ধন-সম্পদে মেসি ও রোনাল্ডোর চেয়ে এগিয়ে ধোনি
আপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
আর্জেন্টিনার
অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ তারাক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে
ছাড়িয়ে আর্থিকভাবে বিশ্বের ৫ম ধনীর স্থান অধিকার করেছেন ভারতীয় ক্রিকেট
দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি বিশ্ব বিখ্যাত ফোর্বস
ম্যাগাজিনের একটি জরিপে এমটি ধরা পড়েছে। ফোর্বসের তালিকায় ২১ মিলিয়ন ডলারের
আর্থিক সম্পদের মালিক ধোনির সামনে রয়েছেন রজার ফেদেরার, টাইগার উডস,
লিব্রন জেমস, ফিল মিকেলসন এবং মারিয়া শারাপোভা। স্পোর্টস ২৪ ওয়েবসাইটে
প্রকাশিত খবরে বলা হয়, সুইজারল্যান্ডের টেনিস তাকরা ফেদেরার এবং আমেরিকান
গলফ আইকন টাইগার উডস উভয়ের সম্পদের আর্থিক মূল্যই সমান ৪৬ মিলিয়ন ডলার।
তাদের পরেই রয়েছেন আমেরিকান বাস্কেট বল তারকা লিব্রন জেমস। তার সম্পদের
আর্থিক মূল্য ২৭ মিলিয়ন ডলার। ফেদেরার এবং উডস উভয়েই ২০১৩ সালে ৪৬ মিলিয়ন
ডলার করে আয় করেছেন। আর ধোনি আয় করেছেন ২১ মিলিয়ন ডলার। শীর্ষ ১০ জনের
মধ্যে জায়গা পাওয়া ২ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি উভয়েরই
সম্পদের মূল্য ১৩ মিলিয়ন ডলার। জানা গেছে, রজার ফেদেরার রেকর্ড ১৭টি
গ্রান্ড স্লাম শিরোপা জয় করেছেন। আর রেকর্ড সর্বোচ্চ ১৮টি বড় ধরনের গলফ
শিরোপা অর্জন কারি জ্যাক নিকলাসের চেয়ে ৪টি কম ১৪টি অর্জন করেছেন টাইগার
উডস।
বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রীড়াবিদ
১. রজার ফেদেরার (টেনিস) এবং টাইগার উডস (গলফ) : ৪৬ মিলিয়ন ডলার উভয়ে।
২. লিব্রন জেমস (বাস্কেট বল) : ২৭ মিলিয়ন ডলার
৩. ফিল মিকেলসন (গলফ) : ২৫ মিলিয়ন ডলার
৪. মারিয়া শারাপোভা (টেনিস) : ২৩ মিলিয়ন ডলার
৫. মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট) : ২১ মিলিয়ন ডলার
৬. উসাইন বোল্ট (ট্র্যাক এন্ড ফিল্ড) : ২০ মিলিয়ন ডলার
৭. কোবি ব্রায়ান্ট (বাস্কেট বল) : ১৯ মিলিয়ন ডলার
৮. লি না (টেনিস) : ১৫ মিলিয়ন ডলার
৯. ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার
১০. লিওনেল মেসি (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন