছে, জাজ ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে অভিনয় করতে চলেছেন
পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। সূত্রের খবর, ছবির নাম চূড়ান্ত না হলেও
দেবের সঙ্গে নাকি জাজের মাল্টিমিডিয়া প্রাথমিক কথা সেরে ফেলেছে। আর দেবের
বিপরীতে জাজ তার নিজের ঘরের নায়িকাই ব্যবহার করবে। শিগগিরই এ বিষয়ে
আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে টালিউডে শুরু হয়
দেবের ক্যারিয়ার। এরপর নানা চড়াই উৎরাই কাটিয়ে তিনি এখন টলিউডের ‘দেব-দ্যা
সুপারস্টার’। অ্যাকশান- রোমান্টিক-কমেডি-নাচে-ফিগারে বরাবরই সফল তিনি।
বাণিজ্যিক ছবির বাইরেও গেল বছরে মুক্তি পাওয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের
‘চাঁদের পাহাড়’ ছবিটি দেবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন