, , No Comments

ঢাকা মাতাতে আসছেন ভারতীয় কমিডিয়ান তারকা মীর

Logoআপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
ফের ঢাকায় আসছেন ভারতের স্যাটেলাইট কমেডি শো 'মীরাক্কেল'খ্যাত উপস্থাপক মীর আফসার আলী।

আগামী ৪ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ফ্যান্টাবুলাস কমেডি নাইট’ শীর্ষক এক কনসার্ট। আর এতে অংশ নিবেন মীর। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি।

এবার মীরের সঙ্গে আসবে তার গানের দল ‘ব্যান্ডেজ’। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত ১০টা পর্যন্ত। তাছাড়া এখানে থাকবেন এ দেশের স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। আরও পারফর্ম করবেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ খ্যাত শশী, সজল, শাওন, ইমন-সহ অনেকেই। এটি আয়োজন করেছে ম্যাডবক্স কমিউনিকেশন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন