, , 1 comment

দীর্ঘ একবছর পর ‘দ্রোহ প্রেম নারী’

Logoআপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক রামিজ রাজু।

২০১০ সালের ১৭ জুন মঞ্চে আসা এ নাটকটি অল্প সময়ের মধ্যে বেশ দর্শক প্রিয়তা পেলেও দলের নিয়মিত আয়োজন ও নতুন নাটকের উষ্ণতায় পিছিয়ে পড়ে। অবশেষে দীর্ঘ একবছরের মাথায় আবারও প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোর প্রযোজিত এ নাটকটি।

২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে ‘দ্রোহ প্রেম নারী’র ১৬তম মঞ্চায়ন। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

তৌফিক আজীম রবিনের আলোক পরিকল্পনায় নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন শিশির রহমান। গানে কন্ঠ দিয়েছেন শারমীন সাথী, জাকির হোসেন শিপলু, শিশির রহমান ও রামিজ রাজু।

মূলত, ভালোবাসা ও প্রেরণা ছাড়া মানুষ কোন শক্তিকেই জয় করতে পারে না। তাই এর অবমাননা প্রতিঘাতরূপে ফিরে আসে নিজের ভাগ্যে। হৃদয়ের এই রহস্যই মানুষকে করেছে চির-রহস্যময়। পৃথিবীকে করেছে বিচিত্র-সুন্দর। তাই নিয়েই গড়ে উঠেছে “দ্রোহ প্রেম নারী”।

নাটকটিতে অভিনয় করছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর,  ইষ্টের সুমী, নিজাম লিটন, রিগ্যান রতœ, মনির, চৈতী, সীমান্ত, বিপ্লব, মামুন, লিটু, সুজন, আশা, উষা, সুজয় এবং সেলিম।

1 টি মন্তব্য: