, , No Comments


নিজের নগ্ন ছবি প্রকাশ করলেন মাইলি সাইরাস

Logoআপডেট:
বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০১৪
1

এবি ডেস্ক
আবারও
সমালোচিত হয়েছেন বিতর্কিত মার্কিন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস।
নিজের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন তিনি। এবার পোস্ট
করেছেন স্নানরত অবস্থায় নিজের ছবি।


২১ বছর বয়সী এই পপতারকা এই মুহূর্তে আছেন ব্রাজিলে। মঙ্গলবার সেখান
থেকেই তিনি ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশন ছিল, ‘নিজেই নিজের সঙ্গে প্রেম
করছি’।


ইন্সটাগ্রামে তার অনুসারীরা দেখতে পারবেন তার এই ছবিটি। ছবিতে ‘রেকিং
বল’ খ্যাত এই তারকা নিজের গোপন অঙ্গ ঢেকেছেন সাবানের ফেনা দিয়ে। তার অন্যসব
ছবির মতো এবারও জিহ্বা বের করেই ছবিটি তুলেছেন তিনি।


এর আগেও স্নানরত অবস্থায় নিজের ছবি পোস্ট করেছিলেন মাইলি। ছবিটি ছিল ওপর
থেকে তোলা এবং তার চোখ থেকে মাশকারা গড়িয়ে পড়তে দেখা যাচ্ছিল। এ ছবিতে
তিনি হাত দিয়ে নিজের যৌনাঙ্গ ঢেকে রেখেছিলেন।
0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন