আবারও দ্বৈত গান নিয়ে দর্শকমহলে ফিরছেন রুনা-সাবিনা
আপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
দীর্ঘদিন পর আবারও দ্বৈত গান গাইলেন দেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।
'দলছুট প্রজাপতি' নামের নতুন একটি ধারাবাহিকের জন্য তৈরি হয়েছে গানটি।
এর
কথা এমন- ‘দলছুট প্রজাপতি উড়ে যায় আকাশে/জানে না কেউ জানে না দাগ রেখে যায়
বাতাসে/ছাড়িয়ে অচেনা শহর, মাড়িয়ে জোছনা প্রহর/আবার সে নীড়ে ফিরে আসে।
এর
কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গান গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বললেন, ‘খুব
ভালো লেগেছে। নতুন গানের সুরটা সুন্দর। ধারাবাহিক নাটকটির গল্পও শুনেছি,
আমার আশা, গানটির পাশাপাশি নাটকটিও দর্শকদের ভালো লাগবে। 'দলছুট প্রজাপতি'
ধারাবাহিকটি পরিচালনা করছেন আরিফ খান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন