, , No Comments

শুরু হচ্ছে ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’র দ্বিতীয় পর্ব

Logoআপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
ঢাকা’র অদুরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সনামধন্য নাট্যদল নিরাভরণ থিয়েটার। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ নাট্যদলটি এরইমধ্যে মঞ্চে এনেছে ৭টি অনবদ্য নাট্য প্রযোজনা। দলটি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় নাট্যশালার পরিক্ষণ ও স্টুডিও থিয়েটার হলে দুইভাগে আয়োজন করছে ৬দিনব্যাপী ‘শরৎ শীতের সন্ধি সাঁজে, নিরাভরণ শাখ বাজে’ শীর্ষক ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’।

১১-১৩ অক্টোবর’১৪ অনুষ্ঠিত হয়েছে উৎসবের প্রথম পর্ব। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় ৬ দিনের এ নাট্যোৎসবের উদ্বোধন করেন দেশের বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। ১৮অক্টোবর পরিক্ষণ থিয়েটার হলে বর্ণাঢ্য এ নাট্যাসরটি দ্বিতীয় পর্ব শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

মঞ্চায়নে ১৮অক্টোবর পরিবেশিত হবে আনন জামানের রচনা ও নির্দেশনায় নিরাভরণ থিয়েটার প্রযোজনা ‘সামন্ত নথি’। কাল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ এর আশ্রয়ে আনন জামানের রচনা ও আশিক রহমান লিয়নের নির্দেশনায় মহাকাল নাট্য সম্প্রদায়ের আলোচিত নাটক ‘নিশিমন-বিসর্জন’। ২০ অক্টোবর সমাপনী মঞ্চে প্রদর্শিত হবে পল্লীকবি জসীম উদ্দিনের রচিত ও আনন জামান নির্দেশিত বুনন থিয়েটার প্রযোজনা ‘নকশী কাঁথার মাঠ’।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন