, , No Comments

আলোচনায় রণভীর-পরিনীতির নতুন গান

Logoআপডেট: শুক্রবার, ০৩ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
সম্প্রতি 'কিল দিল' ছবির পোস্টার নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল। এবার আলোচনায় তার গান। 'সুইটা' শিরোনামের গানটি মুক্তি দেয়ার পরই এ নিয়ে বিভিন্ন মন্তব্য শুরু হয়েছে বলিউড পাড়ায়। গানটিতে দেখা গেছে, রণভীর সিং এবং পরিণীতা চোপড়া সুইমিং পুলের মাঝে চুমু খেতে ব্যস্ত। মূলত পুরো ছবির প্রমোশনই যেন করা হচ্ছে এই দৃশ্যকে ঘিরে।

গুলজারের কথা আর আদনান সামির কণ্ঠে এবং শংকর এহসান লয়-এর কম্পোজিশনে এই গানের মাধ্যমে ১৯৬০-এর দশকে চলে যাবেন সবাই। সমালোচনার পেছনে যুক্তি হলো, এ গানের প্রচারে রণবীর এবং পরিণীতার লিপ কিস দেখানো হয়েছে বেশি বেশি।

শাদ আলীর পরিচালনায় 'কিল দিল' ছবিতে আরো রয়েছেন গোবিন্দ এবং আলী জাফর। এর নামকরণে হলিউড মুভি 'কিলি বিল'-এর নামকে বেছে নেওয়া হয়েছে। ১৪ নভেম্বর ছবিটি দেওয়ার কথা রয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন