, , No Comments

টেনিস খেলোয়াড় অপি!

Logoআপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম এখন টেনিস খেলোয়াড়!

জাতীয় টেনিস কোটে গিয়েই টেনিস খেলছেন তিনি। প্রিয় পাঠক চমকে গেলেন বুঝি? আসলে অভিনয়ের জন্যই র‌্যাকেট হাতে মাঠে নেমেছেন অপি। ব্যতিক্রমী এ চরিত্র নিয়ে নাটক নির্মাণ করছেন রতন রিপন। নাটকের নাম 'এক বিকেলের সুখ-দুঃখ'। এতে অপির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল।

আনিস চৌধুরীর গল্পে এর চিত্রনাট্য লিখেছেন সাগর জাহান। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'গল্পটি একেবারেই অন্যরকম। আমরা নির্মাণও করছি খুব যতœ নিয়ে। আশা করি, ব্যতিক্রমী একটি নাটক হবে এটি।' এনটিভিতে আগামী কোরবানির ঈদে প্রচার হবে নাটকটি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন