মনীষ-পরিণীতির ব্রেকআপ
এবি ডেস্কবলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছিল প্রযোজক ও পরিচালক মনীষ শর্মার।
তবে সেটা অনেকেরই জানা ছিল না। পরিণীতির ঘনিষ্ঠজনরা ছাড়া সবার আড়ালেই ছিল এই প্রেমের গল্প। সম্পর্ক গড়ে ওঠা ও প্রেম চলাকালে গোপন থাকলেও বিচ্ছেদের সময় কিন্তু ঠিকই জানাজানি হয়ে গেল। সম্প্রতি বলিউড লাইফ সূত্রে এমনটাই জানা গেছে।
গত তিন বছর ধরে মনীষের সঙ্গে পরিণীতির প্রেম। প্রকাশ্যে টুইটার কিংবা অন্য সামাজিক মাধ্যমে কেউ কারও নাম উল্লেখ করলেও ইঙ্গিত দিতেন প্রায়ই। শুধু তাই নয় পরিণীতি একবার তার টুইটে বলেছেন, আমি তাকে ভালোবাসি। তাকে আমি অ্যাঞ্জেল বলে ডাকি।
বিষয়টি তখন সবাই জানতে চাইলেও পরে ধামাচাপা দিয়ে দেন এ নায়িকা। এমনকি কোনো সংবাদ মাধ্যমে বিষয়টি সেভাবে প্রকাশও হয়নি। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘটনাটি উঠে আসে গণমাধ্যমে। জানা যায়, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই পরিনীতি-মনীষ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর কারণ এখনও নিশ্চিত করেননি কেউই। এদিকে প্রেমের সম্পর্ক ইতি টানলেও এখন তারা বন্ধু হিসেবেই থাকবেন বলে জানিয়েছেন। শিগগিরই মনীষের প্রযোজনায় ‘মেরি পেয়ারি বন্ধু’ নামের একটি ছবিতে অভিনয় করবেন পরিণীতি। তবে ব্যক্তিগত সমস্যার প্রভাব নিশ্চয়ই ছবির ওপর পড়বে না!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন