, , No Comments

আজ বেবী নাজনীনের জন্মদিন

Logoআপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
সঙ্গীত ভুবনের প্রিয় মুখ বেবী নাজনীনের জন্মদিন আজ ২৩ আগস্ট (রবিবার)।

সীমান্ত শহর নীলফামারীর সৈয়দপুরে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন 'ব্ল্যাক ডামন্ড'খ্যাত এ তারকা। বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার শুরু শিশু বয়সেই।

মাত্র ৫ বছর বয়সে রংপুর বেতারে এবং এর পরে ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক-সংগীতের সব ধারায় বিচরণ করা শিল্পী বেবী নাজনীন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ৫০টি একক অ্যালবামসহ অডিও বাজরে তার রয়েছে চার শতাধিক মিশ্র অ্যালবাম। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অনেক গান। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন সংগীতে অবদানের জন্য দেশ-বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।



আমার বিনোদনের পক্ষ থেকে গুণী এই সঙ্গীতশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন