, , No Comments

দেশ অপেরার বর্ষপূতিতে ‘একটি পয়সা’

Logoআপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
২৩তম বর্ষে পদার্পন করতে যাচ্ছে দেশের প্রতিশ্রুতিশীল যাত্রাদল দেশ অপেরা। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার আয়োজন করেছে সংগঠনটি।

আজ ২৬ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নাট্যজন গোলাম সারোয়ার। দেশ অপেরার কর্ণধার মিলনকান্তি দে’র সভাপতিত্বে এতে আরও উপস্থিত থাকবেন যাত্রা ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা। আসরের দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে বহুলআলোচিত যাত্রাপালা ‘একটি পয়সা’।

ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত জনপ্রিয় এই পালাটি নির্দেশনা দিয়েছেন প্রতিভাদীপ্ত যাত্রাজন এম আলীম। ‘পুঁজিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নয়, প্রার্থনা নয়, মেহনতী মানুষের সঙ্ঘশক্তির প্রচ- আঘাতে ওদের খুশির অট্টালিকা ভেঙে চুরে কায়েম করতে হবে আমজনতার ন্যায্য অধিকার।’ এমনি বিপ্লবী চেতনালব্ধ সংলাপঝড়ে গড়ে উঠেছে শ্রমিক আন্দোলন ভিত্তিক এই পালাটি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মোবারক হোসেন, সহিদুর রহমান এনা, রফিকুল ইসলাম, নূরুল হক, এম আলীম, এম সিরাজ, সন্তোষ বিশ্বাস, সুদর্শন চক্রবর্তী, সবিতা বিশ্বাস, ত্রপতি ইসলাম, বনশ্রী অধিকারী প্রমূখ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন