, , No Comments

পহেলা বৈশাখে ভক্তদের জন্য বাপ্পা মজুমদারের নতুন উপহার

Logoআপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০১৬
এবি প্রতিবেদক
আসছে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার নতুন একক অ্যালবাম 'বোকাঘুড়ি'।

ছয়টি আধুনিক গান নিয়ে তৈরি হচ্ছে এই অ্যালবামটি। গানের কথা লিখেছেন- রাসেল, নীল, রানা, শাহান, ইব্রাহীম ফাতেমী ও রবিউল ইসলাম জীবন। নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার প্রকাশিত হবে অ্যালবামটি।

এ পর্যন্ত বাপ্পা মজুমদারের ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হতে যাচ্ছে তার ১১তম গানের অ্যালবাম। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৬ সালে।


তার প্রকাশিত অ্যালবামগুলো হলো- তখন ভোরবেলা (১৯৯৬), কোথাও কেউ নেই (১৯৯৮), রাতের ট্রেন (১৯৯৯), ধুলো-পড়া চিঠি (২০০১), কদিন পরেই ছুটি (২০০৩), রাত প্রহরী (২০০৪), দিন বাড়ি যায় (২০০৬), সূর্যস্নানে চল (২০০৮), বেঁচে থাক সবুজ (২০১২) ও জানি না কোন মন্তরে (২০১৫)।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন