, , No Comments

নিজেই ঠিক করলেন নিজের মৃত্যুর দিন!

Logoআপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
নিজের জীবন নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ব্রিটানি মেনার্ড নামের এক নারী। নিজেই নিজের মৃত্যুর দিন ঠিক করেছেন ২৯ বছর বয়সী ওই নারী।

তিনি এক বছরেরও বেশি সময় ধরে মস্তিষ্কের ক্যান্সারে ভুগছেন। গত জানুয়ারি থেকে তার চিকিৎসা চলছে।

কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে এবং পরিবারের সদস্যদের মুক্তি দিতে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

যেহেতু তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তাই তিনি এই কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন। সিএনএনডটকমের মতামত কলামে তিনি লেখেন, দীর্ঘদিন চিন্তা ভাবনা করে আমি ও আমার পরিবারের লোকজন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

আমার জীবন বাঁচাতে পারে এমন কোনো চিকিৎসা আর নেই। বেঁচে থেকে আমি শুধু সময়ই নষ্ট করছি। লেখাটিতে তিনি ছবি ও ভিডিও যুক্ত করেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন