শুরু হচ্ছে ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’র দ্বিতীয় পর্ব
আপডেট:
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪
এবি প্রতিবেদক
ঢাকা’র অদুরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সনামধন্য নাট্যদল নিরাভরণ থিয়েটার। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ নাট্যদলটি এরইমধ্যে মঞ্চে এনেছে ৭টি অনবদ্য নাট্য প্রযোজনা। দলটি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় নাট্যশালার পরিক্ষণ ও স্টুডিও থিয়েটার হলে দুইভাগে আয়োজন করছে ৬দিনব্যাপী ‘শরৎ শীতের সন্ধি সাঁজে, নিরাভরণ শাখ বাজে’ শীর্ষক ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’।
ঢাকা’র অদুরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সনামধন্য নাট্যদল নিরাভরণ থিয়েটার। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ নাট্যদলটি এরইমধ্যে মঞ্চে এনেছে ৭টি অনবদ্য নাট্য প্রযোজনা। দলটি অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় নাট্যশালার পরিক্ষণ ও স্টুডিও থিয়েটার হলে দুইভাগে আয়োজন করছে ৬দিনব্যাপী ‘শরৎ শীতের সন্ধি সাঁজে, নিরাভরণ শাখ বাজে’ শীর্ষক ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’।
১১-১৩ অক্টোবর’১৪ অনুষ্ঠিত হয়েছে উৎসবের প্রথম পর্ব। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় ৬ দিনের এ নাট্যোৎসবের উদ্বোধন করেন দেশের বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। ১৮অক্টোবর পরিক্ষণ থিয়েটার হলে বর্ণাঢ্য এ নাট্যাসরটি দ্বিতীয় পর্ব শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
মঞ্চায়নে ১৮অক্টোবর পরিবেশিত হবে আনন জামানের রচনা ও নির্দেশনায় নিরাভরণ থিয়েটার প্রযোজনা ‘সামন্ত নথি’। কাল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ এর আশ্রয়ে আনন জামানের রচনা ও আশিক রহমান লিয়নের নির্দেশনায় মহাকাল নাট্য সম্প্রদায়ের আলোচিত নাটক ‘নিশিমন-বিসর্জন’। ২০ অক্টোবর সমাপনী মঞ্চে প্রদর্শিত হবে পল্লীকবি জসীম উদ্দিনের রচিত ও আনন জামান নির্দেশিত বুনন থিয়েটার প্রযোজনা ‘নকশী কাঁথার মাঠ’।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন