দীর্ঘ একবছর পর ‘দ্রোহ প্রেম নারী’
এবি প্রতিবেদক
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক রামিজ রাজু।
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক রামিজ রাজু।
২০১০ সালের ১৭ জুন মঞ্চে আসা এ নাটকটি অল্প সময়ের মধ্যে বেশ দর্শক
প্রিয়তা পেলেও দলের নিয়মিত আয়োজন ও নতুন নাটকের উষ্ণতায় পিছিয়ে পড়ে। অবশেষে
দীর্ঘ একবছরের মাথায় আবারও প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোর প্রযোজিত এ নাটকটি।
২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার
মূল হলে রয়েছে ‘দ্রোহ প্রেম নারী’র ১৬তম মঞ্চায়ন। নাটকটির মঞ্চ ও পোশাক
পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।
তৌফিক আজীম রবিনের আলোক পরিকল্পনায় নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন
শিশির রহমান। গানে কন্ঠ দিয়েছেন শারমীন সাথী, জাকির হোসেন শিপলু, শিশির
রহমান ও রামিজ রাজু।
মূলত, ভালোবাসা ও প্রেরণা ছাড়া মানুষ কোন শক্তিকেই জয় করতে পারে না। তাই
এর অবমাননা প্রতিঘাতরূপে ফিরে আসে নিজের ভাগ্যে। হৃদয়ের এই রহস্যই মানুষকে
করেছে চির-রহস্যময়। পৃথিবীকে করেছে বিচিত্র-সুন্দর। তাই নিয়েই গড়ে উঠেছে
“দ্রোহ প্রেম নারী”।
নাটকটিতে অভিনয় করছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা,
অনিন্দ্র কিশোর, ইষ্টের সুমী, নিজাম লিটন, রিগ্যান রতœ, মনির, চৈতী,
সীমান্ত, বিপ্লব, মামুন, লিটু, সুজন, আশা, উষা, সুজয় এবং সেলিম।
okkeeeeeeeeeeeeeeee
উত্তরমুছুন