শাবনূরের কণ্ঠে আজম খানের গান
এবি প্রতিবেদকপপসম্রাট আজম খানের গানে এবার দর্শক মাতালেন চিত্রনায়িকা শাবনূর। নামকরা শিল্পীদের শতাধিক গানে ঠোঁট মিলিয়েছেন এক সময়কার রূপালি পর্দা কাঁপানো জনপ্রিয় এ অভিনেত্রী।
তিনিও যে চমৎকার গাইতে পারেন সেটা দর্শকদের অজানাই ছিলো। ৫ মার্চ হঠাৎ মাইক্রোফোন হাতে সবাইকে চমকে দেন তিনি। ভরা মজলিশে পপসম্রাট আজম খানের ‘চুপ চুপ চুপ/ অনামিকা চুপ/ কথা বলো না’ গানটি পরিবেশন করেন তিনি।
চলচ্চিত্র প্রযোজক শাহীন কবিরের জন্মদিনের পার্টিতে দেখা মিললো ভিন্ন এক শাবনূরের। তার গানের তালে উপস্থিত দর্শকরা হাত তালি দিয়ে তাকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানে শাবনূর ছাড়াও আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান, অমিত হাসান, নিরব, ইমন, জায়েদ খান, চিত্রনায়িকা পপি, নিপূনসহ আরো অনেক।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন