, , No Comments

মুন্নাভাই সিরিজে অভিনয় করতে পারেন আমির খান!

Logoআপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
মুন্নাভাই সিরিজের তৃতীয় সিনেমা ‘মুন্না চলে দিল্লি’তে সার্কিট-এর ভূমিকায় অভিনয় করতে পারেন বলিউডের পারফেক্সনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

এরই মধ্যে মুন্নাভাই সিরিজে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছেন আমির। প্রযোজক বিধু বিনোদ চোপড়া পিকে সিনেমায় আমিরের কাজে মুগ্ধ হয়ে তাকে মুন্নাভাই সিনেমায় নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

এবার হয়তো আরশিদ ওয়ার্সির পরিবর্তে মুন্নাভাইয়ের সঙ্গি সার্কিটের ভূমিকায় আমির খান অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

পরিচালক সুভাষ কাপুর দিওয়ালিতে পিকে সিনেমার টিজার রিলিজের দিনে নাকি আমিরকে তাঁর পছন্দের রোল সার্কিটের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলেও কানাকানি চলছে। যদিও এসব খবরে এখনো নিশ্চিত কওে কিছুই বলা যাচ্ছেনা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন