এক রানের হারের ম্যাচে মাশরাফিদের জরিমানা
এবি ক্রীড়া ডেস্কস্লো ওভার রেটের কারণে জরিমানার শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশারফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের সদস্যরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ধীর গতির ওভার রেটের কারণে এই জরিমানা করেছে আইসিসি।
শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। তাই নিয়ম অনুযায়ী আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং মাশরাফিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন। মাশরাফি এ বিষয়ে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, ম্যাচটিতে ভারতের বিপক্ষে ১ রানে হারে বাংলাদেশ। এছাড়া টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে একই রকম ঘটনার পুনরাবৃত্তি করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন মাশরাফি। এদিকে বেঙ্গালুরুতে ম্যাচ শেষে গতকাল কলকাতায় ফিরেছে বাংলাদেশ দল। আগামীকাল ইডেন গার্ডেনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের কাছে হারের ফলে সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় কিউইদের বিপক্ষে ম্যাচটি মাশরাফি বহিনীর জন্য কেবলই আনুষ্ঠানিকতা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন