, , No Comments

ছাড়পত্র পেল ‘মহুয়া সুন্দরী’

Logoআপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০১৫
এবি প্রতিবেদক
এবার ছাড়পত্র পেল হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনির নতুন ছবি ‘মহুয়া সুন্দরী’। কোনরকম কাটছাট ছাড়াই বৃহস্পতিবার ছবিটিকে ছাড়পত্র দিয়েছে সেন্সরবোর্ড।

এর আগে দুপুরে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখতে বসেন। সদস্যদের কোনোরকম আপত্তি ছাড়াই আনকাট সেন্সর পায় সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি।

পরিচালক রওশন আরা নিপা বলেন, ছবিটি আনকাট ছাড়পত্র পাওয়ায় ভালো লাগছে। এ ছাড়া দীর্ঘদিন পর একটি ব্যতিক্রম কাহিনী বোর্ডের নজর কেড়েছে। যদিও এই ছবিটি আগেও আবির্ভূত হয়েছে রুপালি পর্দায়। গত বছরের অক্টোবরে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছিল এ ছবিটির শুটিং। ছবিটিতে ‘মহুয়া সুন্দরী’রূপে দেখা যাবে পরীমনিকে। ‘মৈমনসিংহ গীতিকা’র কাহিনী অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হচ্ছে পরীর। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন এ অভিনেত্রী। এ ছবিতে আরো রয়েছেন মামুনুর রশিদ, সুমিত, মিঠুসহ আরো অনেকে।


উল্লেখ্য, একই গল্প নিয়ে এর আগেও ১৯৬৬ সালে আলী মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’। পরে ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন