, , No Comments

ভেঙ্গে গেল গ্রিন-ফক্সের সংসার

Logoআপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
 সম্প্রতি মার্কিন অভিনেত্রী মেগান ফক্স আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেছেন। ফলে আবারো ভাঙতে যাচ্ছে স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের (৪২) সঙ্গে ফক্সের পাঁচ বছরের সংসার।

ব্রায়ান অস্টিন ‘বেভারলি হিলস ৯০২১০’ মুভিতে ডেভিড চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান। ‘ট্রান্সফর্মার্স’ ও ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস’সহ বিভিন্ন মুভিতে অভিনয় করেছেন ফক্স (২৯)।

শুক্রবার ডিভোর্সের জন্য লস এঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন ফক্স। আবেদনে তিনি উল্লেখ করেন, তাদের মধ্যে এমন মতপার্থক্য তৈরি হয়েছে যা মিটমাট হওয়া সম্ভব নয়। ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ মুভি তৈরির সময় তাদের দেখা হয়। এরপর ছয় বছর একসঙ্গে থাকার পর হাওয়াইয়ের মাও দ্বীপপুঞ্জে তারা বিয়ে করেন। ২০১২ সালে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। এর দুই বছর পর এ দম্পতির দ্বিতীয় সন্তান হয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন