, , No Comments

হরভজন-গীতা’র বিয়ে ২৯ অক্টোবর

Logoআপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া ডেস্ক
আগামী ২৯ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম অফস্পিনার হরভজন সিং ও বলিউডের আবেদনময়ী নায়িকা গীতা।

দীর্ঘদিন থেকে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তারা। তখন থেকেই গুজব ছিলো ভাজ্জি আর গীতা বিয়ে করবেন। জলন্ধরে বসবে বিয়ের আসর। বিয়ের আসরে উপস্থিত থাকবেন যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি সহ ভারতীয় দলের একঝাঁক ক্রিকেটার। বলিউডের বেশ কয়েকজন তারকাকেও দেখা যাবে এই অনুষ্ঠানে।

তবে অক্টোবর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা সফরে ভাজ্জি যদি ভারতীয় দলে সুযোগ পান তাহলে বিয়ের দিন পরিবর্তন হতে পারে। ভারতে ক্রিকেট এবং বলিউডের তারকাদের সাত পাকে বাধা পড়ার ঘটনা অনেক পুড়নো। নবাব মনসুর আলি খান পতৌদি- শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সঙ্গিতা বিজলানি। এবার যোগ হলো ভাজ্জি-গীতার নাম। ৩১ বছরের গীতা বলিউডে ৫-৬টি সিনেমায় অভিনয় করেছেন। ইমরান হাসমির বিপরীতে দ্য ট্রেন সিনেমায় নজর কাড়েন গীতা। তবে বলিউডে সেভাবে নিজের অবস্থান পাকা করতে পারেননি।অপরদিকে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য ৩৫ বছরের হরভজন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন