মুক্তির মিছিলে মৌসুমী’র ‘ভালোবাসবোই তো’
এবি প্রতিবেদকআগামী ১১ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে নির্মাতা বেলাল আহমেদের শেষ ছবি ‘ভালোবাসবোই তো’।
কিন্তু ছবিটির ৪০ ভাগ কাজ বাকি থাকতেই তিনি মারা যান। এরপর চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহযোগিতায় ছবিটির নির্মাণ কাজ শেষ করার দায়িত্ব নেন চিত্রনায়িকা মৌসুমী।
এর আগে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নেগার’ শিরেনামে দুটি ছবি পরিচালনা করেছেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বেলাল আহমেদ ছিলেন গুণী একজন পরিচালক।
হয়তো তার মতো করে আমি ছবিটি শেষ করতে পারিনি। কিন্তু যতটুকু করেছি, আমার বিশ্বাস বেলাল আহমেদের ইচ্ছার বাইরে একটুও যাইনি। চেষ্টা করেছি তার স্বপ্নের কাছাকাছি থেকে ছবিটি শেষ করতে।’ বেলাল আহমেদের কাহিনী, চিত্রনাট্যও সংলাপ নিয়ে নির্মিত ‘ভালোবাসবোই তো’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী ও নিলয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন