, , No Comments

বলিউডে ভিড়ছেন হটলেডী!

Logoআপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
এবি ডেস্ক
এবার বলিউডে পাড়ি জমাচ্ছেন মরোক্কান সুপার হট মডেল নোরা ফাতেহি। কমল সাধ পরিচালিত ‘রোর-টাইগারস অব দ্য সুন্দরবন’ ছবিতে দেখা যাবে এই মডেলকে।

নোরাকেও একজন কমান্ডোর চরিত্রে দেখা যাবে। তাকে সুন্দরবনের এক মিশনে পাঠানো হয় সাদা বাঘ মারার জন্য। ছবিটিতে রয়েছে প্রচুর অ্যাকশন, ড্রামা আর থ্রিল।

শুধু এ ছবিই নয়, নোরা এরপর ব্যস্ত হয়ে যাবেন ইমরান হাসমি অভিনীত ‘মিস্টার এক্স’ ছবির কাজে। সেখানে তাকে দেখা যাবে আইটেম গানে।

এছাড়াও প্রকাশ ঝা পরিচালিত ‘ক্রেজি কুক্কড় ফ্যামিলি’ ছবিতেও অভিনয় করবেন নোরা ফাতেহি। হট নোরাকে দিয়ে ছবি করাতে আরো অনেক পরিচালকই লাইন ধরেছেন বলে শোনা যাচ্ছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন