, , No Comments

আমিরের রেডিও হাতে নগ্ন আনুশকা!

Logoআপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের ‘পিকে’ পোস্টার নিয়ে এরই মধ্যে কম হৈচৈ পড়েনি। তারপর অভিযোগ ওঠে এই পোস্টারটি নাকি এক পর্তুগীজ গায়কের অ্যালবাম কভারের নকল।

এসব বিতর্ক যেতে না যেতেই সামনে এল আরও একটি চাঞ্চল্যকর খবর। এই ছবির প্রমোশনের জন্যে এবার আমিরের মতোই বোল্ড অবতারে হাতে রেডিও নিয়ে দেখা যাবে ‘পিকে’র নায়িকা আনুশকা শর্মাকে। তবে এখানেও রয়েছে সামান্য ট্যুইস্ট।

হোয়াটস অ্যাপে ১৬ এই পোস্টারটি অক্টোবর রিলিজ করা হয়। পোস্টারটি পেতে হোয়াটস অ্যাপে অন্তত দশ জনের একটি পিকে গ্রুপ তৈরি করতে হয়।
সেখানে শেয়ার করতে হবে আনুশকার ভিডিও লিঙ্ক এবং সবশেষে শেয়ার করতে হবে একটি ফোন নম্বর। ব্যস, তাহলেই পেয়ে যাবেন এই বোল্ড পোস্টারটি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন