, , No Comments

জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে মূকাভিনয় কর্মশালা

Logoআপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
এবি প্রতিবেদক
সেন্টার ফর মাইম এ্যান্ড প্যান্টোমাইম’র আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে তিনদিন ব্যপী মূকাভিনয় কর্মশালা।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকছেন ভারতের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী ও নির্দেশক রণেন চক্রবর্তী । বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় নাট্যশালার ১নং মহড়া কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সেক্রেটারী দেবপ্রসাদ দেবনাথ।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি নাট্যজন জাহীদ রিপন এবং সেক্রেটারী রেজওয়ান রাজন। পংকজ ঘোষের সমন্বয়ে অনুষ্ঠিত এ কর্মশালার সার্বিক সহযোগিতায় রয়েছে থিয়েটার বিষয়ক সাময়িকী ‘মঞ্চকথা’।
উল্লেখ্য, ৩০জন নাট্যকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত এ কর্মশালা শেষে রণেন চক্রবর্তী ১৪-১৬সেপ্টেম্বর হবিগঞ্জ, ১৭-১৯সেপ্টেম্বর যশোর, ২০-২২সেপ্টেম্বর খুলনা এবং ২৩-২৫সেপ্টেম্বর মাগুরায় আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ দেবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন